নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সনেট কাব্যে সামু ব্লগার (রিপোষ্ট)

১১ ই জুন, ২০১৮ রাত ৯:২৪



ব্লগারদের নিয়ে আমার সনেট লেখার অভ্যাস অনেক দিনের। অনেক ব্লগার এখন ব্লগে অনিয়মিত। তথাপি তাঁরা রয়েগেছেন আমার কবিতায়। এখানে ব্লগারদেরকে নিয়ে লেখা ৫০ টি সনেটের লিংক দিলাম। কোন কোন ব্লগারকে নিয়ে একাধীক সনেট লিংক রয়েছে।

১। (ক) ব্লগার জানা
(খ) ব্লগার জানা
(গ) ব্লগার জানা

২।(ক) ব্লগার কাল্পনিক ভালবাসা
(খ) ব্লগার কাল্পনিক ভালবাসা
(গ) ব্লগার কাল্পনিক ভালবাসা

৩।(ক) ব্লগার চাঁদগাজী
(খ) ব্লগার চাঁদগাজী
(গ) ব্লগার চাঁদগাজী

৪।(ক) ব্লগার রাজীব নুর
(খ) ব্লগার রাজীব নুর

৫। ব্লগার বিদ্রোহী ভৃগু

৬। ব্লগার শহীদুল ইসলাম প্রামানিক

৭। ব্লগার নতুন নকিব

৮। ব্লগার নঈম জাহাঙ্গীর নয়ন

৯। (ক) ব্লগার সোনাবীজ অথবা ধুলোবালিছাঁই
(খ) ব্লগার সোনাবীজ অথবা ধুলোবালিছাঁই

১০। ব্লগার সেলিম আনোয়ার

১১। ব্লগার পদাতিক চৌধুরী

১২। ব্লগার কাওসার চৌধুরী

১৩। ব্লগার মাইদুল সরকার

১৪। ব্লগার তারেক ফাহিম

১৫। ব্লগার সত্যপথিক শাইয়্যান

১৬। ব্লগার কুঁড়ের বাদশা

১৭। ব্লগার ব্লগ মাস্টার

১৮। ব্লগার তারেক মাহমুদ

১৯। ব্লগার পবন সরকার

২০। ব্লগার সামু পাগলা

২১। ব্লগার জুন

২২। ব্লগার শামচুল হক

২৩। (ক) ব্লগার নতুন
(খ) ব্লগার নতুন

২৪। ব্লগার গিয়াস উদ্দিন লিটন

২৫। ব্লগার নীলপরি

২৬। (ক) ব্লগার বিজন রয়
(খ) ব্লগার বিজন রয়

২৭। ব্লগার মোহাম্মদ সজ্জাদ হোসেন

২৮। ব্লগার নূর মোহাম্মদ নূরু

২৯। ব্লগার শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

৩০। (ক) ব্লগার অর্ক
(খ) ব্লগার অর্ক

৩১। ব্লগার সুমন কর

৩২। ব্লগার শাহরিয়ার কবীর

৩৩। ব্লগার আহমেদ জি এস

৩৪। ব্লগার খায়রুল আহসান

৩৫। ব্লগার মোস্তফা সোহেল

৩৬। ব্লগার শায়মা

৩৭। ব্লগার সাদা মনের মানুষ

৩৮। ব্লগার আক্তার আর হোসাইন

৩৯। ব্লগার হাসান মাহবুব

৪০। ব্লগার জোকস

৪১ ও ৪২। ব্লগার বক ও ব্লগার আলো

৪৩ ও ৪৪। ব্লগার পদ্মপুকুর ও ব্লগার ফজল

৪৫। ব্লগার নাগরিক কবি



৪৬। ব্লগার ওমেরা

৪৭। ব্লগার বি এম বরকত উল্লাহ

৪৮। ব্লগার সামিউল ইসলাম বাবু

৪৯। ব্লগার কথাকথিকেথিকথন

৫০।ব্লগার আমি তুমি আমরা

৫১। ব্লগার হাসান কাল বৈশাখী

৫২। ব্লগার রাবেয়া রাহীম

৫৩। ব্লগার বিলুনী

৫৪। ব্লগার ভ্রমরের ডানা

৫৫। ব্লগার অরুনীমায়া অণু

৫৬। ব্লগার ডঃ এম এ আলী

