নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

প্রাপ্তি সস-৩

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৯



ছেলেটার মা নেই যে আঁচলে জড়ায়ে
স্নেহের পরশে তার অশ্রু মুছে দিবে
পরম আদরে তাকে কোলে টেনে নিবে
একা একা থেকে তার রাত দিন কাটে।
যায় না মনেতে তার আনন্দ ছড়ায়ে
পরিবার নেই তার সে কোথায় যাবে?
কোথাও কেউ নেই যে সে আশ্রয় পাবে
তথাপি ক্ষুদা নিবৃতে সে অনেক খাটে।

ছেলেটি যেথায় যায় সেথায় সে থাকে
সে পায় জীবনে এক স্রোতের প্রবাল
জীবনে যে তার মত প্রতি বাঁকে বাঁকে
দু’জন দু’জনে পেয়ে পায় সুখ কাল।
দাম্পত্যে থাকছে তারা একটি নিড়েতে
তারাও হয়েছে বড় লোকের ভিঁড়েতে।

# সনেট গল্প


আখেনাটেনের ক্যাচ-২২ এ মন্তব্য-

ঝর ঝরে ঝরে যেন ঝরণার জল
সে রকম ঝরে পড়ে কথা অবিরল
নুয়ে পড়ে শুয়ে যেন জলের প্রপাত
কথাদের আসে নিয়ে নতুন প্রভাত
পড়ে পড়ে মন ভরে অনুভবে সুখ
মনে হয় ভুলে যাই যত আছে দুঃখ
কবিতার কথা যেন মহা মধুময়
কবিতায় ফুটে উঠে কবি পরিচয়।

কি করার আছে আর মন দিয়ে পড়ি
নেড়েচেঁড়ে দেখে নেই কথাদের ছড়ি
মেঘ কাটে হৃদয়ের ফুটে উঠে রোদ
সুখের জলেতে ভরে এমনের হ্রদ
কবির বীনয় আহা ফুলের মতন
যারে কবি করেছেন অনেক যতন।

মসনবী

মসনবী প্রাসাদের সদর ফটক
খুলেগেলে দেখা যাবে অজস্র রত্নের
ছড়াছড়ি জড়াজড়ি, যেথায় যত্নের
কোথাও কমতি নেই, এ এক বিস্ময়!
এ গ্রন্থে কোথাও নেই অযথা চটক
হেথা পরতে পরতে লুকানো জ্ঞানের
আলোকেরা খেলা করে পাঠক প্রাণের
অনুভুতি পুষ্ট করে নিরন্ত সময়।

জালাল উদ্দীন রুমী আত্মীক কথন
সাজালেন নৈপূণ্যের হস্তে পরিপাটি
অজ্ঞতা বিতাড়নের অমূল্য করন
দীপ্তিময় জোছনায় নিখাঁদ সে খাঁটি।
প্রতিভা বিচরে সেথা জগতে বিরল
অভিযাত্রা থেমে নেই যাত্রা অবিরল।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


ছেলেটি সৌভাগ্যবান, এই সমাজে সে টিকে গেছে

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১

সনেট কবি বলেছেন: সাগর জলে ভেসে অনেকেই কুলের নাগাল পায়। সে জন্যই যত্ন করে দমটা ধরে রাখতে হয়। তবে বাস্তবতা হলো এমন একজন এখন কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক যা অনেকে ঢের লেখাপড়া করেও হতে পারেনা। রুঢ় জীবন তাকে পথের নাগাল পাইয়ে দিয়েছে।

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখী ছেলেটির দিনকাল তুলে ধরেছেন, ভালো একটি বহুল পরিচিত পট সনেটের মতো ছোট পরিসরে সুন্দর উপস্থাপন করেছেন শ্রদ্ধেয়। ভালো লাগা জানবেন কথামালায়।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩

সনেট কবি বলেছেন: এটা একটু এদিক ওদিক করে একটা বাস্তব চিত্রই তুলে ধরার চেষ্টা করেছি। এর মাধ্যমে এটা জানাতে চেয়েছি যে হতাশ জনও আল্লাহ চাইলে আশার আলো দেখতে পারে। মন্তব্য ও লাইকের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

ইমরান আল হাদী বলেছেন: সন্তানের জন্য এক জন মা ই যথেষ্ট, কারো কারো কাছে থেকে মায়েরা
হারিয়ে যায়।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪১

সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন:

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪২

সনেট কবি বলেছেন: ভাতিজা এ করেছেন কি? এর যথাযথ ব্যাখ্যা চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.