নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী সস-১

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪



চাঁদের জন্য মমতা যে আলো ছড়ায়
ব্লগ আকাশে।সর্বদা দীপ্ত সাবলিল
সে আলো,আমরা দেখি তারা ঝিলমিল,
আর নিন্দুকেরা দেখে অরণ্য আঁধার।
প্রায় হাজার পোষ্টের ছড়ানো মালায়
চাঁদের ব্লগ বাড়িতে জোছনার বিল,
রাজনীতি হাবুডুবু, পেঁচা কাক চিল
সবাই আসে দেখতে কীর্তি গাঁথা তাঁর।

‘খোঁচামারা চাঁদগাজী’ অনেকের রাগে
হেয়ন্যাস্ত হয়ে পড়ে, সামলিয়ে ছুটে
আবার আগের মত থেকে পুরোভাগে
লড়াই চালিয়ে যায়, নিত্য এটা ঘটে।
মুক্তিযুদ্ধে জয়ী হয়ে গাজী নাম ডাক
ব্লগেও গাজীর জয় চাই হয়ে থাক।

মন্তব্য ৬৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমি আছি তব চাঁদের উজ্জ্বল কিরণে গাজী পীরের সেনানীর দলে,
জোছনার বিলে।

শুভ কামনা সৃষ্টি ও শ্রষ্টাকে ।

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ চৌধুরী ভাই।

২| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজী ট্যাংক শক্তিশালী
হাজার গুতায় ভাঙ্গেনা,
শত কাব্য, নিবেদনেও
তার মন রাঙেনা !!

এই বয়সে যেমন হবার
তেমন আছে গাজী,
কাজের বেলা অষ্টরম্ভা
কাজ ফরোলে পাজি!!

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

সনেট কবি বলেছেন: একজন মুক্তিযোদ্ধাকে সম্মান দিয়ে কথা বলতে হয় নূরু ভাই।

৩| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

জোকস বলেছেন: এইটা কি রি পোস্ট??? মনে হয় কোথাও দেখেছিলাম!




জাউজ্ঞা, উনি অত দূর থেইকা আলো দিলে তো ভোল্টেজ কম পাইব। কাছে আসতে বলেন আমরা ফুল ভোল্টেজের আল পাই :P

সনেট কবতে ভালা পাইছি।

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সনেট কবি বলেছেন: কবিতা নতুন, ছবিটা পুরনো।

৪| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ সনেট কবি; আপনি বরাবরই ব্লগারদের নিয়ে সনেট লিখে সবাইকে উৎসাহিত করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা আপনার সনেটের ভক্ত।

আমি ব্লগে সমকালীন ঘটনা ইত্যাদিকে নিজের দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করি; চলমান বিষয়গুলো সবাই একই ভাবে দেখন না, সবাই একই কোণ থেকে নিরীক্ষণ করেন না; ফলে, একই বিষয়ে ভিন্ন মতামত থাকে: কথা হয়, লজিক্যাল তর্ক, বিতর্ক হয়; আসলে, এটাই ব্লগিং, এটাই স্বাভাবিক।

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সনেট কবি বলেছেন: আমি আপনার পোষ্ট ও মন্তব্য সব সময় পজেটিভ দৃষ্টিকোন থেকে দেখি এবং মনে করি অনেকে আপনাকে বুঝতে ভুল করে। কিন্তু আপনি যে ভাবে সবার সাথে থাকন সেটা দেখলে আপনার ভাল মনটা সবাই বুঝতে পারতো।

৫| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি গাজী ট্যাংকের কথা বলছি,
যেহেতু গাজী ট্যাংক আপনার
লেখাতে ব্যবহৃত হয়েছে।
গাজীর সাথে ট্যাংকের সম্পর্ক কি
আগে পরিস্কার করেন, আর গাজী ট্যাংক
কবে মুক্তি যোদ্ধা হলো !!

