![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আকাশ নীলেতে চাঁদ জোছনা ছড়ায়
তুমি পাশে বসে আছ ধরে দুটি হাত
মনেতে সঞ্চারে দোলা মধুময় রাত
এ সময় এ ভাবেই থাকনা অচল।
যেন কত সুখ দু’টি মনেতে জড়ায়
লতায় পাতায় জাগে চার আঁখিপাত
মনচায় এভাবেই হোক না প্রভাত
প্রেমের বাঁধনে আজ পাহাড় অটল।
কতটা সাধনা পরে এক সাথে দু’ই
এক সাথে ভেসে চলি টানেতে মনের
মন চায় অবিরত কতকথা কই
ফুরায় না আজ যেন আবেগ প্রাণের।
অনুভব প্রকাশের ভাষা খুঁজে খুঁজে
তোমার খোঁপায় দেই বুনো ফুল গুঁজে।
# গুন গুন করে গেয়ে দেখতে পারেন, মন্দ লাগবে না।
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১
সনেট কবি বলেছেন: হঠাৎ ভাবলাম বছরের প্রথম রোমাঞ্চকর কিছু লিখি। গুন গুন করে গাইতে গাইতে লিখেই ফেল্লাম। সাথের জন পাশেই ঘুমাচ্ছে। যাক আপনার ভালো লাগলো বলে অনুপ্রাণীত হলাম। আপনাকেও প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন: বৈশাখের প্রথম দিনে এমন প্রেমের কবিতা সত্য অসাধারণ।
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪
সনেট কবি বলেছেন: ভাবলাম বাংলা বছরকে কি ভাবে সম্মান জানানো যায়। তাই ভাবতে ভাবতে গুন গুন করে লিখেই ফেল্লাম সনেট গীতি। আসলে বাংলা আমাদের প্রাণের স্পন্দন। একুশ আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। যাক আপনাদের ভালো লাগলো জেনে আমার আরো ভালো লাগছে।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অনেক দিন পর আপনার লেখা দেখলাম আসলে আমি ই অনিয়মিত
খুব ভালো লাগলো ।
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬
সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক দিন পর ব্লগে পেয়ে খুব ভালো লাগছে। মনে হচ্ছে হারানো মানিক ফিরে পেলাম। আপনার ভালো লাগায় আমার ভালোলাগার পরিমাণটা আরো বেড়ে গেল।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৯
চাঁদগাজী বলেছেন:
নববর্ষের সনেটে: বৈশাখের আগমনে উল্লসিত ধরা, উল্লসিত মন, পাশে আপনজন, হৃদয়ে অপুর্ব অনুধাবন
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৪
সনেট কবি বলেছেন: আপনি এমন মন্তব্যও করতে পারেন। অনেকে আপনাকে নিরস বলেই মনে করতো। এরপর আপনার গল্পগুলো অনেকের ধারণা বদলে দিলো। যাক আপনার মন্তব্যটি খুব ভালো লাগারমত হয়েছে। ধন্যবাদ আপনাকে।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: প্রেমে বাধঁন অতঃপর "আপনার বাহুর বন্ধনে হারিয়ে যাওয়া" শুভ নববর্ষের আভা ছড়িয়ে পড়ুক আপনার চারিপাশ।
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৬
সনেট কবি বলেছেন: মাঝে মাঝে এমন হারিয়ে যেতে হয়। মনটাকে কত আর আটকে রাখা যায়। চার দিকের জ্বালা যন্ত্রণায় উচাটন হলে মনটা তখন বেড়াতে বের হয়।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
কবি?? এটা কি ৮+৬=১৪ সনেট?
আপনার সনেটের সংখ্যা কততে দাঁড়ালো?
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৯
সনেট কবি বলেছেন: এখানে ৮+৬=১৪ সব দিকে পাবেন। অন্তমিলও রয়েছে। অনেক দিন আর সনেট গণনা করা হয় না। ভাবছি হাজার ছাড়াবার পর না হয় আবার পরিসংখ্যান দেব।
৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আপনার রেকর্ডটা কি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত??
১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩
সনেট কবি বলেছেন: স্বীকৃতির জন্য বই করতে হয়। আমি এখনো কবিতার বই করতে পারিনি। কাজেই আমি এখনো স্বীকৃতি থেকে দূরে আছি। কিন্তু ব্লগে আমি দাবী করতেই পারি কারণ আমার কবিতাগুলো এখানে রয়েছে।
৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
হ্যাঁ ভাই, তা মানতেই হবে।
আমরাও চাই দেশ থেকে কেউ ভাল রেকর্ড করুক, স্বীকৃতি পাক।
শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩
সনেট কবি বলেছেন: যাক আপনাদের চাওয়া আল্লাহ পূরণ করুন। শুভ নববর্ষ।
৯| ১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২
তারেক_মাহমুদ বলেছেন: শুভ নববর্ষ সনেট কবি।
১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
সনেট কবি বলেছেন: শুভ নববর্ষ।
১০| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শুভ নববর্ষ।
কবিতায় প্লাস।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯
সনেট কবি বলেছেন: শুভ নববর্ষ।
১১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০
রাজীব নুর বলেছেন: এক কথায় বলি অত্যন্ত মনোরম।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রাজীব ভাই।
১২| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০১
মনিরুল ইসলাম বাবু বলেছেন: সহজ ভাষায় সহজ আবেগের সুন্দর প্রকাশ
১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
১৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪১
সনেট কবি বলেছেন: বছরের প্রথম ভালো কিছু লেখার চেষ্টা করেছি। আপনি সহ কারো কারো ভালোলাগায় আমারো ভালো লাগছে। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৬
আবু আফিয়া বলেছেন: ভাল লেগেছে, ধন্যবাদ