নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সেন্টিনেল দ্বীপের আদিম বাসিন্দা সস-১

১০ ই মে, ২০১৮ রাত ৯:০০



ভারতের আন্দামান সেন্টিনেল দ্বীপ
আদিম জনগোষ্ঠির স্বাধীন জীবন
ওরা ধরে না কারোর দাম্ভিক চরন
জীবন ওদের চলে নিজেদের মত।
সভ্যতার মাঝে জ্বলা শান্তির প্রদীপ
সর্বদা ওদের জন্য থাকা প্রয়োজন
ওদের ক্ষতির থাক বন্ধ আয়োজন
সেথায় বিরাজে যেন শান্তি চিরায়ত।

ভারতের এককোনে থাকনা আদিম
নির্ভয়ে জীবনটারে নিরাপদে গড়ে
সভ্য ও আদিম হোক বন্ধুত্ব প্রতীম
আদিম না উড়ে যাক সভ্যতার ঝড়ে।
দূর হতে ওরা থাক বিবেক ছায়ায়
জীবনে থাকুক তারা প্রকৃতি মায়ায়।


বিঃদ্রঃ কবিতাটি ব্লগার পদাতিক চৌধুরীর অনুরোধে লেখা।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ রাত ৯:১০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুন্দর,
সভ্যতা থেকে দূরে শান্তির জীবন

১০ ই মে, ২০১৮ রাত ৯:৩৭

সনেট কবি বলেছেন: ওরা আছে ওদের মত।

২| ১০ ই মে, ২০১৮ রাত ৯:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় কবিকে। অনবদ্য!

অনেক অনেক শ্রদ্ধা আপনাকে।

১০ ই মে, ২০১৮ রাত ৯:৩৮

সনেট কবি বলেছেন: আপনার অনুরোধ রক্ষা করতে পেরে অনেক ভাল লাগছে।

৩| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



ভারত, বাংলাদেশ, পাকিস্তান হলো সমাজে প্রতিষ্টিতদের জন্য বর্ধিত সুযোগের দেশ। আদিম অধিবাসীরা জানে না, তারা কি হারাচ্ছে! দুষ্ট শিক্ষিতরা ওদের সাহায্য করছে না।

১০ ই মে, ২০১৮ রাত ৯:৩৮

সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন।

৪| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৪৩

মনিরা সুলতানা বলেছেন: বেশ ফুটিয়েছেন ওদের জীবন,ভালোলেগেছে!!!

১০ ই মে, ২০১৮ রাত ৯:৫২

সনেট কবি বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।

৫| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৫০

কাওসার চৌধুরী বলেছেন: আন্দামানের আদিম বসতি নিয়ে লেখা চমৎকার একটি কবিতা। আর কবিতাটি প্রিয় পদাতিক চৌধুরীকে উৎসর্গ করেছেন জেনে ভাল লাগলো।

১০ ই মে, ২০১৮ রাত ৯:৫৩

সনেট কবি বলেছেন: যাক আমরা এখন তিন চৌধুরী আছি। একটা চৌধুরী সোসাইটি গড়ে তোলা যায়।

৬| ১০ ই মে, ২০১৮ রাত ১০:০৫

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, কবিকে ধন্যবাদ

১১ ই মে, ২০১৮ ভোর ৬:৩৮

সনেট কবি বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।

৭| ১০ ই মে, ২০১৮ রাত ১০:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় দুই চৌধুরী ভাই আমি রব নিরবে আপনাদের মাঝে। সামনে বড় ভাই আপনি পিছনে ছোট ভাই কাওসার ভাই আর আমি নিশ্চিন্তে মাঝ খানে। তবে অন্যেরা না আবার বলে বসে ব্লগের মধ্যে গ্রুপবাজি হচ্ছে । আর কাওসার ভাই আমার বড়ভাইকে আমি অনুরোধ করেছিলাম,উনি অনুরোধ রক্ষা করেছেন। আপনি সনেটটি উৎসর্গের যে প্রসঙ্গ আনলেন শরমে মাথা হেট হয়ে গেল। শরম! শরম লাগি।

ব্লগের সমস্ত পাঠককে আমার শুভেচ্ছা আর প্রিয় কবিকে আমার অন্তরের কুর্নিস। ভাল থাকা নিরন্তর ।

১১ ই মে, ২০১৮ ভোর ৬:৪০

সনেট কবি বলেছেন: ব্লগের মধ্যে গ্রুপবাজি অবশ্য অন্যদের আপত্তির কারণ হতে পারে। সেইটা বাদ দিয়ে যদি কিছু করা যায়!

৮| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৪০

আবু তালেব শেখ বলেছেন: ভালোো লিখেছেন।

১১ ই মে, ২০১৮ ভোর ৬:৪১

সনেট কবি বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।

৯| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৪২

আবু তালেব শেখ বলেছেন: আপনেরা তিন চৌধুরী মিলে একটা বাংলা চলচ্চিত্র বানান। চৌধুরী সাহেব ছাড়া তো বাংলা ছবি হয় না।

১১ ই মে, ২০১৮ ভোর ৬:৪২

সনেট কবি বলেছেন: চলচিত্র বানানোতে অনেক ঝামেলা।

১০| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৪৪

প্রামানিক বলেছেন: সেন্টিনেল দীপ নিয়ে চমৎকার সনেট। ধন্যবাদ আপনাকে।

১১ ই মে, ২০১৮ ভোর ৬:৪২

সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় কবি।

১১| ১০ ই মে, ২০১৮ রাত ১১:৩০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বাহ ভালো লাগল

১১ ই মে, ২০১৮ ভোর ৬:৪৩

সনেট কবি বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।

১২| ১১ ই মে, ২০১৮ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১১ ই মে, ২০১৮ ভোর ৬:৪৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১৩| ১১ ই মে, ২০১৮ সকাল ৮:৪৪

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

১১ ই মে, ২০১৮ রাত ৮:৫৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১৪| ১১ ই মে, ২০১৮ সকাল ১০:৫২

অর্ধ চন্দ্র বলেছেন:
ওদের আলোতে আনা জরুরী,

ধন্যবাদ,দারুন কবিতাখানি উপহার দেওয়ার জন্য।

১১ ই মে, ২০১৮ রাত ৮:৫৬

সনেট কবি বলেছেন: কিন্তু সেটার উপায় এখন গবেষণার বিষয়। কারণ ওদের ভাল করতে গিয়ে যদি বাপ দাদার কালের জানটাই চলে যায় তবে তো নিদারুন অসুবিধে।

১৫| ১১ ই মে, ২০১৮ দুপুর ১২:২১

শিখা রহমান বলেছেন: বাহ!! আপনার নাম সার্থক। গল্প থেকে কবিতা। সুন্দর হয়েছে।

শুভকামনা। ভালো থাকবেন কবি।

১১ ই মে, ২০১৮ রাত ৮:৫৯

সনেট কবি বলেছেন: দেশ জাতি ও ভাষার গৌরব বাড়াতে পারলে ভাল হবে।

১৬| ১১ ই মে, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী পোষ্টে ব্যবহার করা ছবি গুলো ঘোলা হয় কেন?

১১ ই মে, ২০১৮ রাত ৮:৫৮

সনেট কবি বলেছেন: অবশ্য এ ছবিটা পরিস্কার হলে একটু অসুবিধে হয়ে যেত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.