![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
জোছনায় দু’জনায় ঘাটে বসে থাকি
সহজেই চলে যায় হালকা সময়
নিশাচর সাথে দু’টি মন জেগে রয়
শুনি বসে রিনিঝিনি ঝিঁঝিঁদের গান।
দু’টি মনে নব নব কল্প চিত্র আাঁকি
দখিনা বাতাস দেহে ফুরফুরে বয়
প্রেয়সি উজাড় মনে কত কথা কয়
দু’জনার মনে বাজে সুখ সুর তান।
অতঃপর ঘুম ঘুম চোখে ফিরি ঘরে
এক সাথে দু’টি মন নিদ্রাপুরে যাই
সেথায় দু’জন থেকে সতেজ অন্তরে
জেগে কাছে দু’জনায় দু’জনেই চাই।
এমনি সময় কেটে একত্রে এভাবে
সৌরভ ছড়িয়ে যাক যত দিন যাবে।
চাঁদে ধোয়া রাত
চাতক নয়ন খোঁজে তরু বন ছায়
কোথায় লুকিয়ে তুমি এসে ধরা দাও
বিরহ সহেনা মনে এ মুখে তাকাও
বেরিয়ে এসনা হাঁটি ধরে দু’টি হাত।
রাতের চাদরে আজ জোছনা জড়ায়
সেথা হতে মুঠি মুঠি দু’টি হাতে নাও
নয়নে নয়ন রেখে হাসি মুখে চাও
দেখনা চাঁদের ধোয়া মধুময় রাত।
ফিরলে হে ফিররে হে পাগলিটা বুঝি
মুঠি ভরে কি এনেছ মৃদু পায়ে হেঁটে
বুঝেছিতো ডাক শুনে এ যে পোকা ঝিঁঝিঁ
এসো মুখে মেখে দেই এ জোছনা বেটে।
হি হি করে হাসলেই পাবেনা যে পার
আজ সারা রাত জুড়ে তুমি যে আমার।
ঘুমের পাড়ায়
ছুটো ছুটি করে প্রিয়া আম্রবন ছায়
কে চায় কে চায় তারে বসে নিরালায়?
তারে দেখে হেসে প্রিয়া লুটোপুটি খায়
পারলে ধর না এসে সে তারে সুধায়।
এমনি চ্যালেঞ্জ হলে বসে থাকা দায়
ডাকে সাড়া দিয়ে তারা ছুটে দু’জনায়
কি সুন্দর চিত্র নাট্য চাঁদ জোছনায়
স্বল্প দৈর্ঘ্য হলেও তা’ মনটা জুড়ায়।
ঘাসে পড়ে অবশেষে দু’জনে হাঁফায়
দু’টি মুখে মৃদু হাসি নিমিশে ছড়ায়
এভাবেই সন্ধা থেকে রাত যে গড়ায়
যায় তারা এরপর ঘুমের পাড়ায়।
অঘোরে নিরব তারা সুখের নিদ্রায়
এমনি জীবন চলে প্রেম মোহনায়।
আনন্দ ক্রন্দনে
মোচড় দিয়েছে মনে না পেয়ে তোমায়
সামান্য কথায় তুমি গিয়েছো কোথায়?
তুমি বিনে সব কিছু লাগে যে অচিন
ঘরকে বে-ঘর লাগে কষ্ট রাত দিন।
কোথায় যে যাব আমি সন্ধানে তোমার?
একটু আশায় প্রিয়া তোমায় ছোঁয়ার
অভিমান কর যদি ক্ষমা করে তবে
ভালোবাসা বেঁচে থাক প্রীতি অনুভবে।
পড়েছ যে বাঁধা প্রিয়া বিবাহ বন্ধনে
থাক তাই এক সাথে আনন্দ-ক্রন্দনে
তুমি ছাড়া মরুময় জীবনের গলি
ছাড় তাই দূরে থাকা অনুনয়ে বলি
এই তুমি কোথা আছ ফোনটাতো ধর
এরপর না হয় যে রাগ কিছু কর।
# ইচ্ছে হলে একটু গুন গুন করে গেয়ে নিতে পারেন।
প্রিয়া হারা এজীবন
সেদিন গিয়েছে চলে যে দিন তোমায়
পেয়েছি দু’হাত ভরে মনোরমা রূপে
তারপর গেলে চলে উপরের ডাকে
একলা আমায় রেখে একাকী জীবনে।
তুমি চলে গেলেওতো যায়নিতো স্মৃতি
তারা যে আমায় আজো কাঁদায় অনেক
আমার সুখেরা সব চলেগেল বলে
অকুল দুঃখেতে আমি করি বসবাস।
এবেলায় ওবেলায় কোন বেলা নয়
সারাবেলা আমি শুধু করি ছটফট
উপরে তোমার সাথে মিলব কখন
অপেক্ষায় আছি সেই সময়ের তরে।
মৃত্যুর সময় গুনি বসে দিন রাত
প্রিয়া হারা এজীবন কাটছে অযথা।
একাকী জীবন
ভাবনদী পার হয়ে মনের চরেতে
তুলে ঘর অতঃপর বাসকরি সুখে
বাতাসের সাথে নিত্য গুনগুন গানে
কথাকই নিরিবিলি যখন তখন।
একাকী নির্জনে দিন কেটে যায় কারো
জন সাথী হয়ে নয় নিজেই নিজের
সাথী হয়ে রাত দিন জোয়ার ভাটায়
কোন মতে পার করে জীবন সময়।
যৌথ জীবন আবদ্ধ খাঁচার ভিতর
নিয়ত ক্রন্দন করে স্বাধীণতাহীন
কৈফিয়ত দিতে দিতে ক্লান্ত হয়ে সদা।
তারচে ভাটার টানে একা ভাসা যায়
নিরিবিলি নদী স্রোতে উদাস মনেতে
যেথা নেই কারো সাথে কিচির মিচির।
বিঃদ্রঃ ‘একাকী জীবন’ অন্তমিলহীন কিন্তু আবহ যুক্ত।
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪০
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। সুন্দর কথামালা।
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: অসাধারণ কবিতার সাথে অসাধারণ ছবি। এ যেন সোনায় সোহাগা।
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
সনেট কবি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ধন্য হলাম।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২২
নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন ।
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: বৈশাখে দখিনা বাতাসে নিশি যাপনের অসাধারণ সনেট। মুগ্ধতা রেখে গেলাম।
শুভেচ্ছা নিয়েন ভাইয়া।
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: সুন্দর লাগলো।
ছবি্টা কিন্তু ঝি ঝি পোকার না।
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
সনেট কবি বলেছেন: ঝিঁ ঝিঁ পোকা সাধারণত কম দেখা যায়। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রাজিব ভাই।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
ব্লগার_প্রান্ত বলেছেন: বাহ্
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
৮| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
আবু আফিয়া বলেছেন: বেশ ভাল লাগল, ধন্যবাদ
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
৯| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর কবিতা। আপনার লেখা এমন কবিতা মনে হয় এর আগে চোখে পড়েনি।
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৭
সনেট কবি বলেছেন: কবিরা সব সময় সুন্দর কবিতা লিখতে চায়। তবে কখনো সুন্দর হয়, আর কখনো সুন্দর হয় না।
১০| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
মানব হৃদয়ের কোমল অনুভুতিগুলো পদ্যে প্রকাশ পেয়েছে; কবিতাগুলোতে মোলায়েম পেলব আছে
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৫
সনেট কবি বলেছেন: সনেটের বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপনের চেষ্টা করেছি। পাঠকের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭
সনেট কবি বলেছেন: মন্তব্য ও প্লাসের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর