নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

রোজগেরে ও গুণবতী সস-১

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪০



ছেলেটি সুন্দর তবে জ্ঞান ও গুণের
অভাবে মন্দ স্বভাব।পরিবারে আয়
রোজগার তত নয়, তবে আছে ব্যয়
খানদানী পরিমাণে, এপাত্র অযোগ্য।
মেয়েটি সুন্দরী তবে ডাইনী মনের;
সে সুধু নিজের সুখ কায় মনে চায়
অন্য কারো প্রতি নেই তার মনে দায়
এ পাত্রি নয়তো কোন ভদ্রের সুযোগ্য।

রোজগেরে গুণবতী পাত্র-পাত্রী হলে
সুন্দর-সুন্দরী দেখ বাড়তি হিসেবে,
নতুবা জীবন যাবে সাগরের জলে।
কুঁড়ে ও গুণহীনার দায়িত্ব কে নিবে?
সুধুই রূপেতে কারো চলেনা জীবন
গুণেতে আনন্দে থাকে সকলের মন।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:



ঘর বাঁধার জন্য দরকার মানবিক গুণ ও পরিবার চালনার জন্য আয়ের উৎস।

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সনেট কবি বলেছেন: পরিবার চালকের আয় না থাকলে মহা সমস্যা। আর চালিকার লাগে চেলে-বেছে সংসার ঠিক রাখা। নতুবা সব অসার হয়ে পড়ে। দুনিয়া অন্তসার শূণ্য মনে হয়। সে জন্য যারা ঘর বাঁধার স্বপ্ন দেখে তাদের এক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুস্তি আবশ্যক।

২| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সনেট কবি বলেছেন: দোয়া করবেন সাহিত্য জগৎ সমৃদ্ধ করনে সামান্য হলেও যেন কোন ভুমিকা রাখতে পারি। মানুষের মূল্যবোধের অবক্ষয় রোধ এখন অত্যাধিক জরুরী হয়ে পড়েছে।

৩| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! চমৎকার! বিশেষ করে শেষের দুটি লাইন। ছন্দে ছন্দে একদম বাস্তব কথা।

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সনেট কবি বলেছেন: তথাপি কখনো আমরা বাস্তব জগৎ ছেড়ে কল্পনার রাজ্যে হারিয়ে যাই। তারপর অনেককে পাওয়া যায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। নেড়ানেড়ির প্রেম আর কাকে বলে!

৪| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুধুই রূপেতে কারো চলে না জীবন
গুণেতে আনন্দে থাকে সকলের মন

দামি এবং চিরন্তন সত্য কথা। সুন্দর কবিতা।

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২

সনেট কবি বলেছেন: তথাপি আমাদের তরুণ-তরুণীরা বিনা বিবেচনায় প্রেম সাগরে হাবুডুবু খেয়ে অতঃপর তাতে ডুবে মরে।

৫| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! যেমন ভাবনা কবির। শেষদুটি লাইন জীবনকে করে যে ছন্দময়।

অনেক অনেক ভাল লাগা প্রিয় কবি ভাইকে।

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

সনেট কবি বলেছেন: দম্পতির মাঝে দায়িত্ব বোধ থাকলে জীবন সুন্দর হয়। আর রূপের কাতর হলে অনেক সময় গলায় দড়ি বেঁধে গাছে ঝুলতে হয়!

৬| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

জগতারন বলেছেন:
প্রবাসে এখন সকাল ৮'টা।
সামনে এক কাপ লেবু-আদা-মধু দিয়ে চা ও দু'টুকরা টোষ্ট এবং
সনেট কবির সুন্দর একটি কবিতা।

পাঠে মুগ্ধতা ও কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করছি।

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১

সনেট কবি বলেছেন: আমার এক চাচাত ভাই এক রূপবতী স্ত্রী রেখে প্রবাশে জীবন কাটাতো। তারপর তার দীর্ঘ্য দিনের সঞ্চয় নিয়ে সে রূপবতী চলেগেল প্রবাসীর ভাতিজার হাত ধরে। এমন বিবেকহীন রূপবতী কারো কাম্য হওয়া উচিৎ নয়।

৭| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আমার এক চাচাত ভাই এক রূপবতী স্ত্রী রেখে প্রবাশে জীবন কাটাতো। তারপর তার দীর্ঘ্য দিনের সঞ্চয় নিয়ে সে রূপবতী চলেগেল প্রবাসীর ভাতিজার হাত ধরে। এমন বিবেকহীন রূপবতী কারো কাম্য হওয়া উচিৎ নয়। "

