![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
প্রকান্ড বাড়িতে একা বিষন্ন সকালে
রোদে চিড় ধরে ক্রমে ঘন কুয়াশায়
শিশির হারিয়ে যায় অরুণ ছোঁয়ায়
পিককরে হেসে উঠি, তা’ নয় অযথা।
অরুণ-শিশির নামে দম্পতি বিকেলে
এখানে আসবে বলে ছিল অপেক্ষায়
অনেক লোক, যদিও তারা হতাশায়
ডুবেছে শুনে না আসা খবরের কথা।
প্রভাতে সবাই গিয়ে একলা আমার
আলিশান বাড়িটির পাহারা দায়িত্ব,
শিশিরে হারিয়ে ফেলে অরুণ আকার
ক্রমে খরতাপে পোড়ে, বিতাড়ে স্থায়িত্ব।
ঘুমন্ত রাত্রির পর জেগে সুনসান
একাকীত্ব চাই হোক সিগ্র অবশান।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:০৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:১০
চাঁদগাজী বলেছেন:
মানুষ দীর্ঘ একাকিত্বের ভয়ে থাকে সব সময়
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৯
সনেট কবি বলেছেন: বাস্তবতা অনেকটা সেরকম।
৩| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:১৩
কামরুননাহার কলি বলেছেন: দারুন কবিতা। অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০
সনেট কবি বলেছেন: কষ্ট করে পড়েছেন সে জন্য ধন্যবাদ।
৪| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:১৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর হয়েছে।
১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:১৬
সেলিম আনোয়ার বলেছেন: নির্জনতা হতে পারে বেদনাদায়ক আবার হতে পারে সৃষ্টির।
১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন প্রিয় কবি।
৬| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: মানুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে পরে।
১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
সনেট কবি বলেছেন: সেটা বড় কষ্টের।
৭| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:১৩
সফেদ বিহঙ্গ বলেছেন: আশা করছি একাকীত্বের শীঘ্র অবসান ঘ্টবে।ভাল থাকুন।
১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
সনেট কবি বলেছেন: সবার একাকিত্বের অবসান কাম্য।
৮| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৩২
তারেক_মাহমুদ বলেছেন: একাকীত্ব বড়ই যন্ত্রণাদায়ক। সুন্দর লিখেছেন।
১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
সনেট কবি বলেছেন: একাকীত্বের যন্ত্রণা সহ্য করা খুব কঠিন।
৯| ১৪ ই মে, ২০১৮ রাত ৮:৪৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বয়স হলে মানুষ অবসাদে ভোগে। তবে যেকোনো বয়সের মানুষেরা একাকীত্ব ভোগলে সমস্যা। বিশেষ করে তরুণরা।
১৫ ই মে, ২০১৮ সকাল ৭:৫৪
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৮ বিকাল ৩:১৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লাগল ভাইয়া।++