![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
জাহাজ্ব ডুবি
সহসা জাহাজ্ব দোলে প্রচন্ড রকম
আরোহিরা কেঁদেচলে সুকরুণ স্বরে
এরাতেই তারা বুঝি যাবে সব মরে
জীবনের শেষ বুঝি হলো উপস্থিত!
তুফানের দাপটায় বিপদ চরম
কারা যেন জাহাজ্বটা কাত করে ধরে
নিমিসে ঢুকছে পানি জাহাজ্ব অন্দরে
পারিনা বুঝতে কিছু কি করা উচিত।
অবশেষে বালুচরে দেখি আমি শুয়ে
কি করে যে বেঁচে আছি বিস্ময়ে অবাক
চরের মানুষ জন আসে বস্ত্র লয়ে
পেটথেকে পানি বার করেছে বালক।
ডাল ভাত শাক খেয়ে পথে হেঁটে চলি
প্রচন্ড রোদ্রেতে যেন প্রাণ হয় বলি।
ঝড়ের রাতে
বিষন্ন দুপুরে রুঢ় খরতাপে হেঁটে
ক্লান্ত বিকেল বায়ুতে গাছের ছায়ায়
খানিক বিশ্রাম শেষে দেখেছি সন্ধায়
এখনো পথের বাঁকী রয়েছে অনেক।
এরাতে কোথায় যাব? কিচ্ছু নেই পেটে
পাখিরা ফিরছে সব নিজের বাসায়
পশুদল চলে যায় গৃহ ঠিকানায়
আমার এখনো বাঁকী পথের অর্ধেক।
ঝড়ে পড়ে গৃহস্থ্যের বারান্দায় বসি
অতঃপর খাবারের থালা এসে পড়ে
ভাত তরকারি লাগে খানিকটা বাসি
তথাপি গোগ্রাসে গিলি ঠোঁট ঘন নড়ে।
একটা চিলে কোঠায় হোগলা চাটাই,
তাতেই ঘুমিয়ে পড়ে সে রাত কাটাই।
প্রভাতের পর
ঘুম ঘোরে কানে শুনি কিচির মিচির
পাখিদের কলরবে আঁধার বিদায়
নেমে পড়ি প্রভাতের আধো আলো ছায়
ক্রমাগত হেঁটে চলি, দেহে ক্লান্তি ফুটে।
পদতলে ঝরাপাতা মচর মচর
পেটের গহিনে যেন ক্ষুদা মোচড়ায়
দেহকে সতেজ করি সামান্য নাস্তায়
ঠিকানার পানে যাই দ্রুত বেগে ছুটে।
কোথা থেকে গরু এক ক্রোধে তেড়ে আসে
চোখ মেলে দেখি সব আত্মিয় স্বজন
তবে কি এসেই গেছি আপন নিবাসে?
জাহাজ্ব ডুবিতে ঘোর দেখেছে নয়ন।
অবশেষে অবশান হয়েছে বিপদ
পেয়েছি আবার ফিরে সকল সম্পদ।
# সনেট গল্প
২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সনেট কবি বলেছেন: ভাললাগা এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার আরেকটা কবিতা পেলাম। বেশ ভাল লেগেছে।
২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সনেট কবি বলেছেন: সুমন্তব্যের জন্য অনেক ধন্যবাদ চৌধুরী ভাই।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
মানুষ এখনো মানুষকে ঠাঁই দিয়ে চলেছে, সেটা আরো ভালোর দিকে যাবে।
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১১
সনেট কবি বলেছেন: মানুষ ক্রমাম্বয়ে আরো উন্নত মনের মানুষ হয়ে উঠুক। এমন আশা নিয়েই আমরা বেঁচে থাকতে চাই।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক কঠিন একটা কাজ সনেট কবিতা লেখা।
আপনি করছেন তা সহজেই। শুভেচ্ছা নিন।
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩
সনেট কবি বলেছেন: দোয়া করবেন যেন সনেটে আপনার কবিতার মান যোগ করতে পারি। কারণ সনেট হলেও কবিতা সুন্দর হওয়া বাঞ্চনীয়।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০০
আহমেদ জী এস বলেছেন: সনেট কবি ,
যেহেতু সনেট তাই অনেক অর্থেই নেয়া যেতে পারে বক্তব্যটিকে ।
এখানে হয়তো শেষ পাড়ানীর পথে কবির অর্ধেক পথ পাড়ি দেয়ার ইঙ্গিত দেয়া হয়েছে । কষ্টেসৃষ্টে কেটে যাওয়া দিনগুলি না হয় ফেলে আসা গেলো , কিন্তু সম্মুকে যে পথ পাড়ি দিয়ে পৌঁছুতে হবে শেষের ঘাটে সে পথ জুড়ে যে ঝড়ের তান্ডব ! নিশ্চিন্তে সেই পথ পাড়ি দিয়ে বুড়ি ছুঁয়ে দেয়া যাবে কি !!!!!!!!
