![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
(এক)
শিউলি তলে শিউলি রোদ ঝলমল
শিশিরের বিন্দু দেখে প্রশান্ত নয়নে,
তখন অন্য শিশির অন্তর চয়নে
সেথা আসে,যে প্রবাসে আছে বহু দূরে।
শিশিরে পৃথিবী যেন নিষ্প্রভ অচল
শিউলি হারিয়ে তার। সে দেখে স্বপনে
শিউলি ঝরায় অশ্রু একান্তে শয়নে,
জেগে দেখে মাথা তার নিজে নিজে ঘুরে।
জীবিকা সন্ধানে লোক স্বপ্ন রাঙা নায়
চড়ে যায় দূর লোকে, এরপর কাঁদে
নিরবে নির্জনে বসে মন যাতনায়।
শিউলি-শিশির রাখে হৃদয় প্রাসাদে
স্ব-যতনে দু’জনের কত স্মৃতি কথা!
বিরহে জীবন যেন শুধুই অযথা।
(দুই)
নিশিথের শিউলিরা ঝরে ধীরলয়ে
সুঘ্রাণ ছড়িয়ে দিয়ে ঘাসের শিশিরে
যেনকি আকুল ডাকে আঁধার নিশিরে
‘ওগো ফুল শিউলি’সে নিশিও যে ডাকে।
শিরশিরে বাতাসেরা চলে বয়ে বয়ে
আঁধার যখন কাটে পাখি ডাকা ভোরে
তখন ফুলেরে দেখি জড়িয়ে ঘাসেরে
এক সাথে মিলেমিশে যেন তারা থাকে।
দু’চোখ জুড়িয়ে দেখি ফুরদের দলে
শিশিরেরা মিশে আছে করে জড়াজড়ি
পাখিরা তখন মাতে কল কোলাহলে
দৃষ্টিরা ফুলের মাঝে খায় গড়াগড়ি।
শিল্পীর ছোঁয়ায় দেখি ফুলে অনুপম
সর্বাঙ্গ রূপেতে নেই এক বিন্দু কম।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১
সনেট কবি বলেছেন: যতটুকু নজরে এসেছে ঠিক করেছি প্রিয় কবি।
২| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭
অর্থনীতিবিদ বলেছেন: আরেকটা অসাধারণ সনেট কবিতা।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৩
সনেট কবি বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।
৩| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:২৮
শাহাদাত নিরব বলেছেন: সুন্দর হয়েছে প্রিয় কবি ।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫
জোকস বলেছেন: সাধারণ কবিতা। অর্ধেক ভালো লাগলো।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪
সনেট কবি বলেছেন: গুড।
৫| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ফরিদ ভাই
সনেট কবি নামোর সার্থকতা
খুঁজে পাই আপনার লেখায়।
যথাযথ উদ্দ্যোগ নেওয়া গেলে
গিনিসবুকে নাম লিখানো যেতো।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৬
সনেট কবি বলেছেন: জানিনা জীবদ্দশায় কিছু হবে কি না!
৬| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হতাশ হবেন না কবি,
মানুষের ভালোবাসা লভি
অম্লান রবে তব নাম
পূর্ণ হবে মনোস্কাম।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:০২
সনেট কবি বলেছেন: মরনের পর কেউ আমার আলোচনা করলে আমি তা’শুনতে পারবনা। তাই বলছি, আহা জীবন কালে যদি কিছু হতো। নোবেল না হোক একটা কদবেল দিলেও একবেলা লবন মরিচ দিয়ে বানিয়ে খাওয়া যেত!
