![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মুনিরা আসেনি ফিরে বিকেল বেলায়
মেয়েদের সাথে আজ।পড়শিরা জানে
চিরতরে সে হারাল পশুত্বের টানে।
মা জানেনা স্কুল থেকে সে কোথায় গেল?
রাস্তায় মিছিল নামে মুনিরা হত্যায়
মা জানে তখন সব।স্রোতে বয়ে আনে
বে-শুমার শোক কষ্ট! মেয়ের সন্ধানে
অহেতুক দৃষ্টি ফিরে, কিচ্ছু না সে পেল!
একমাত্র মেয়ে তার বিধবার ঘরে
ছেলে নেই কোন আর!পশুর বিবেকে
তাকেই চেয়েছে কেন? অশ্রু শুধু ঝরে!
মুনিরা এসেছে শেষে রক্তের পোশাকে।
আবার মুনিরা যাবে শেষ বিদায়েতে
আসবেনা মাকে আর অশ্রু মুছে দিতে।
# সনেট গল্প।
২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২
সনেট কবি বলেছেন: বিবেক জাগ্রত হোক। এমন সব ঘটনার অবশান হোক। আর কোন মায়ের কোল খালি না হোক।
২| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
কল্পনা, নাকি কোন ঘটনা?
২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
সনেট কবি বলেছেন: বাস্তবতার আলোকে কল্প না।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হাজারো মুনিরাদের মা'দের আত্ম বেদনা,
ভালো লিখেছেন, সনেটে মুগ্ধতা
২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
সনেট কবি বলেছেন: যে হারায় সে বুঝে কি হারায়। যে কেড়ে নেয় তার বুঝা উচিত সে কি কেড়ে নেয়। অমানুষগুলা সব মানুষ হোক।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২
তারেক ফাহিম বলেছেন: যতদিন না সঠিক বিচার হবে ততদিন মুনরিারা পশুত্বের টানে হারাবে।
বরাবরের মতই সুন্দর সনেট উপহার দিলেন।
২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
সনেট কবি বলেছেন: এসব দেখার দায়িত্ব যাদের তারা একটু চোখ কচলিয়ে দেখুক। তারা একটু ভাবুক তারা কি করতে পারে। কারণ দানব থামানোর দায়িত্বতো তারাই বুঝে নিয়েছে। তারা একটু বুঝার চেষ্টা করুক তাদের অপারগতার পরিণাম কি হতে পারে?
৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
ইমরান আল হাদী বলেছেন: এ লোক গুলি কে চিকিৎসা প্রয়জন, বিকৃত অমানুষিকতা।
২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
সনেট কবি বলেছেন: এদের অনেক কিছুই করা দরকার। কিন্তু যারা করবে তারা চোখ বন্ধ করলেই শুধু টাকা দেখে। এসব তাদের নজরে আসে না।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
আখেনাটেন বলেছেন: শত মুনিরারা এভাবে দানবের থাবায় ছিন্নবিচ্ছিন্ন হচ্ছে প্রতিনিয়ত। আমাদের যেন কিচ্ছু করার নেই। এরা এভাবেই আঘাতপ্রাপ্ত হতেই থাকবে।
২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
সনেট কবি বলেছেন: আমরা যারা সাধারণ আমরা কতক্ষণ শুধু চিৎকার করতে পারি। কিন্তু যারা কিছু করতে পারে তাদের আবার করার মত টাইম নেই। সেজন্যই কিছু হয় না।
৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে, অনেক মুনিরার খবর এমনি রয়ে যায় অগোচরে।
সমসাময়িক পরিস্থিতি কবিতায় মূর্ত হয়ে উঠেছে। কবিতার নির্মাণও বরাবরের মতোই চমৎকার।
শুভেচ্ছা সনেটের কবি ফরিদ ভাই।
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫
সনেট কবি বলেছেন: অবশেষে আপনার সনদটা কি তবে পেয়েই গেলাম?
৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা সময় সাময়িক নির্মমতার প্রতিছবি কবির চিন্তার উন্মেষ। জাগ্রত হউক মানবতার। কবি ভাল থাকবেন।
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার প্রত্যাশা পূরণ করুন - আমিন।
৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার সনেট গল্পের প্রতি আমার দুর্বলতা শুরু হয়ে গেছে।
বেশ ভাল লাগল। শুভেচ্ছা নিন।
২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:২০
সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
১০| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: কাশেম বিন আবু বকরের সাথে আপনার মিল আছে।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৯
সনেট কবি বলেছেন: কিন্তু এটা আমার কাম্য ছিলনা। মনে খুব কষ্ট পেলাম। সে কি কখনো সনেট লিখেছে? মিলটা তবে কিভাবে হলো?
১১| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতার শিরা উপশিরা জুড়ে আছে বেদনার রং। এভাবেই কবিরা বিবেকের দরজায় কড়া নাড়ছে। কিন্তু দরজা এখনো বন্ধ আছে। জানিনা খুলবে কবে। ভালো লাগলো। শুভকামনা আপনার জন্য।
৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
সনেট কবি বলেছেন: দেশী অনেক দিন পর আপনাকে মন্তব্যে পেলাম। অনেক ধন্যবাদ।
১২| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। আজ আমার ছুটির দিন। তাই আজ সারাদিন ব্লগেই আছি। ইচ্ছে করে সবসময় এভাবেই থাকি। কিন্তু, আমি যে প্রবাসী !
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০০
সনেট কবি বলেছেন: কবি তবে প্রবাসী? এটা আগে জানা ছিলনা। যাক তথাপি ভাষারটানে কলম চালান। এটা খুব ভাল লাগে।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন: বেদনাদায়ক!!!