নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

জীবনের গতি সস-১

০৯ ই মে, ২০১৮ রাত ৮:২৮



একটা কুঁড়ের হদ্দ স্বামী নিয়ে স্ত্রীর
যন্ত্রণার শেষ নেই। অভাবের টানে
নিদারুন অপমান নিত্য বয়ে আনে
অপরিমেয় কষ্টের নিদ্রা খরা রাত।
‘মরে গেলে বাঁচি’ মনে অপেক্ষা অধির
ধুঁকে ধুঁকে বেঁচে থাকা জীবন কাননে,
কখনো জলের ধারা করুণ আননে
রাতে ঝরে বয়ে আনে বিমর্ষ প্রভাত।

আশাগুলো রাত দিন পুড়ে হয় ছাঁই,
কত সয়ে চলা যায়? ক্রম অবনতি
তিরহিত করে মন উপড়ে বালাই
ফিরাতে হবেই হবে জীবনের গতি।
স্ত্রী মোচড় দিয়ে উঠে ক্লান্ত অবয়বে
কর্মগুণে দেখে তারা সুখে আছে সবে।


মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৮ রাত ৮:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতাটি। ভাল থাকুন।

০৯ ই মে, ২০১৮ রাত ৮:৫৮

সনেট কবি বলেছেন: কিন্তু পাঠকেরে কবিতা বুঝিয়ে দিতে হচ্ছে, এটাই মুশকিল।

২| ০৯ ই মে, ২০১৮ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


ছবিটি কি ভারতের "কামরূপ কামাখ্যার", নাকি বাংলাদেশের?

০৯ ই মে, ২০১৮ রাত ৮:৫৯

সনেট কবি বলেছেন: ও কথা গুগুল ভাল বলতে পারবে।

৩| ০৯ ই মে, ২০১৮ রাত ৮:৫৯

ফারহানা সুন্দর মন বলেছেন: আপনার কবিতাগুলো অনেক ভাল লাগে, আপনার প্রতি রইল শুভকামনা

০৯ ই মে, ২০১৮ রাত ৯:০৩

সনেট কবি বলেছেন: আপনাদের দোয়ায় যদি বোধগম্য সুন্দর কবিতা লিখতে পারি তবে শান্তি পেতাম।

৪| ০৯ ই মে, ২০১৮ রাত ৯:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অপ্রাসাঙ্গিক প্রশ্ন তার সহজাত প্রবৃত্তি!
সহজাত প্রবৃত্তি হল কোন জীবের আচরণের একটি অংশ।
স্নায়বিক প্রক্রিয়াসম্পন্ন প্রাণীরা সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মায়।
এটি জন্মগতভাবে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত, অর্জিত নয়।

ধন্যবাদ সনেট কবি

০৯ ই মে, ২০১৮ রাত ৯:০৬

সনেট কবি বলেছেন: সেরেছেন, যা কয়েছেন তা’ দেখি আমারো বুঝতে কষ্ট হচেছ। আপমি মনে হয় অচিরেই দার্শনিক হয়ে যাবেন।

৫| ০৯ ই মে, ২০১৮ রাত ৯:১৮

শামচুল হক বলেছেন: নুরু ভাইয়ের মন্তব্য সনেট কবির বুঝতে সমস্যা হলেও আমার বুঝতে সমস্যা হয় নাই, ২নং মন্তব্য প্রসঙ্গে উনি বলেছেন। কারণ উনারা দুইজন খোঁচাখুচি দোস্ত।

০৯ ই মে, ২০১৮ রাত ৯:৩৮

সনেট কবি বলেছেন: শামচুল ভাইকে ধন্যবাদ বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। এখন বিষয়টি জলবৎ তরলং।

৬| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:১০

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার সনেট। ছবিটা এক্কেবারে পারফেক্ট।

১০ ই মে, ২০১৮ ভোর ৬:২৫

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ চৌধুরী সাহেব।

৭| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আমিও ভাবছি একটা সনেট লিখেই ফেলবো B-)

১০ ই মে, ২০১৮ ভোর ৬:২৫

সনেট কবি বলেছেন: দারুন খবর।

৮| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: সনেট ভালো লিখেছেন ভাই ।।

১০ ই মে, ২০১৮ ভোর ৬:২৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৯| ০৯ ই মে, ২০১৮ রাত ১১:০৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: যেমন ছবি তেমন কবিতাখানি। বাহ, দারুন।
শুভেচ্ছা রইল কবি।

১০ ই মে, ২০১৮ ভোর ৬:২৭

সনেট কবি বলেছেন: আপনার জন্য অনুরূপ শুভেচ্ছা।

১০| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:০৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.