৫৭। ব্লগার বিলিয়ার রহমান

৫৮। ব্লগার গেম চেঞ্জার

৫৯। ব্লগার কি করি আজ ভেবে না পাই

৬০। ব্লগার কাজী ফাতেমা ছবি

৬১। ব্লগার ধ্রুবক আলো

৬২। ব্লগার সৈয়দ ইসলাম

৬৩। ব্লগার আবুহেনা মোঃ আশরাফুর ইসলাম

৬৪। ব্লগার ল

৬৫। ব্লগার অচেনা হৃদি

৬৬। ব্লগার নূর-ই-হাফসা

৬৭। ব্লগার ঠ্যঠা মফিজ

৬৮। ব্লগার বিদেশ পাগলা

৬৯।ব্লগার কানিজ রিনা

৭০। ব্লগার পাঠকের প্রতিক্রিয়া

৭১। ব্লগার সিগন্যাস

৭২। ব্লগার স্রাঞ্জি সে

৭৩। ব্লগার চঞ্চল হরিণী

৭৪। ব্লগার সম্রাট ইজ বেস্ট

৭৫। ব্লগার ভুয়া মফিজ

৭৬। ব্লগার কথার ফুলঝুরি

৭৭। ব্লগার মিথি মারজান

৭৮। ব্লগার দূর আকাশের নীল তারা

৭৯। ব্লগার কলাবাগান১

৮০। ব্লগার লাবণ্য

৮১। ব্লগার কবি ফেনা

৮২। ব্লগার ঠাকুর মাহমুদ

৮৩। ব্লগার সামিয়া আক্তার প্রিয়া

৮৪। ব্লগার হাসু মামা

৮৫। ব্লগার সনেট কবি

৮৬। ব্লগার জহিরুল ইসলাম সেতু

৮৭। ব্লগার টারজান০০০০৭

৮৮। ব্লগার অতঃপর হৃদয়

৮৯। ব্লগার অর্থনীতিবিদ

৯০। ব্লগার রাকু হাসান

৯১। ব্লগার শৈবাল আহম্মেদ

৯২। ব্লগার মোহাম্মদ আলী আকন্দ

৯৩। ব্লগার ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ

৯৪। ব্লগার বিচার মানি তালগাছ আমার

৯৫। ব্লগার মনিরা সুলতানা

৯৭। ব্লগার নজসু (সুজন)

৯৮। ব্লগার বাকপ্রবাস

৯৯। ব্লগার ফাহিমা জেরিন জেবা

১০০। ব্লগার সাহিদা সুলতানা শাহী

১০১। ব্লগার টুনটুনি

মন্তব্য ৬৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:২৮

বিজন রয় বলেছেন: এটা কি আমার অনুরোধে করলেন?
কদিন আগে আমি আপনাকে বলেছিলাম এমন কিছু।

১১ ই জুন, ২০১৮ রাত ১১:০১

সনেট কবি বলেছেন: প্রিয় কবির অনুরোধতো রক্ষা করতে হয়, কি বলেন?

২| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:৩০

বিজন রয় বলেছেন: কিন্তু আমি কই, আমাকে নিয়েও তো সনেট লিখেছিলেন? নাকি পরের পর্বে আসবে।

যাহোক, ব্লগ এবং ব্লগারদের নিয়ে আপনার ভাবনা চোখে পড়ার মতো।
সেজন্য খুব করে ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৮ রাত ১১:০২

সনেট কবি বলেছেন: এ পর্বেই দিয়ে দিলাম প্রিয় কবি।

৩| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:৩৩

বিজন রয় বলেছেন: ফরিদ আহমেদ চৌধুরী নিক থেকে লিখেছিলেন আমাকে নিয়ে।

১১ ই জুন, ২০১৮ রাত ১১:০৩

সনেট কবি বলেছেন: এ নিকেও আপনাকে নিয়ে একটা সনেট আছে, একেবারে তরতাজা। পড়েছেন কিনা কে জানে?

