![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
বৃষ্টির বেজার মুখে অশ্রু বিসর্জন
বিস্তারে প্রবল ছায়া। ছেঁড়া আঁধারের
ত্যানা পেঁচিয়ে লুকায় প্রখর সূর্যের
আত্মম্ভরি রোদ্র দল; কোলাহল থামে।
জনারণ্য ব্যবচ্ছেদে কিছুটা নির্জন
স্থানে আঁধারের চাকা ঘুরে অনিবার,
রোদেরা লজ্জায় খোঁজে মুখ লুকাবার
আঁচল, সেথায় বৃষ্টি ক্ষণে ক্ষণে নামে।
বিকট শব্দের বম্ব যেন বজ্রপাত,
শুনে উঠে আসে মাছ।মেঘ গুড় গুড়
কই মাছ কানে হাঁটে, দিনে নামে রাত;
বাতাসের দাপটায় তেড়ে আসে ঝড়।
বৃক্ষ ডাল মড় মড় পাখিদের ভয়
বাসাখানা খসে পড়ে কখন কি হয়!
১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
সনেট কবি বলেছেন:
বৃষ্টি দেখে শিশুদের মন পুলকিত
হয়, আমদে ভিজতে কল কোলাহলে
যেন বৃষ্টি শিশুদের সাথে কথা বলে
তাদের নাচিয়ে দেয় অপার আনন্দ।
ব্যাকুল পথিক হয় বৃষ্টিতে চিন্তিত
তারা শুকনো কাপড়ে যেতে চায় চলে
আপন গন্তব্য পথে। কিন্তু বৃষ্টি বলে
কানে কানে শুন তবে বৃষ্টিদের ছন্দ।
বস্তির মায়েদেরকে কে দিবে শান্তনা?
বৃষ্টি নামে যন্ত্রণায় ভাসাতে তাদের
এখানে ওখানে পানি মনের বেদনা
বাড়তে থাকে জ্বালায় বৃষ্টি উম্মাদের।
তথাপি বৃষ্টিতে মাটি চাষেতে উত্তম
নতুবা জীবন কাড়ে দূর্ভিক্ষের যম।
২| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:২২
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বৃষ্টির সামুগ্রিক চিত্র। ভিজতে ইচ্ছা করছে।
শুভেচ্ছা নিয়েন প্রিয় কবি ভাই ।
১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
সনেট কবি বলেছেন: শৈশবে বৃষ্টি ভেজার মজাই আলাদা ছিল।
৩| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: আমার তো এখনই বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে।
১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
সনেট কবি বলেছেন: ভিজতেই যখন ইচ্ছে করছে, তবে আর দেরি কেন?
৪| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৪
আবু আফিয়া বলেছেন: বেশ ভাল লাগল, ধন্যবাদ আপনাকে
১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
বৃষ্টি দেখে শিশুরা হয় পুলকিত, ব্যাকুল পথিক হয় চিন্তিত, বস্তির মায়েদের জীবন হয়ে যায় দুর্বিসহ