![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
লাশের সৌজন্যে দাহ, অথবা কবর
আত্মার গন্তব্য হবে কোথায় কে জানে?
হারানো আত্মারা নেই মনুষ্য সন্ধানে
ক্ষণকালে বাড়াবাড়ি শুধুই অযথা।
শুনি পরজগতের নানান খবর
কতজন কতভাবে কতকথা মানে
প্রত্যেকের নিজ নিজ বিশ্বাসের টানে
গরমিলে জানা যায় কত শত কথা।
মানুষেরা থাক বলি একসাথে সব
তারপর যে যেথায় যাবে একা একা,
নিজেদের একাত্মতা করে অনুভব
সুমধুর করে রাখ একসাথে থাকা।
তোমাদের গরমিলে তবু আছে মিল
মানুষ মানুষ হলে গুঁছবে অমিল ।
সেন্টিনেল দ্বীপের আদিম বাসিন্দা
ভারতের আন্দামান সেন্টিনেল দ্বীপ
আদিম জনগোষ্ঠির স্বাধীন জীবন
ওরা ধরে না কারোর দাম্ভিক চরন
ওদের জীবন চলে নিজেদের মত।
সভ্যতার মাঝে জ্বলা শান্তির প্রদীপ
ওদের শান্তির জন্য থাকা প্রয়োজন
ওদের ক্ষতির থাক বন্ধ আয়োজন
সেথায় বিরাজে যেন শান্তি চিরায়ত।
ভারতের এককোনে থাকনা আদিম
নির্ভয়ে জীবনটারে নিরাপদে গড়ে
সভ্য ও আদিম হোক বন্ধুত্ব প্রতীম
আদিম না উড়ে যাক সভ্যতার ঝড়ে।
দূর হতে তারা তাক বিবেক ছায়ায়
জীবন তাদের মত প্রকৃতি মায়ায়।
০৭ ই মে, ২০১৮ রাত ১০:০১
সনেট কবি বলেছেন: এ ছাড়া মানুষের সুখে থাকার অন্য কোন পথ আছে কি না সেটা আমার জানা নেই।
২| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:০৭
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ
০৭ ই মে, ২০১৮ রাত ১০:০৯
সনেট কবি বলেছেন: পাঠকের ভাল লাগায় লেখকের স্বার্থকতা! আপনাকেও অনেক ধন্যবাদ।
৩| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
সোভিতেত ও চীনে সমাজতন্ত্র পরাজিত হওয়ার পর, মানুষ মানুষ মিল হওয়ার "টাইম লাইন" বেশ পেছনে চলে গেলো
০৭ ই মে, ২০১৮ রাত ১০:৪৯
সনেট কবি বলেছেন: এখন সেই টাইম লাইন কিভাবে এগিয়ে আনা যায় সে কথাই ভাবতে হবে।
৪| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:৪১
শামচুল হক বলেছেন: ছবি কবিতা দু'টোই ভালো লাগল।
০৭ ই মে, ২০১৮ রাত ১০:৫০
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় গল্পকার।
৫| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:৪৭
কানিজ রিনা বলেছেন: আত্বা ও দেহ দুইজন কেমনে? আত্বার শক্তি
এশক্তির বিন্যাশ নাই। আমার দেহ থাকবে
পড়ে আমি যাই কোথায়রে। আমি কোন জন
সে কোন জনা। দেহ কয় তুই কোথায় যাসরে
আমায় ফেলে আত্বা কয় তুই থাকরে পরে
আমি যাই সেতায় উড়ে।
০৮ ই মে, ২০১৮ ভোর ৬:৪৬
সনেট কবি বলেছেন: খুব সুন্দর বলেছেন।
৬| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৮ ই মে, ২০১৮ ভোর ৬:৪৬
সনেট কবি বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
৭| ০৮ ই মে, ২০১৮ ভোর ৫:৫৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
০৮ ই মে, ২০১৮ ভোর ৬:৪৭
সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় কবি।
৮| ০৮ ই মে, ২০১৮ সকাল ১০:৪৯
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসসালামুয়ালাইকুম।
খুব সুন্দর হয়েছে।
০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:০৯
সনেট কবি বলেছেন: ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৮ রাত ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ মানুষ হলে গুঁছবে অমিল - বাহ!
লালন সাঁইজি বারবার এ পরম সত্যটার পথে ডেকেছেন-
মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার - - -
++++