নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কবি মাইদুল সরকার

১৪ ই জুন, ২০১৮ রাত ১২:০০



ছন্দবদ্ধ কথামালা সাজানো গুঁছানো
সুখপাঠ্য পরিপাটি অন্তর কথন
বিষয়ের বিচরণে সুদক্ষ অনেক
কবিতার রত্নে ভরা সাহিত্য সম্ভার।
মাইদুল সরকার কবিকে মিলাই
কবিতার রাজ্য জয়ে কেমন সে বীর
দেখলাম আছে তাঁর দারুণ দক্ষতা
কারিকুরি আবেগের যথেষ্ট সুন্দর।

কবিতার উপলক্ষ্য প্রেম ও প্রকৃতি
একে একে দেখি-পড়ি মনের তৃপ্তিতে
দেখি সব শোভাময় পাতায় পাতায়।
রুচিবান মালি এক কাব্যের কাননে
সাজালেন নানারূপ কবিতা কুসুমে
সাহিত্যের সুনন্দন শান্তির নিবাস।

ব্লগার মাইদুল সরকার

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ রাত ১২:০৬

কাইকর বলেছেন: বাহ.....সুন্দর লিখেছেন।

১৪ ই জুন, ২০১৮ সকাল ৮:২২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই জুন, ২০১৮ রাত ১২:২০

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় মাইদুল ভাইয়ের জন্য সনেট লেখেছেন দেখে ভাল লাগলো। উভয়ের জন্য শুভ কামনা রইলো।

১৪ ই জুন, ২০১৮ সকাল ৮:২৩

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।

৩| ১৪ ই জুন, ২০১৮ রাত ১:১৯

রসায়ন বলেছেন: চলুক সাহিত্য চর্চা :)

১৪ ই জুন, ২০১৮ সকাল ৮:২৪

সনেট কবি বলেছেন: সাহিত্যের আরো সমৃদ্ধি প্রয়োজন।

৪| ১৪ ই জুন, ২০১৮ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:


ব্লগার মো: মাইদুল সরকার প্রধানত: সাহিত্যিক; নিজের স্বকীয়তা বজায় রেখেছেন লেখায়; উৎসাহিত হবেন সনেট পড়ে।

১৪ ই জুন, ২০১৮ সকাল ৮:২৬

সনেট কবি বলেছেন: তিনি একজন গুণী লেখক।

৫| ১৪ ই জুন, ২০১৮ ভোর ৪:৩৫

সৈয়দ ইসলাম বলেছেন: ব্লগার মাইদুল সরকারও একজন আড্ডাবাজ ব্লগার; আড্ডাবাজদের আমার ভাল লাগে তাই খোঁজে খোঁজে হাটি।

ইনি আবার অংকনে পুরাই পটু। আমি প্রায়ই টাশকিত হই উনার অংকন শিল্প দেখে।

পীসসাহেবের সনেট তাকে আরো উৎসাহী করে তুলবে নিশ্চিত। ধন্যবাদ পীসসাহেব।

১৪ ই জুন, ২০১৮ সকাল ৮:২৭

সনেট কবি বলেছেন: মন্তব্যে প্রাণ ভিজে।

৬| ১৪ ই জুন, ২০১৮ সকাল ৮:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় কবি ভাই। ব্লগের অন্যতম একজন জনপ্রিয় ব্লগার এবং আমার অত্যন্ত প্রিয় মাইদুল ভাইকে নিয়ে সনেট মানে ভীষণ ভালো লাগা ++++ রেখেগেলাম । অভিনন্দন প্রিয় মাইদুল ভাইকে।

দুজনকেই সঙ্গে পাঠকবর্গকে আমার অন্তরের শুভেচ্ছা।

১৪ ই জুন, ২০১৮ সকাল ৮:২৮

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৭| ১৪ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। খুব।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:২২

সনেট কবি বলেছেন: তবে সেটা লাইক পর্যন্ত পৌঁছতে পারেনি। বুঝতে পারছি এখনো আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে।

৮| ১৪ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: সনেট লেখার সহজ নিয়ম কানুন নিয়ে একটা পোষ্ট দিবেন।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:২৪

সনেট কবি বলেছেন: সব হবে তবে আগে একটু স্বীকৃতি মিলুক। স্ত্রীর গুতা খেতে খেতে তো কাহিল হয়ে গেলাম। সে বলছে অহেতুক কাজে মূল্যবান সময় নষ্ঠ। এ সময় তার ঘরের কাজে হেল্প করলেও নাকি অনেক ভাল হয়।

৯| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৩

অচেনা হৃদি বলেছেন: বাহ, চমৎকার তো !

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:২৬

সনেট কবি বলেছেন: পুতুলও আজকাল চমৎকার কমেন্টস করে। পুরুষদের ভয়ে মেয়েরা দল বেঁধে পুতুল হয়ে যাচ্ছে!

১০| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি ভাই, আট নম্বর মন্তব্যের প্রতিমন্তব্যটি আমার ক্ষেত্রেও একেবারে সত্যি। খুব সমস্যায় থাকি। পোষ্ট দেওয়ার মত পরিবেশ আর করে উঠতে পারছি না।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:২০

সনেট কবি বলেছেন: উপমহাদেশে সাহিত্যিক হতে হয় স্রোতের উল্টো দিকে দাঁড় বেয়ে।

১১| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:২১

পদাতিক চৌধুরি বলেছেন: আমি একমাত্র স্বাতী গাঙ্গুলিকে কেবল সুনীল গাঙ্গুলিকে যেভাবে ব্যাক করতে শুনেছি, বাকিদের ক্ষেত্রে আপনার কথা ধ্রুবসত্য।

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:৩৭

সনেট কবি বলেছেন: তথাপি প্রতিকূলতাকে জয় করে এখানে অনেকেই উঠে আসেন, আর অনেকে ঝরে যান।

১২| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাকে নিয়ে সনেট লিখেছেন কন্তিু আমি জানিনা। কি লজ্জা।

চাঁদগাজী ও সৈয়দ ইসলাম ভাইয়ের মন্তব্যে প্রীত হলাম।

আপনার স্বীকৃতি মিলুক। শুভকামনা।

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩২

সনেট কবি বলেছেন: যাক দেরীতে হলেও জেনেছেন, এটাও অনেক কিছু্। ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.