নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সৌভাগ্য সন্ধান সস-১

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:০৮



গোমরা মুখ দেখার কে আছে? হেথায়
অবসর নেই কারো , দেখে মুখ ভার
কারো, নিজ কাজ ফেলে।ইচ্ছে বিধাতার
সকলে আকুল হয়ে কর্ম ব্যস্ত থাক।
না খেটেও ভাগ্যগুণে কেউ কিছু পায়
বিধাতার ইচ্ছে হলে।তাঁর উপহার
বিনা কষ্টে ঝুটে যায়, ক’জন ধরার
এমন আছে?কর্মেই সৌভাগ্য মৌচাক।

নিয়ত চেষ্টায় থেকে সৌভাগ্য সন্ধানে
নিশিদিন, তারপর আশাকর ফল
কর্মে চঞ্চল থেকেই সে স্রোতের টানে
খুঁজে নাও নিজেদের জীবন সম্বল।
বড়াই গড়িয়ে দিয়ে বিনয়ের সাজে
আপন জীবন গড় দীপ্ত কারুকাজে।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:২০

রোকনুজ্জামান খান বলেছেন: খুব

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:২০

সনেট কবি বলেছেন: কি?

২| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:২৮

স্ব বর্ন বলেছেন: অনুপ্রেরনা দেয় লেখা গুলো।বেশ ভালো লাগল।

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৩

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: এটা কততম সনেট, কবি?

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৫

সনেট কবি বলেছেন: কবিতার মতই প্রশ্ন! তবে উত্তর আমারো জানা নেই।

৪| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


শ'তে কতজন টোকাইও সৌভাগ্যের দেখা পাবে এই জীবনে?

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৬

সনেট কবি বলেছেন: আপনার বলা বেকুবদের শাসনে হতাশা ছাড়া কিছুই ঝুটেনা। আপনার প্রত্যাশা মত মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সচেতন হতে পারলে হয়ত টোকাইদেরও কপাল ফিরতে পারে।

৫| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কর্মেই সৌভাগ্য!

ভাল লাগল সনেট :)

+++

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৬| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সনেট কবি ভাই

আপনার কবিতাগুলো
সদ্য ভূমিষ্ট শিশুর মতো হাতপা ছুড়তে থাকা
একতাল মাংশ পিন্ড যেনো,
স্বর্গীয় এক আবেশে উজ্জল থেকে
উজ্জলতর হয় ক্ষনে ক্ষনে।


অব্যাহত থাকুক আপনার এই কোশেষ
নিঃশেষিত হয়না যেন কভূ, শুধু
পরিহার করে তোষামোদি থাকুন
সবার মাঝে। চিরন্তর, নিরন্তর
কারণ ওটা আপনার যায়ন।

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সনেট কবি বলেছেন: মন থেকে বলি, তোষামোদ নয় বরং আমি ব্লগারদের উৎসাহিত করার চেষ্টা করি। আমি যাদের নিয়ে লিখি তাদের ব্লগই আমার কথার প্রমাণ। আপনি মরা মানুষদের নিয়ে লিখে থাকেন, আপনার পোষ্টের কারণে তারা উৎসাহিত হতে পারবে না, কারণ তারা মৃত। কিন্তু আমি যাদের নিয়ে লিখি আমার উৎসাহে উৎসাহিত হয়ে তাদের প্রতিভার বিকাশ ঘটতে পারে। স্বীকৃতি মানুষকে অনেক এগিয়ে দেয়। আপনি আমাকে নিয়ে লিখলেও আপনার লেখার মানগত দিকের সুনাম কিন্তু সবাই করেছে। সবার স্বীকৃতিতে আপনার লেখার মানও প্রতি নিয়ত বাড়ছে। হয়ত দেখা যাবে এক সময় অদ্ভুত সুন্দর কিছু লিখে ফেলবেন। সেই লোভ থেকেই আমি উৎসাহ দেই যেন ব্লগারদের কাছ থেকে এমন অদ্ভুত সুন্দর কিছু বেরিয়ে আসে। কেউ যদি আমার সরল মনের অভিব্যক্তিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে তবে আমার বলার কিছুই নেই।

৭| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

কাওসার চৌধুরী বলেছেন: হ্যা, কর্মেই ভাগ্যের চাকা ঘোরে।

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২

সনেট কবি বলেছেন: কাজতো করতেই হবে, তারপর প্রত্যাশায় থাকতে হবে। কাজেও ফল না মিললে হতাশ না হয়ে সু-সময়ের অপেক্ষায় থাকতে হবে, আবার বিনা কাজে ভাগ্যের আশায় বসে থাকাও ঠিক নয়।

৮| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

কাইকর বলেছেন: সুন্দর কবিতা +

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ গল্পকার কাইকর।

৯| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: সনেট কবি ভাই সৌভাগ্য কোথায় খোজেন, কবিতায় ? সৌভাগ্য আসলে এখন বইয়ের পাতায়ই পাওয়া যাবে, আর পাওয়া যাবে সরকারের পৃষ্টপোষকোতায় !!!

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সনেট কবি বলেছেন: মন্দ বলেননি।

১০| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সনেট ভাই
সাদা মনে বলছি আপনাকে শ্রদ্ধা করি,
ভালোবাসি। আপনি কোন বিতর্কে জড়ান
তা কাম্য নয়। পর্যবেক্ষনে বলে আপনার
আজকের লেখাটি অনেকেরই অপছন্দ।
কি দরকার পানি ঘোলা করে।
কবি মনের প্রকাশ ঘটুক আপনার
লেখায়, কোন বিতর্কিত বিষয় নয়।

২২ শে মে, ২০১৮ রাত ৮:০২

সনেট কবি বলেছেন: জনাব চাঁদগাজীকে নিয়ে আমি মাঝে সাজেই কিছুনা কিছু লিখি। সেটাও কোন তোষামদ নয়। মন থেকেই লিখি। আর বিতর্কে অনেক সময় সত্যের প্রকাশ ঘটে। যারা জনাব চাঁদগাজীকে অপছন্দ করেন তারা হয়ত আজকের তাঁকে নিয়ে দেওয়া পোষ্ট অপছন্দ করতে পারে। তা’ মানুষের রুচি ভিন্নতার কারণেতো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না।

১১| ২২ শে মে, ২০১৮ রাত ৯:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চমৎকার।
বানানের দিকে একটু...

২২ শে মে, ২০১৮ রাত ৯:২৪

সনেট কবি বলেছেন: নজরে যা এসেছে সেরেছি। ধন্যবাদ মাননীয়।

১২| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত। ।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:০৭

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.