৪| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ব্লগারদের বিশালভাবে উৎসাহিত করেছেন।

১১ ই জুন, ২০১৮ রাত ১১:০৪

সনেট কবি বলেছেন: আমার একটু কষ্টে ব্লগারগণ উৎসাহিত হলে, সেটা আমার অনেক বড় পাওনা।

৫| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:৩৬

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১১ ই জুন, ২০১৮ রাত ১১:০৫

সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ফাহিম ভাই।

৬| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:৫৪

কাইকর বলেছেন: ধন্যবাদ। আপনাকে আর পাইনা আগের মতো পাশে

১১ ই জুন, ২০১৮ রাত ১১:০৬

সনেট কবি বলেছেন: সামান্য জীবনে মানুষকে অনেক কাজ করতে হয়।

৭| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:১২

নাজিম সৌরভ বলেছেন: আপনার লিস্টে ব্লগার চাঁদগাজী দুইবার ।

১১ ই জুন, ২০১৮ রাত ১১:০৭

সনেট কবি বলেছেন: তিনি হয়ত আবারো আসবেন। আমি আবার তাঁর ভক্ত কিনা!

৮| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সবগুলৌকে একটা সংকলনে একত্রিত করায়।

আমিইতো মিস করে গেছিলাম!! :P

অন্তহীন কৃতজ্ঞতা প্রিয় সনেট কবির করকমলে :)

শুভেচ্ছা শুভকামনা অন্তহীন

১১ ই জুন, ২০১৮ রাত ১১:০৮

সনেট কবি বলেছেন: মন্তব্যে উৎসাহিত হলাম প্রিয় কবি।

৯| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:৫৯

স্োরনাভ বলেছেন: অসাধারণ।

১১ ই জুন, ২০১৮ রাত ১১:০৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

১০| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:০৬

মীর সাজ্জাদ বলেছেন: এক কথায় অসাধারণ। মনটা কেড়ে নিলেন আপনি সনেট ভাই। কতটা সাধনা থাকলে এরকম ভাবে সনেট কবিতা লেখা যায়, তা আমার সত্যি অজানা।

১১ ই জুন, ২০১৮ রাত ১১:০৯

সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্যে নিরন্তর শুভেচ্ছা।

১১| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:০৯

সৈয়দ ইসলাম বলেছেন: পীসসাব,
আপনার ব্যতিক্রম পোস্টে আমি টাশকিত হই। এবারের আয়োজন পুরোটাই আকর্ষণীয়।

শুভকামনা আপনার জন্য।

১১ ই জুন, ২০১৮ রাত ১১:১১

সনেট কবি বলেছেন: আহা তবু একজন মুরীদ সাব পাওয়া গেল। আমি যারপরনায় আনন্দীত।

১২| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! দারুণ পোষ্ট। এত্তদিন ধরে সনেটের পাশাপাশি যে সমস্ত ব্লগারদের নিয়ে সনেট লিখলেন সেগুলিই আবার সংকলিত আকারে, যাকে বলা যায় ফিরে দেখা। +++++

অনেক অনেক শুভ কামনা প্রিয় কবি ভাইকে।

১১ ই জুন, ২০১৮ রাত ১১:৪৭

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা প্রিয় চৌধুরী ভাই।

১৩| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:৩৫

অচেনা হৃদি বলেছেন: ব্লগার কাউসার চৌধুরীকে নিয়েও তো সনেট লিখেছিলেন । সেটার লিংক দেননি ।

১১ ই জুন, ২০১৮ রাত ১১:৪৫

সনেট কবি বলেছেন: ৩৫ নং লিংক দেখুন।

১৪| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:৪৯

অচেনা হৃদি বলেছেন: ও আচ্ছা, এটা এডিট করে যুক্ত করেছেন । আমার আগের কমেন্টের সময় ছিল না । +++

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৬

সনেট কবি বলেছেন: আশাকরি আরো অনেক এডিট হবে, কারণ এখনো অনেকের লিংক যুক্ত হয়নি।

১৫| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট। সুপ্রিয় সনেট কবি।

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৭

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১৬| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি সব ব্লগার কে এক ফিতায় বেঁধেছেন। ব্লগারের প্রতি ভালোবাসার ছাপ রেখেছেন।

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৮

সনেট কবি বলেছেন: দেখি পরে এ নিয়ে একটা কাব্য গ্রন্থ করতে পারি কি না।

১৭| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:২৫

শামচুল হক বলেছেন: আপনার সনেটের তালিকা আরো বড় হোক এই কামনা করি।

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন। আপনার নামেও সনেট আছে মনে হয়, দেখি খুঁজে যুক্ত করব।

১৮| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:৪৬

ওবায়দুল হক বলেছেন: আপনি এতো সময় পান কই?