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সনেট কবি বলেছেন: কিন্তু আপনার ফাঁকে ট্যাংক ছাড়াও একজনের কথা বেরিয়ে পড়েছিল। আমার কথায় সন্দেহ থাকলে, আপনার আগের মন্তব্য আবার পড়ে দেখতে পারেন।

৬| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

কানিজ রিনা বলেছেন: ছবিটা দারুন হয়েছে, চাঁদ গাজী ট্যাং।
ভাল হয়েছে কবিতা।

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনার মন্তব্য আমার জন্য প্রেরণা দায়ক।

৭| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

কাইকর বলেছেন: আপনার কয়েকটা সনেট কবিতা পড়লাম ভালো লাগলো। সবগুলো খুব সুন্দর ও মার্জিত। আমিও গল্প লিখি। দাওয়াত রইলো। ধন্যবাদ

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সনেট কবি বলেছেন: আপনার দাওয়াত সাদরে গৃহিত হলো।

৮| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ কিন্তু আপনার ফাঁকে ট্যাংক ছাড়াও একজনের কথা বেরিয়ে পড়েছিল।

তবে কি আপনার ছবিটাও তাই মনে করে............( আপনার ছবিতে আামি গাজী ট্যাংকই দেখেছি) গাজী ট্যাংকের গুণকীর্তন করতে কতো বিজ্ঞাপন দেওয়া হয়, নষ্ট হয়না, গুতালে ভাঙ্গেনা ইত্যাদি ইত্যাদি। আসলে তত ভালো নয় ট্যাংকটি, শুধু বড় বড় কথা বলে, তাইতো বলেছিলাম কথার বেলায়,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,কাজ ফুরালে..............................(কার সাথে কার মিল খুজেন সনেট ভাই!! এটা ঠিক না!!

আমিতে বলেছি গাজী ট্যাংকের কথা
তুমি কেন রাগলে,
তবে কি তোমার ভালো লাগে
আমি ভাগলে!!

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সনেট কবি বলেছেন: আপনি বড় মাপের ব্লগার। আপনি ভাগলে অবশ্যই আমার ভাল লাগার কথা নয়। যাক আপনার দাবী না হয় মেনে নিলাম।

৯| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

নীল মনি বলেছেন: এই একজন মানুষকে নিয়ে অনেকেই অনেক কিছু লিখেছেন।সত্যি মজা লাগে। একজন চাঁদগাজী হয়ে উঠা কিন্তু অনেক বড় ব্যাপার।আপনি ভালো লিখেছেন :)

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সনেট কবি বলেছেন: যারা প্রথম পাতায় নেই গাজী তাদের পাতাতেও থাকেন। তার সবার সাথে থাকা আমার বেশ ভাল লাগে। সে জন্য মাঝে সাজে আমি তাঁকে নিয়ে দু’কলম লিখে ফেলি।

১০| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

পবন সরকার বলেছেন: আরে ভাই সনেট কবি
লিখলেন গাজী কাহিনী
পিছু যেন না লাগে আবার
মোদের নুরু বাহিনী।

তাইলে কিন্তু গুতাগুতির ঠেলায়
গন্ডগোল লাগতে পারে মন্তব্যর বেলায়।
ক্ষৃুরধার লেখা হোক চামচামি নয়
চামচামি লেখা হলে আছে কিন্তু ভয়।

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সনেট কবি বলেছেন: আধুনিক যুগ। চামচের ব্যবহার বেড়ে গেছে। সেজন্য চামচ নাড়াচাঁড়া করা আজকাল দোষনীয় নয়।

১১| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অমি অতি ভালো মানুষ
কারো ঝামলাতে না যাই।
অনিয়ম দেখলে কিন্তু
ছাড়া-ছাড়ি নাই।

১৯ শে মে, ২০১৮ রাত ৮:১০

সনেট কবি বলেছেন:



ছড়ায় ছড়ায় ছাড়া ছাড়া
কথার ছড়াছড়ি
জোড়ায় জোড়ায় কথাগুলো
করছে জড়াজড়ি।

ছাড়াছড়ি হবে কেন
ঘটলে অনিয়ম?
গুণিকান্ডে প্রতিবাদ
সর্বদা নিয়ম!

ব্লগার গণ রত্ন চিনে
যত্ন করতে জানে
হীরে মুক্তা মানিক পেলে
তাদের মনটা টানে।

নূরু ভাই ব্লগ রাজ্যে
ফেলেছেন সাড়া
সে জন্যই তাঁর প্রতি
আছে সবার তাড়া।

১২| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:২২

পবন সরকার বলেছেন: নুরু ভাই আমার কথা
কেমনে ফেলল জেনে
তাইলে তো গাজী ভাইকে
তুলতেই হয় টেনে।

গাজী ভাই ভালো মানুষ প্যাঁচগোচ তার নাই
বুড়ো বয়সে মাঝে মাঝে ভীমরতি হয় তাই।
সব লেখাতে মন্তব্য তার বড়ই উদার মন
কি কারণে নুরু ভাই তাকে দিবেন নির্বাসন?