এমন একটা ভাব থাকলেও থাকতে পারে কবিতায় ।
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯
সনেট কবি বলেছেন: সনেটে ক্ষুদ্র গল্প তুলে আনতে চাই। কারণ চৌদ্দপদেতো আর বড় কিছু তুলে আনা যাবে না। আপনি যে বিশ্লেষণ তুলে এনেছেন সেটাও ঠিক আছে। আর ঝড় যতই আসুক পিছনেতো আর বসে থাকা যায় না। বরং বাধার পাহাড় ডিঙ্গিয়ে সামনে যে এগুতেই হবে।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, কবির প্রতি রইল শুভেচ্ছা
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৪
সনেট কবি বলেছেন: আপনার জন্যও অকৃত্রিম শুভেচ্ছা রইল।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫
অর্ক বলেছেন: আপনি সম্ভবত জীবদ্দশাতেই এক হাজার সনেটের মাইল ফলক অতিক্রম করবেন। সেই উপলক্ষে অনুষ্ঠান করা হবে এই এক নাম্বার ব্লগের ব্লগারদের নিয়ে। আমি আশা করি আমিও থাকবো সে অনুষ্ঠানে। সেখানে পোল ড্যান্স অবশ্যই অবশ্যই রাখবেন। এই ব্লগের ব্লগাররাই বাংলাদেশে পোল ড্যান্স চালু করবে। আর নেতৃত্ব দিবে আপনার মতো সিনিয়র ব্লগাররাই। থিম সং করবো উশা উথ্থুপ’র সেই বিখ্যাত গান, কোই ইহা জো নাচে নাচে।
অপেক্ষা শুধু আপনার হাজারতম সনেটের প্রিয় কবি।
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৭
সনেট কবি বলেছেন: হাজার সনেট হলেও হতে পারে যদি আল্লাহ সেটা চান। কিন্তু তিনি যদি মাঝ পথে থামিয়ে দেন, তবে হয়ত হবে না। অবশ্য সংখ্যার চেয়ে গুণগত মানের সনেট লিখতে পারলে সেটা মানুষের কাজে লাগতে পারে। যাক ছাঁই উড়িয়ে দেখছি অমূল্য রতন মিলে কি না।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! আমাদের অন্তিম পরিনতি আর একবার স্মরণ করালেন।
শ্রদ্ধা নিরন্তর।
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯
সনেট কবি বলেছেন: আপনাদের প্রাণবন্ত মন্তব্যে আমার উৎসাহ বাড়িয়ে তোলে। দোয়া করবেন যেন ভাল কিছু করতে পারি।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯
ইমরান আল হাদী বলেছেন: এরকম ঘটনা এখন সাধারণত কম ঘটে, এখন বিশ্বাসের বড় অভাব,আগে প্রায়শই এমন হতো।
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০
সনেট কবি বলেছেন: মানুষের কল্যাণে আমাদের বিশ্বাসের মাত্র আরো বাড়িয়ে তোলা জরুরী।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৫
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।
২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০০
সনেট কবি বলেছেন: সনেটে গল্প লেখা যায় কিনা সেই প্রচেষ্টা থেকে এ সনেট লিখা। আপনার মত ভাল কবির ভাল লাগা অনেক কিছু।
১১| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: সনেট লেখা চারটেখানি কথা নয়।
খুব সুন্দর লিখেছেন চাচা।
২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৮
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ভাইপুত!
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
সৈয়দ তাজুল বলেছেন: প্রিয় কবি, ভাল লাগলো আপনার কবিতা।
টানেটানে পড়ে নিলাম।
প্লাস+++