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৪০

সনেট কবি বলেছেন: এটাতো দীর্ঘ দিনের কাজ।

১৯| ১২ ই জুন, ২০১৮ রাত ১:১২

আকতার আর হোসাইন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে... অত্যন্ত একজনও যদি আপনার সনেটে উদ্দীপ্ত হয়ে নিজের জ্ঞানকে বিকশিত করতে পারে.. এবং তার জ্ঞানের দ্বারা মানুষের উপকার করতে পারে তাহলে আপনার এসব সনেট স্বার্থক...

ব্লগার চাঁদগাজী চাচাকে নিয়ে ৩ টি সনেট লিখলেন নাকি...?

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৪১

সনেট কবি বলেছেন: তাঁকে নিয়ে ৩ টি সনেট লেখার কারণ তিনি সবার সাথে থাকার চেষ্টা করেন।

২০| ১২ ই জুন, ২০১৮ রাত ৩:৩২

অর্থনীতিবিদ বলেছেন: সামনের বই মেলায় ব্লগারদের নিয়ে সনেট কবিতার সংকলন বের করলে ভালো হতো।

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৪২

সনেট কবি বলেছেন: দেখি কি করতে পারি, দোয়া করবেন।

২১| ১২ ই জুন, ২০১৮ রাত ৩:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: ব্লগারদের নিয়ে সনেটের পুনরায় লিংক পাওয়া গেল। অনেক ধন্যবাদ সনেট কবি।

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৩

সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

২২| ১২ ই জুন, ২০১৮ রাত ৩:৫৭

কাওসার চৌধুরী বলেছেন: স্যার, স্যলুট আপনাকে। এতসব গুণী লেখক/ব্লগারকে নিয়ে চমৎকার তিন ডজন সনেট লেখার জন্য। নিজের মেধা আর চিন্তাশক্তি খরছ করে এতগুলো সনেট লেখা অনেক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। আপনি যা করেছেন তা সত্যি অতুলনীয়। আপনি যাদের নামে সনেট লেখেছেন উনারা সবাই সামু ব্লগের অলংকার; তবে আমি ব্যথিত। ব্লগে সেফ হওয়ার এখনো দুইমাস হয়নি আমার; তারপরও আমাকে একটি সনেট উৎসর্গ করেছেন এটি আমার জন্য অনেক সম্মানের।

স্যার, আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আপনার পোস্টটি প্রিয়তে রাখলাম; পাশাপাশি লাইক দিলাম +++ B-) B-)

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৪

সনেট কবি বলেছেন: আপনি সম্মান পাওয়ার মত কাজ করেন। ওটা আপনার প্রাপ্য।

২৩| ১২ ই জুন, ২০১৮ ভোর ৪:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাহ্, সুন্দর আয়োজন!
আমার ও শায়মা হকেরর(আপা) তরফ থেকে আপনাকে ধন্যবাদ।
নামগুলো একবার করে দিলেও চলতো! (শুধু লিংক)

পুনশ্চঃ ব্লগার শব্দটা আমার ভালো লাগে না:(

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৫

সনেট কবি বলেছেন: ব্লগার শব্দটা জনপ্রিয় করে তোলা আমাদের সবার দায়িত্ব।

২৪| ১২ ই জুন, ২০১৮ ভোর ৫:৪৫

কিশোর মাইনু বলেছেন: সনেট কবি যেভাবে ব্লগারদের উৎসাহিত করছেন,সেটা প্রশংসার দাবিদার।
আর আপনার সনেট নিয়া কিছু বলার নেই।
এতদিনে সেটা প্রশংসার উর্ধ্বে চলে গেছে মনে হয়।