১৯ শে মে, ২০১৮ রাত ১০:১২

সনেট কবি বলেছেন: গাজী মন্তব্যে অনেকেই ধন্য হয়ে যান
গাজী ছাড়া তারা মন্তব্যের, লোক খুঁজে না পান
গাজী যদি চলে যান নির্বাসনে তবে
এমন সব অভাগাদের, উপায়টা কি হবে?

১৩| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৩

ফাহমিদা বারী বলেছেন: চাঁদগাজী ভাইকে নিয়ে লেখা ছড়াটি চমৎকার।
চাঁদগাজী ভাই গল্পে খোঁচা মেরে নিন্দে করতেন বলে খানিক ক্ষেদ প্রকাশ করেছিলাম। এর পর থেকে উনি আর মন্তব্যই করছেন না।
এবার সত্যি সত্যিই দুঃখ পেয়েছি।
খোঁচা দিলে দেন, তবু মন্তব্য করেন। :)

১৯ শে মে, ২০১৮ রাত ১০:১৩

সনেট কবি বলেছেন: সনেট হলো সাহিত্যের বিরল শাখার সদস্য, উহাকে ছড়া বললে কি উপায় হবে?

১৪| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:০৭

কুঁড়ের_বাদশা বলেছেন:


নূরু দাদার চুলকানি
হায়রে মজার চুলকানি
চুলকাইতে চুলকাইতে
আঙ্গুলের গেলো তিন কানি।। :P

তবু চাঁদগাজীর নানার কিচ্ছুই হয়নি।। :P :-B

১৯ শে মে, ২০১৮ রাত ১০:১৫

সনেট কবি বলেছেন: চাঁদগাজী সমালোচনা করেন। সেজন্য নিজের সমালোচনা তিনি থোড়াই কেয়ার করেন। প্রত্যেকের কিছু নিজস্ব বৈশিষ্ট থাকে।

১৫| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদগাজী বাংলার মুক্ত চিন্তার জগ‌তের চাঁদ। তা‌কে নি‌য়ে আমরা যত আ‌লোচনা কর‌বো ততই আমা‌দের চিন্তার সংকীর্ণতা দূর হ‌বে। তা‌কে নি‌য়ে চতুর্দশ পদী ক‌বিতা অসাধারণ। আ‌মি খুব খুশী হলাম। ক‌বি‌কে ধন্যবাদ দি‌য়ে খা‌টো কর‌তে চাই না।

১৯ শে মে, ২০১৮ রাত ১০:১৬

সনেট কবি বলেছেন: তবে আমি আপনাকে ধন্যবাদ দিয়ে বিলকুল খাট করছিনা।

১৬| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


@ফাহমিদা বারী ,

আমি আপনার গল্প পড়ে যাচ্ছি; লেখা পছন্দ হওয়ায় সমালোচনা করছি সব সময়; শেষ ২টি লেখায় মন্তব্য করিনি, ভাবছিলাম, শেষে আপনি যদি হতাশ হয়ে যান!

১৯ শে মে, ২০১৮ রাত ১০:১৭

সনেট কবি বলেছেন: যিনি মন্তব্যে হতাশ হন, তাঁর পোষ্টে মন্তব্যেতো পাঁচবার ভাবা উচিৎ।

১৭| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি কি দূর্দান্ত সনেটের পাশপাশি, এডিটিং ও করেন কবি ভাই?
যাহোক, খুব সুন্দর সনেট হইসে।++

১৯ শে মে, ২০১৮ রাত ১০:১৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রান্ত। আপনার পোষ্টও চমৎকার হয়।

