![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
কবিতা সাহিত্য কন্যে সনেটে সাজিয়ে
দেখাব জগৎজনে। দেখি রূপে তার
ক’জন অজ্ঞান হয়? শুন সমাচার,
সাহিত্যে কবিতা চলে সবার পিছনে।
ভিডিও অগ্রেতে চলে ঢোলক বাজিয়ে
চার দিকে চলে তার জয় জয় কার,
সেথায় ক’জন আছে ভক্ত কবিতার?
সে জন্য অনেক কষ্ট সুকন্যের মনে।
সেই কন্যে দিতে চেয়ে সনেটের সাজ
এখনো হতাশ আছি। ফুরায়নি আশা,
হাতুড়ি বাটাল দিয়ে করে কারুকাজ
একামনে খেলে যাই আশাদের পাশা।
রূপের ছটায় পাক কবিতারা প্রাণ
বিলাক সকলে তারা মোহময়ী ঘ্রাণ।
২৫ শে মে, ২০১৮ সকাল ১০:২২
সনেট কবি বলেছেন: কবিতার বই করতে গেলে প্রকাশক রাজি হয়না। বলে কাটতি কম। তথাপি কবিরা কবিতা লিখে। কবিতার কবি বেশী, পাঠক কম।
২| ২৫ শে মে, ২০১৮ সকাল ৯:৪৫
রুদ্র জাহেদ বলেছেন: ভালো প্রকাশ!
২৫ শে মে, ২০১৮ সকাল ১০:২৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে মে, ২০১৮ সকাল ৯:৪৬
গালিব আফসারৗ বলেছেন: সনেটের সাজে ফিরে আসুক প্রিয় কবিতা। ভালো লাগলো প্রিয়।
২৫ শে মে, ২০১৮ সকাল ১০:২৬
সনেট কবি বলেছেন: সাজগোঁছ যতই হোক, কবিতার পাঠক পাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরো দেখি কবিতাকে উপভোগ্য করা যায় কি না। তারপর না পারলে তবু বলতে পারব চেষ্টাতো করেছি।
৪| ২৫ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বুঝি বা না বুঝি, আপনার কবুতরকে একবার করে দেখে যাব!"!
হাজার হলেও শান্তির প্রতীক!!
ছবিটি কার??
এটা যে একজনের প্রোপিক! সেটা জানেন??
২৫ শে মে, ২০১৮ সকাল ১১:০৩
সনেট কবি বলেছেন: এটা কারো প্রপিক, সেটা অবশ্য জানা নেই।
৫| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় কবি ভাই। কবি ও কবিতা আগেও ছিল , আছে এবং থাকবে। অস্বীকার করবো না যে বর্তমানে বিনোদনের জগতে অডিওভিজ্যুয়ালের রমরমার কারনে সাহিত্য চর্চা অনেক কমে গেছে। তবে এটাও সত্য সাহিত্যানুরাগীর সংখ্যা এতটুকুও কমেনি। আমার বিশ্বাস কবি চলবেন তাঁর আপন ছন্দে।
অনেক শ্রদ্ধা কবি ভাই আপনাকে।
২৫ শে মে, ২০১৮ সকাল ১১:০৮
সনেট কবি বলেছেন: প্রকাশকরা বলেন কবিতার বই নাকি কম চলে। হতাশা সেখানে। ব্লগে লেখি হয়ত সময় কাটানোর জন্য। আসলেই এর কোন ভবিষ্যৎ আছে কি না, জানা নেই।
৬| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও শ্রদ্ধেয়??
আপনি আবার আমার উপর রাগ করলেন নাকি???
প্রিয় মোর কবি ভাই
হয়ো নাকো তুমি রাগ,
ভালবাসি তোমায় আমি
চাইলাম ক্ষমা মাগ!!!
২৫ শে মে, ২০১৮ সকাল ১১:২৫
সনেট কবি বলেছেন: সবাই সব পছন্দ করবে, এটা জরুরী নয়। গদ্যের বিস্তারে কবিতার পাঠক প্রথম দফা কমেছিল। আর এখন অডিও ভিডিওর বিস্তারে সেটা আরো কমে যাচ্ছে।
৭| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩
অনুতপ্ত হৃদয় বলেছেন: কবিতায় প্রাণ ফিরে পাক সেটায় আশা করি………
সুন্দর হয়েছে
২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৩৬
সনেট কবি বলেছেন: তবে কবিতা এখন মৃত প্রায়।
৮| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৫২
নীল মনি বলেছেন: কবিতা লিখলে প্রকাশক বলেন আর লিখেন না ;পাঠক কিনতে চায় না।আচ্ছা এভাবে কী একসময় হারিয়ে যাবে কবিতা!
২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৫৪
সনেট কবি বলেছেন: পাঠক অনাগ্রহে কবিতা বিলুপ্ত হয়ে যেতে পারে। সনেটের বাজার আরো খারাপ।
৯| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:০৩
কাইকর বলেছেন: বাহ.....আর কতবার আপনার প্রেমে পরবো গো কবি
২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:০৯
সনেট কবি বলেছেন: কিন্তু কবিতা নিয়ে আমি বেশ হতাশ অবস্থায়। কবিতায় ইনভেষ্টমেন্টে রিটার্ণ ফিরে আসে না।
১০| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে চাচা।
২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৩৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ ভাইপুত।
১১| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: চমৎকার! কবিতার জয় হোক, জয় হোক সনেটের ! শ্রদ্ধা আপনাকে' কবি !
২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৩৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা নিরন্তর।
১২| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:১১
ব্লগার_প্রান্ত বলেছেন: আমি প্রথমে ভাবলাম ব্লগার মৌরি হক দোলাকে নিয়ে কবিতা লিখলেন নাকি
যাহোক লাইক+
২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:২১
সনেট কবি বলেছেন: আসলে আমি ছবিটা গুগল থেকে নিয়েছি।
১৩| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:২৮
সেলিম আনোয়ার বলেছেন: তারপরও কবিতা কবিতাই।
২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:৩২
সনেট কবি বলেছেন: কিন্তু প্রকাশকরা কবিতার বই ছাপাতে অনাগ্রহ প্রকাশ করছে।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৮ সকাল ৯:৩২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আসলেই ভিউজ্যুয়াল মিডিয়ার যুগে কবিতার কদর আগের মত নেই।