৭| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৮
কাইকর বলেছেন: আহা....কি সুন্দর কবিতা।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:০৪
সনেট কবি বলেছেন: কিন্তু আমার স্ত্রী বলল মোটামুটি। অবশ্য প্রথমে শিউলি নাম দেখে তেলে-বেগুনে জ্বলে উঠে ছিল। এরপর পুরো কবিতা পাঠ করে ঠান্ডা করেছি।
৮| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় কবি, শ্রীলঙ্কায় প্রচুর কদবেল পেতাম। ওখানে আধা পাকা ও পুরো পাকা দুই ধরনের কদবেল বিক্রি হতো। কিনতে গেলে জিজ্ঞেস করতো, জুস খাবে না সালাদের মতো করে খাবে? আমরা গাছপাকা কদবেল পছন্দ করি। এটা দিয়ে লঙ্কানরা জুস বানায়। তাই আমি বলতাম, জুস খাবো, জুসের কদবেল দেন। তাদের কদ বেলে ভেজাল ছিল না। গাছপাকাটা আসলেই গাছের পাকা। রোদের তাপে নরম করা নয়।
২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
সনেট কবি বলেছেন: আপনার কদবেল সমাচারে কবিতা আরেকটা বাড়িয়ে দিলাম।
৯| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার ছড়াই ভাল
শিউলী ফুল, শিউলী ফুল
চিনতে তোমায় হয়নি-কো ভুল,
মাটির বুকে ঝরে পড়ো
লজ্জায় কেন জড়সড়,
কানে তোমার পরাবো দুল
আমার প্রিয় শিউলী ফুল।।(সংগৃহীত, প্রেমানন্দ, সাকিন সারিসুরি)
২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
সনেট কবি বলেছেন: আপনার ছড়া কি ভাল না হয়ে পারে?
১০| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
শিউলীও একদিন বিরহকে আরো কষ্টকর করে তোলে
২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
সনেট কবি বলেছেন: হতে পারে।
১১| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখকবলেছেন: আপনার ছড়া কি ভাল না হয়ে পারে?"
ও কবি ভাই!
ওটা ধার করা ছড়া!!
২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
সনেট কবি বলেছেন: ধার করা হলেও ভাল।
১২| ২৭ শে মে, ২০১৮ রাত ৮:১৪
ঋতো আহমেদ বলেছেন: সিনেটে সিদ্ধহস্ত সনেট কবি ফরিদ ভাই, খুব ভালো লাগলো কবিতা দুটি। ছবিটাও বেশ একটা স্নিগ্ধতা প্রকাশ করছে।
২৭ শে মে, ২০১৮ রাত ১০:০২
সনেট কবি বলেছেন: বহুদিন পর আপনার একটা মন্তব্য পেয়ে আমারো বেশ ভাল লাগল।
১৩| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:৪৯
শামচুল হক বলেছেন: দারুণ লাগল কবি। ধন্যবাদ
২৮ শে মে, ২০১৮ ভোর ৪:৪০
সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৪| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:৫৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় পিলাস।
২৮ শে মে, ২০১৮ ভোর ৪:৪০
সনেট কবি বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।
১৫| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী পড়লাম আর মুগ্ধ হলাম।
২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ ভাতিজা।
১৬| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! শিউলি তলে শিশিরের বিন্দুর স্নিগ্ধতা মনে বড় প্রশান্তি এনে দিল। কবির অবাধ বিচরণে মুগ্ধতা রেখে গেলাম।
শুভেচ্ছা নিয়েন প্রিয় কবিভাই।
২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২২
সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যও বেশ।
১৭| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৯
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার হয়েছে, প্রিয় কবি।
২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৪১
সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা চৌধুরী সাহেব।
১৮| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: যারা মানুষ হত্যায় বারবার মিথ্যা গল্প বানায় তাদের সাথে মাদক ব্যবসায়ীর তফাৎ কোথায়..???
২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:০৫
সনেট কবি বলেছেন: এদের সবাই এক নৌকার চড়নদার।
১৯| ২৯ শে মে, ২০১৮ ভোর ৪:৫৯
জাহিদ অনিক বলেছেন:
আশাহত হলাম। ভেবেছিলাম, শিউলি ও শিশিরের প্রেম দেখাবেন
২৯ শে মে, ২০১৮ সকাল ৮:০১
সনেট কবি বলেছেন: প্রেমের বদলে বিরহ হয়ে গেল?
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫
বিজন রয় বলেছেন: ++++
কয়েকটি বানান ঠিক করে দিন।