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৬

সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা।

২৫| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: এটা আপনার একটা মহৎ কাজ।
প্রতিটা ব্লগারের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ পাচ্ছে। বন্ধন দৃড় হচ্ছে।

আপনার মতোন লিখতে পারলে আমি লিখতাম।

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:১৪

সনেট কবি বলেছেন: চেষ্টা করলে হয়ত পারবেন। কারণ আপনার প্রতিভা আছে।

২৬| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৭

নতুন নকিব বলেছেন:



অসাধারন সংকলন। ব্লগের অনেক প্রিয় মুখ একত্রিত হয়েছে। আপনার দীর্ঘ প্রচেষ্টার ফসল এটা। মুগ্ধতা একরাশ!

কৃতজ্ঞতা প্রিয় কবি। রমাদানের বেদনা বিদুর বিদায় লগ্ন সন্নিকটে; হাদিসে বর্নিত জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানাপ্রাপ্তির খোশখবরীতে উজ্জ্বল হোক সিয়াম সাধনায় রত আমাদের সকলের তৃষিত নয়ন। মহান রবের ক্ষমালাভে ধন্য হওয়ার সুন্দর এই পূন্য মুহূর্তগুলো আরও স্নিগ্ধতা ছড়িয়ে দিক আমাদের মৃত অন্তরগুলোতে।

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন, প্রিয় কবি- আমিন।

২৭| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চেষ্টা করলে হয়ত পারবেন। কারণ আপনার প্রতিভা আছে।

চাচাজ্বী দোয়া করবেন।

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৭

সনেট কবি বলেছেন: আপনার প্রচেষ্টাগুলো বেশ ভাললাগে।

২৮| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:১২

নতুন নকিব বলেছেন:



ফরিদ ভাই,

অফটপিকে একটা ব্যাপারে একটু কথা বলে যাই। ব্লগে এখন আর অাগের মত কন্টিনিউ থাকা হয় না। খুব কম আসি। হয়তো আরও কমে যাবে আমাদের মত অচল লোকদের যাতায়াত এই প্রানের মেলা সামুতে। যাই হোক, আপনিও একাধিক কমেন্ট করেছেন বিতর্কিত সেই পোস্টটিতে। আমারও রয়েছে। কিন্তু একটা ব্যাপার প্রথমে আমিও অতটা লক্ষ্য করিনি। পরে ভাল করে দেখতে গিয়ে তার চালাকিটা ধরা পড়ে। আপনাকে অনুরোধ করব, সময় থাকলে তার দেয়া রেফারেন্সযুক্ত আয়াতগুলোর সাথে তার উপস্থাপিত তথ্য/ অনুবাদগুলো একটু যদি মিলিয়ে দেখার জন্য। হ্যাঁ, আমি ব্লগার স্োরনাভ এর নবী মুহাম্মদের সাথে মহান আল্লাহ্‌ তায়ালার ঘনিষ্ঠ সম্পর্ক ও ইসলামের অজানা তথ্য। পোস্টটির কথাই বলছি।

তিনি আমার এক মন্তব্যের জবাবে বলেছেন, আমি নাকি তাকে কল্লা ফেলার হুমকি দিয়েছি। অনুরোধ করব, আমার সেই মন্তব্য (২৯ নং) এবং তার প্রতিমন্তব্যটিতেও চোখ বুলাতে। এসব উদ্ভট কথাবার্তা দেখলে ব্লগের প্রতি অনিহা আসে। যুক্তিতে হেরে গিয়ে আমার মন্তব্যের প্রত্যুত্তরে তিনি যাচ্ছে তাই বলেছেন।