-এটা আদম ব্যবসার ফলাফল, এটা ঘটতে পারে, ,মানুষ ফেরেশতা নয়; এটার জন্য দায়ী আমাদের মাহাথিরেরা: তাজুদ্দিন, শেখ সাহেব, জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা, যারা ক্রীতদাস ব্যবসার মুল কারণ

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সনেট কবি বলেছেন: আপনার কথা সঠিক হলেও হতে পারে। তবে মানুষকেও মানুষ হতে হয়। কারো আমানতের খেয়ানত করা একদম ঠিক কাজ নয়।

৮| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

জগতারন বলেছেন:
চাঁদগাজী
সাহেব;
কবির অন্তরের অন্তস্থল থেকে বেরিয়ে আসা উপলব্ধি বুঝ করার আহ্বান করছি।

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সনেট কবি বলেছেন: তিনি সাহিত্যের চেয়ে রাজনীতি ভাল বুঝেন।

৯| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার টাকা, রুপ, গুণ, ভাগ, যোগ, বিয়োগ সব চাই!!!: D

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সনেট কবি বলেছেন: অন্যদের জন্য তবে কি রইবে?

১০| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে, কবি ভাই!

"একের ভিতর সব" চাই:D:P

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সনেট কবি বলেছেন: তবে হারিকেন নিয়ে খুঁজতে বের হন। পাইলে জানাবেন।

১১| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সত্য কইছেন শ্রদ্ধেয়:(


আমার এক বান্ধবী বলেছিল, "তুই যেমন মেয়ে চাস! অমন মানুষ দুনিয়াতে নেই! ঐ রকম মেয়ে, জান্নাত ছাড়া পাবি না!!":(;):P

১৫ ই মে, ২০১৮ রাত ৮:০৬

সনেট কবি বলেছেন: বাতির নীচে অন্ধকার। এক দিক মিলেতো অন্য দিক মিলেনা। এই করে করে আমার এক চাচাতো সমন্দি চল্লিশ পার করে ফেল্ল। আর এখন মেয়েরা বলে তার নাকি ইয়ে নেই।

১২| ১৫ ই মে, ২০১৮ রাত ৮:২৪

অনুতপ্ত হৃদয় বলেছেন: শুধুই রুপোতে চলেনা কারো জীবন …………
খুবই ভালো লেগেছে কবি, শুভ কামনা রইল

১৫ ই মে, ২০১৮ রাত ৮:২৮

সনেট কবি বলেছেন: রূপে অনেক সময় লম্পট ও রাক্ষুষি লুকিয়ে থাকে। অবশ্য এটা সবার ক্ষেত্রে নয়। কারো কারো ক্ষেত্রে।

১৩| ১৫ ই মে, ২০১৮ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার এই টা অনেক ভালো লিখেছেন। দোয়া থাকলো আরও বেশি করে ভালো কবিতা লিখেন।

১৫ ই মে, ২০১৮ রাত ৮:৩৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। আল্লাহ আপনার দোয়া কবুল করুন।

১৪| ১৫ ই মে, ২০১৮ রাত ৯:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিবর কবিতাখানি বেশ চমৎকার লাগল। ভাল থাকুন সবসময়।

১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৩২

সনেট কবি বলেছেন: চেষ্টা করছি মাতৃভাষার জন্য কিছু করতে পারি কিনা।

১৫| ১৬ ই মে, ২০১৮ ভোর ৫:২৪

এম এ কাশেম বলেছেন: রূপবতী, গুণবতী পাত্রী চাই কবি
যদি থাকে জানা - পাঠাইও ছবি।

১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৩৪

সনেট কবি বলেছেন: কিন্তু আপনার ছবি যা দিলেন তা’ দেখেতো তারা হার্টফেল করবে!

১৬| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: গুরু ঋষিগণ এমনভাবে মহা শান্তির ধ্যানে রত হইতেন যে আকাশের শিকারী বাজ পাখীরাও তাকে গাছ বা পাথর মনে করত। এই ধ্যান কোন কল্পনা বা সুখের চিন্তা নয়, তাদের ধ্যান প্রকৃতি তারল্যে সর্বোত্তকৃষ্ট স্তরে পৌছে যেত। এমন ধ্যানী মানুষ এখন কোথায় পাব?

১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৩৫

সনেট কবি বলেছেন: এর মধ্যে আবার ঋষি ঢুকালেন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.