নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আর-রাহীম

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৩



(এক)

আর-রাহীম, পরম মেহেরবানের
দৃষ্টি নন্দন সৃষ্টির বিস্তার দেখেছি
জীবনের প্রতি ক্ষেত্রে।সেজন্য রেখেছি
তাঁর প্রিয় নাম নিজ অন্তর পাতায়।
এলোমেলো সময়ের ঝড় তুফানের
চিত্র থেকে চিরকাল আমরা শিখেছি
বাঁচার উপায় তিনি।যেথায় পেয়েছি
আমরা অনেক দান, তাঁর করুণায়।

আহা কি নির্মল দেখি সৃষ্টি অপরূপ
দৃষ্টিরা যে রূপে হয় অপার মোহিত।
রাতের আঁধারে দেখি তাকিয়ে নিশ্চুপ
কি সুন্দর পরিপাটি সৃষ্টিরা সজ্জিত।
রাহীম মেহেরে পৃথি চলছে সঠিক
সর্বত্রে সকল কিছু রয়েছে অধীক।

(দুই)

আর- রাহীম

আর-রাহীম বান্দার জন্য দয়াবান
মেহেরবান বান্দায় দেন যে নাজাত
আরো আছে অনুপম সুন্দর জান্নাত
যারা তাঁর অনুগত তাদের বেলায়।
আল্লাহর বান্দাদের ইবাদতে টান
থাকে মনে সর্বদায়, আর মুনাজাত
করে তারা কামনায় সে মাগফেরাত
পেতে, যাতে ভাসা যাবে আনন্দ ভেলায়।

অনাচারী কূ-আচারী পাবেনা মেহের
মৃত্যুতে দেখবে তারা কঠিন অবস্থা
শাস্তি সকল পাবে রিপুর বসের।
নেককার জন্যে আছে সুন্দর ব্যবস্থ্যা
মানলে খালেছ মনে প্রভুর হুকুম
নতুবা ঝুটবে মুখে কন্টক জাক্কুম।


রাহীম

রাহীম করুণাময় বান্দার দেখেন
সুখ দুঃখ ব্যাথা কষ্ট আনন্দ যন্ত্রণা
অনুভুতি প্রত্যাশার প্রার্থনা সমগ্র
মঙ্গলের জন্য তার যাপিত জীবনে।
বান্দা চায় পরকাল বেশী ভাল হোক
সেজন্য পাপের শাস্তি এখানেই পায়
রাহীম করেন এটা মঙ্গলের জন্য
পরকালে শাস্তি থেকে মুক্তি দিতে তারে।

দেখতে অনেক ক্ষতি মহামঙ্গলের
কারণ, তা’বুঝা বড় বুদ্ধির ব্যাপার
সেজন্য জ্ঞানীরা কষ্টে হয়না হতাশ।
আল্লাহর ইচ্ছাতেই নিজের কল্যাণ
এমন ঈমান মাঝে আছে হেদায়েত
রাহীম সেটাই চান বান্দার বেলায়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

কাইকর বলেছেন: সনেট কবি.......সুন্দর হয়েছে

১০ ই জুন, ২০১৮ রাত ১১:২৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ সামুর নতুন গল্পকার।

২| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


যারা সবকিছুর আল্লাহের উপর নির্ভর করেন, আল্লাহ তাদের সবদিক থেকে সাহায্য করলে, মানুষের অবস্হা ভালো হয়ে যাবে।

১০ ই জুন, ২০১৮ রাত ১১:২৫

সনেট কবি বলেছেন: কিন্তু আল্লাহ কখন কাকে কিভাবে সাহায্য করেন, না শাস্তি দেন, না পরীক্ষা করেন বুঝা মুশকিল!

৩| ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: যে থাকে আঁখি পল্লবে তার সাথে কেন দেখা হবে ?

১০ ই জুন, ২০১৮ রাত ১১:২৭

সনেট কবি বলেছেন: তাইতো আঁখির পাতায় থাকলে কেমন করে দেখে?

৪| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন।।

১০ ই জুন, ২০১৮ রাত ১১:২৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। প্রেমের কবিতা লিখতে লিখতে অবশেষে কৃষ্ণচন্দ্রের খেয়ালী মন্ত্রী হয়ে গেলেন? তবে গোপালদের এড়িয়ে চলবেন কিন্তু!

৫| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৭

অচেনা হৃদি বলেছেন: বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি কায়কোবাদের পর সনেট কবিই সম্ভবত ইসলাম নিয়ে সুন্দর সুন্দর সনেট লিখছেন । ধন্যবাদ !

১০ ই জুন, ২০১৮ রাত ১১:৩০

সনেট কবি বলেছেন: তা’ বুঝলাম! কিন্তু আপনার পিকের এ কি হাল হলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.