১৮| ১৯ শে মে, ২০১৮ রাত ১০:৫২

ফাহমিদা বারী বলেছেন: @ লেখক ভাই, সনেট আশাকরি খুব বেশি রাগ করেনি। :) স্লিপ অফ টাং শব্দটা সেও জানে নিশ্চয়ই।
চাঁদগাজী ভাই এর মন্তব্য সহার জন্য আরেকটু ইস্পাত কঠিন হওয়ার সাধনা থাকা প্রয়োজন। চিন্তার কিছু নেই। আমি আয়ত্ত করার চেষ্টা করছি।
@ চাঁদগাজী ভাই, হতাশ হব জানা কথা। তবুও করুন। আপনি কিছু না বলাতে ভালো লাগছে না। :)

১৯ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

সনেট কবি বলেছেন: আশাকরি জনাব চাঁদগাজী আপনার মনভাব বুঝতে পারবেন।

১৯| ২০ শে মে, ২০১৮ রাত ১:২৬

এম ডি মুসা বলেছেন: চাদঁগাজী ভাইকে নাড়া জাগিয়ে দিলেন।

২০ শে মে, ২০১৮ সকাল ৮:০৯

সনেট কবি বলেছেন: তিনি জেগে থাকুন আর ব্লগটাও গরম থাকুক।

২০| ২০ শে মে, ২০১৮ রাত ৩:১৬

নূর আলম হিরণ বলেছেন: ব্লগে নিবন্ধন করে একটা গল্প লিখছিলাম, গল্পে চাঁদগাজী কমেন্ট করেছে 'শিরোনাম বকবক '। কমেন্টটি পড়ে খুব রাগ হয়েছিলো তার উপর। আসলে ধাক্কাটা সহ্য করতে কষ্ট হয়েছিলো। পরে ভেবে দেখলাম আসলেই গল্পটি আমি সাজিয়ে লিখতে পারিনি। তবে চাঁদগাজীর নতুন ব্লগারদের পোষ্টে কমেন্ট করার ব্যাপারে আরো সচেতন হওয়া দরকার। এমন ধাক্কা সব নতুন ব্লগার সহ্য করতে পারেনা, এবং ব্লগে আসা বা লেখা বন্ধ করে দেয়।

২০ শে মে, ২০১৮ সকাল ৮:১১

সনেট কবি বলেছেন: কথায় বলে সোনা আগুনে পুড়ে খাটি হয়। জনাব চাঁদগাজী হয়ত সেটাই করার চেষ্টা করেন!

২১| ২০ শে মে, ২০১৮ রাত ৩:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চন্দ্র ভাই আমার কমেন্টের ঠিকঠাক প্রতিউত্তর করে না। পাশ কাটিয়ে চলে যায়।
উনার রাজনীতির খবর কি??


সনেটের জন্য ধন্যবাদ।

২০ শে মে, ২০১৮ সকাল ৮:১৪

সনেট কবি বলেছেন: পাশ কাটিয়ে যাওয়াও একটা রাজনীতি। এতে প্রতিপক্ষ হতাশ হয়ে রনে ভঙ্গ দেয়। আর পাশকাটা পক্ষ তখন একতরফা ভাবে রনজয়ী হয়। জনাব গাজীয়ও হয়ত এখন আপনার রনেভঙ্গ দেওয়ার অপেক্ষায় আছেন!

২২| ২০ শে মে, ২০১৮ রাত ৩:৩৬

সৈয়দ ইসলাম বলেছেন: চাঁদগাজীকে করা অনেক প্রতিমন্তব্যের পর তার উপস্থিতি শূন্য দৃশ্যমান হয়! (এই বিষয়ে উনার দৃষ্টি কাম্য!)

কবি সাহেব, আপনার কবিতা বিল্কুল ভাল লেগেছে।

২০ শে মে, ২০১৮ সকাল ৮:১৬

সনেট কবি বলেছেন: এসময় তিনি গ্যালারিতে বসে খেলা দেখেন।

২৩| ২০ শে মে, ২০১৮ সকাল ৮:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে প্রথম কমেন্ট চাঁদগাজী করে থাকেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিষয়ে তার ধারণায় ঘাপলা আছে।
জিয়াউর রহমান প্রকৃত দেশপ্রেমিক। তিনি একাত্তরে হানাদার মেরেছেন। তার সততা সর্ব জন বিদিত।
তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্র বিরোধী দল।

২০ শে মে, ২০১৮ সকাল ৮:৩৪

সনেট কবি বলেছেন: কোন ঘটনা বুঝার ক্ষেত্রে ব্যক্তি বিশেষ আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। বি এন পিও গনতন্ত্রী দল নয়। তাদের ২০০৬ এর কীর্তি জনগনের পছন্দ হয়নি। এবার তারা সময়ের অপেক্ষায় থাকুক।