ব্লগার স্োরনাভ তার এই বিতর্কিত পোস্টটিতে তিনি কুরআনের আয়াতের যেসব রেফারেন্স দিয়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন, তার প্রতিটিতে ভ্যাজাল। তার দেয়া আয়াত নম্বরগুলো ঠিক আছে, অামাদের মত অনেকেই কুরআনের প্রতি ভক্তি শ্রদ্ধার কারনে কুরআনের রেফারেন্স উল্লেখ করা দেখে সংশ্লিষ্ট বিষয়ে আর ভিতরে তলিয়ে দেখার প্রয়োজন মনে করি না। তথ্য যা ই হোক তাকেই অথেন্টিক মনে করে বিশ্বাস করে নিতেও কার্পন্য করি না। এই দুর্বল পয়েন্টটিকে তিনি মার্ক করেছেন, এবং অনুভূতি ও বিশ্বাসের এই সফট কর্নারটিকে ব্যবহার করেই তিনি মহানবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূতপবিত্র চরিত্র হননের অপকৌশলের লিপ্ত হয়েছেন।

মজার ব্যাপার হচ্ছে, তার উপস্থাপিত বিতর্কিত তথ্যগুলোর দিকে একটু নজর দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়, তার কথাগুলো আয়াতে বর্নিত বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ন নয়, অথবা বিষয় একই হলেও তার উপস্থাপিত অনুবাদে ঘাপলা রয়েছে। মনগড়া অনুবাদ করার মাধ্যমে তার নিজের মতামতের পক্ষে কুরআনের আয়াতকে দলিল বানানোর চেষ্টা করেছেন তিনি।

তার পোস্টটি নিতান্ত আপত্তিকর মনে হয়েছে। যাক, তার প্রতি শুভকামনা। শুভবুদ্ধির উদয় হোক তার।

অনেক ভাল থাকবেন।

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২০

সনেট কবি বলেছেন: এদের তৎপরতা আগের থেকে কমেছে। তারা তাদের কাজ করে যাবে। আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। পরিস্থিতি এমন যে আল্লাহ ইচ্ছা করলেই যে কাউকে পথ ভ্রষ্ট করতে পারেন। তো যে পথভ্রষ্ট হবে সে সেপথেই হাঁটবে।

২৯| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২৯

নতুন নকিব বলেছেন:



যথার্থ বলেছেন। মোবারকবাদ।

এই পোস্টে কিন্তু প্রথমেই লাইক দিয়েছিলাম। ঈদ কোথায় কাটানোর চিন্তা করেছেন? মা মনিদের নিয়ে, (তিন মাকে চিনি, তাই তাদের কথা বললাম। আমার ভাতিজা, ভাতিজি আরও যদি থাকে তাদের সহ) রত্নগর্ভা শ্রদ্ধেয়া ভাবিকে নিয়ে অবশ্যই ভাল আছেন। আগাম ঈদ মোবারক।

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৫

সনেট কবি বলেছেন: ঈদে ঝালকাঠিতেই আছি মনে হয়। মেয়ে ছোটটা আমাদের সাথে আছে। বড় দুই জনের একজন চট্টগ্রাম ও একজন শফিপুর আছে। আল্লাহ যেমন রেখেছেন, তাতেই শুকরিয়া। আপনাকেও ঈদ মোবারক।

৩০| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর একটা পদক্ষেপ, সুন্দর পোষ্ট। একসাথে সবার, ভালো লাগলো খুব।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৩

সনেট কবি বলেছেন: সুমন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয়কবি।

৩১| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সুমন কর বলেছেন: চমৎকার কাজ।

চলুক..........

১২ ই জুন, ২০১৮ রাত ১০:৫৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৩২| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:৪৯

সৈয়দ ইসলাম বলেছেন: আপনার কপাল ভাল যে, মুরিদ এখনো পর্যন্ত আপনার দানবাক্স পাহারা দেয়ার ইচ্ছা প্রকাশ করেনি =p~

১২ ই জুন, ২০১৮ রাত ১১:৫৭

সনেট কবি বলেছেন: খালি দান বাক্স মুরিদ সাব পাহারা দিলেও ভয়ের কিছু নাই।

৩৩| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:২৮

সৈয়দ ইসলাম বলেছেন: পীস সাহেবদের দান বক্স কখনো শূন্য হয় না; কারণ এতে পীস সাহেবের সম্মান জড়িত! আর মুরিদের শূন্য থলে... ;) =p~

১৩ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৩

সনেট কবি বলেছেন: দান বাক্স পূর্ণ হতে কেরামত লাগে।

৩৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সবাই তো আছে দেখছি !! সুন্দর পদক্ষেপ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.