![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
প্রাণের বন্ধব বলে প্রাণ তালাসের
কাজে থাকে। প্রাণ নিয়ে ছিনিমিনি খেলে
হর হামেসা। তামাসা করে বন্ধু বলে।
কঠিন তামাসা যার হিসেব কঠিন।
টাকার জন্য মানুষ বিস্তারে ত্রাসের
রাজত্ব। ভাবেনা এতে যেতে হয় জেলে,
অথবা ফাঁসির মৃত্য। এমনটা হলে
কে বুঝায় এদের কে? এরা বুদ্ধিহীন।
ভাল সাহিত্য এখন প্রয়োজন খুব
রোধে সভ্যতায় থাকা সব অধগতি।
অচেতনতায় দেয়া নির্বিকার ডুব
লাভের কিছুই নেই, ভুলে অবগতি।
ভেঙ্গে দিতে হবে সব সন্ত্রাসের ঘাড়
রুখতে হবে এদের বাড়াবাড়ি বাড়।
মাঝরাতে দরজায় খডর খডর শব্দ। কেউ একজন নক করছে।
বেড সুইস টিপলাম, বাতি জ্বলে না।সিথানে রাখা ম্যাচ ও মোমবাতি খুঁজতে গিয়ে পতনের শব্দ হল।
স্ত্রী বলল, কে?
- আমি।
- কোথায়?
- নীচে ।
তারপর তার নাকের শব্দ, গররর……
দরজা খুলে দিলাম।তারপর এক সময় দেখলাম আমি হাসপাতালে। স্ত্রী জিজ্ঞাস করল কে তোমাকে ছুরি মেরেছে?
- কুতুব।
- কোন কুতুব?
- চিনিনা।
- লোক না চিনে দরজা খুল্লে কেন?
- জানিনা।
- তার নাম কুতুব জানলে কি করে?
- সে বলেছে।
- তুমি বিশ্বাস করেছিলে?
- তার আর দরকার হয়নি।
রাতে হাসপাতালের বেডে শুয়ে ছিলাম। দেখি ডাক্তার আসছে সিরিঞ্জ নিয়ে। ভয়ঙ্কর তার ভঙ্গি। এ হে হে গুড়ুর ই ই শব্দ করে উঠলাম।স্ত্রী ধড়পড়িয়ে উঠে বলে, কি?
- স্বপ্ন।
- ধুর।
তারপর একদিন কাছ থেকে গুলি করতে গেলে তার পিস্তল উড়িয়ে দিলাম। মুখোস খুলে দেখি অচেনা। বললাম, ঘটনা কি?
- খুন।
- কেন?
- দশ হাজার টাকা।
- কে দিল?
- চিনি না।
- আমি দশ দিলে তাকে মারতে পারবি?
- সে কি মনে করবে?
- মরে গেলে আর কি মনে করবে?
- তাহলে পারব।
- ঠিক আছে আমাকে নয় তাকে মারলেই চলবে।কাল এসে টাকা নিয়ে যাস।
বুঝলাম সে এখন আর আমাকে মারবেনা। কারণ সে উল্টা বড়ি পেয়েছে। আর সে সফল হলে আমার চিন্তাও কমে। কিন্তু কে সে বান্ধব? পেশাগত কারণে অনেকেই অখুশী হয়।কে সে? কে আমার প্রাণ নিতে চায়? মনের কোনে অনেক প্রশ্ন, কিন্তু উত্তর মিলছেনা।
মিলেনি আম মিলেছে মরিচ পটল
পরপার যাত্রা পথে। ফসল তুলেছি
ভুলেছি জীবন তাতে। এখন বুঝেছি
কোথায় এসেছি ভুল ফসল তোলায়।
গিলেছি গুলির বড়ি, উড়েছে যে খুলি
অবশেষে সব ছেড়ে লাশ হয়ে গেছি
জানেনা কেউ কি আমি এখানে পেয়েছি
গিয়েছে পাপের দায় সন্ত্রসী ঝোলায়।
মরেই বেঁচেছি আমি, মরেছে বেঁছেই
সন্ত্রসী। এখন দৌড়ে পুলিশের ভয়ে
পানি শূন্য আত্মা তার, ভয়ের চোঁটেই
জীবন যেন নিয়ত যায় যে খয়েই।
তথাপি মানুষ কেন ভোগে মন্দ মতে?
অথচ রয়েছে পথ কর্মে ভাল হতে।
০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৩৪
সনেট কবি বলেছেন: দরকার হলে কি আর করা?
২| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:২০
সেলিম আনোয়ার বলেছেন: ভয়ানক বান্ধব।
০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৩৫
সনেট কবি বলেছেন: প্রাণ সংহারি।
৩| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:২৭
জোকস বলেছেন:
পতনের শব্দ।
কে?
আমি।
কোথায়?
নিচে।
০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৩৬
সনেট কবি বলেছেন: কিন্তু স্ত্রীর নিকট মামুলি। সে জন্য গরররররর..।
৪| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:০৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল ।
০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৪৩
সনেট কবি বলেছেন: আপনার মত গুনীজনের মন্তব্যে আমারো খুব ভাল লাগল। আপনার প্রতিটি পোষ্ট আলো ঝলমলে হয়।
৫| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৩৩
কাইকর বলেছেন: বাহ.....খুব ভাল লেখনী
০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৪৪
সনেট কবি বলেছেন: কথা শিল্পীদের কথার রকমফের থাকতে হয়।
৬| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৩৪
অচেনা হৃদি বলেছেন: সনেট কবি তো শুধু কবি নন, কবি + গল্পকার !
আমার সর্বশেষ পোস্টটি দেখার আমন্ত্রণ রইল ।
০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৪৫
সনেট কবি বলেছেন: সাহিত্যিক হতে হলে সব রকম লিখতে হয়।
৭| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: নেট কবি দেখি অলরাউন্ডার !!
ভালো লাগলো গুরু।।
০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
সনেট কবি বলেছেন: সাকিব আল হাসানের কথা মনে করে......।
৮| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
সমকালীন সমাজের মোটামুটি চিত্র!
০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ ।
৯| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
কাছের-মানুষ বলেছেন: বেশ ভাল লিখেছেন।
০১ লা জুন, ২০১৮ রাত ৯:৩১
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাপ বাপকে ছাড়ে না...
০১ লা জুন, ২০১৮ রাত ৯:৩৩
সনেট কবি বলেছেন: নেক কাজ পাপ কাজ মিটিয়ে দেয়।
১১| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৪৮
ব্লগার_প্রান্ত বলেছেন: রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনি অনেক দুষ্ট আছেন।
আরো গল্প চাই কবি।
১২| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দরকার হলে কি আর করা?
হা হা হা
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনি অনেক দুষ্ট আছেন।