২৪| ২০ শে মে, ২০১৮ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গাজীকে নিয়ে ছনেট মন্দ নয়
দু’জনার যেন জয় হয়।

২০ শে মে, ২০১৮ দুপুর ২:২২

সনেট কবি বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক।

২৫| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: অসাধারন লিখেছেন।

২০ শে মে, ২০১৮ দুপুর ২:২৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ ভাতিজা। খোয়াই নদীর খবর কি?

২৬| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৩০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চমৎকার কবিতা হয়েছে শ্রদ্ধেয় সনেট কবি! মুক্তি যুদ্ধে জয়ী চাঁদগাজীর মতো রসিক চিরসবুজ মনের মানুষটি ব্লগেও বাংলার সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসাবে জয়ী হন এই কামনা করি |

২০ শে মে, ২০১৮ দুপুর ২:২৬

সনেট কবি বলেছেন: তাঁর সরব উপস্থিতি ব্লগকে প্রাণবন্ত করে।

২৭| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সনেট অসাধারণ।

চাঁদগাজী ভাইয়ের ব্যাপারে আমার ইম্প্রেশন হলো- তিনি কখনো রাগেন না, বা তাঁকে রাগানো যায় না। তবে, তিনি অন্ধ এবং অনেকটা রোবোটিক। তাঁকে আপনি যে-প্রশ্নই করুন না কেন, তিনি অটোমেটেড জবাব দেবেন, যা হয়ত আপনার প্রশ্নের ধারেকাছেও নেই। আগের দিনে কিছু চ্যাটসাইট ছিল। অনেকটা এরকমঃ

-আপনার নাম।
-অবনী।
-বয়স?
-ধানমন্ডী
-কী করেন?
-২১।
-ম্যারিড?
-ঢাকা ইউনিভার্সিটি।

তো, জনাব চাঁদগাজী সাহেবের উত্তরগুলো এরকম হয়ে থাকে। মাঝে মাঝে মনে হয় তার মগজ ট্যালেন্টে ভর্তি, আবার মনে হয় গোবর ছাড়া কিছুই নাই :)

চাঁদগাজী ভাইয়ের বুদ্ধিসুদ্ধি হোক, এই কামনা করছি।

২০ শে মে, ২০১৮ দুপুর ২:২৭

সনেট কবি বলেছেন: আর ঐ মাঝে মাঝেটা বাদ দিলে বাঁকীটা ঠিক আছে। মাঝে মাঝে চমৎকার গল্পও লিখেন।

২৮| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: নতুন হিসেবে কিভাবে প্রশংসা করবো ঠিক বুঝতে পারছিনা।
তবে দোয়া করি-

"কবি হৃদয় আর ছন্দবদ্ধ হাত
সব সময় সচল থাক
আমার মতো কচি কাঁচারা
প্রজ্ঞার আলো পাক"

২০ শে মে, ২০১৮ দুপুর ২:৩২

সনেট কবি বলেছেন: কাব্য মন্তব্য খুব সুন্দর হয়েছে।

২৯| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেখা দিয়ে সেই যে গেলি
আর তো ফিরে নাহি এলি
দিবা নিশি অষ্ট প্রহর
তোরে স্বপনে দেখি !!

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৯

সনেট কবি বলেছেন: অবশেষে আমি আপনাকে আমার ব্লগে গাজীর সাথে ফিট করে দিলাম।

৩০| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাতিজা। খোয়াই নদীর খবর কি?

আপাতত নতুন কোনো খবর নাই।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:০০

সনেট কবি বলেছেন: যাক চিন্তামুক্ত হলাম।

৩১| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: যাক চিন্তামুক্ত হলাম।

ধন্যবাদ। ভালোবাসা।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩২| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৬

স্ব বর্ন বলেছেন: সাথে জয় হোক সনেট কবির ।খুব ভালো লেখা মনোযোগ আকর্ষন করে।

২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৫০

সনেট কবি বলেছেন: ধন্যবাদ স্ব বর্ন। নতুন হয়েও আপনি সাবার সাথে থাকছেন, এটা খুব ভাল দিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.