নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার আমি তুমি আমরা

২১ শে জুন, ২০১৮ রাত ৮:১৪



আমি তুমি আমরা এ ব্লগের মেলায়
আট বছর আছেন, পোষ্ট সমাহারে
মহিমা ছড়িয়ে তাঁর প্রীতি উপহারে;
মোহিত পাঠক দল প্রাণের উল্লাসে।
তাঁর ব্লগের দরিয়া প্রমোদ ভেলায়
দেখেছি অনেক বার। সে দরিয়া ধারে
ফুটে আছে কাশ ফুল। দরিয়া জোয়ারে
আলো ফুল ভেসে আসে জ্ঞানের উদ্ভাসে।

এক দুই তিন করে ফুটে ফুল জুঁই
চামেলী বকুল বেলি শোভার সমাপ্তি
ঘটেনা হেথায় যেন।কই মালি কই?
হেথায় পাঠকে মিলে সুখানন্দ প্রাপ্তি।
ওহে গুণী এভাবেই কেটে দিন কাল
আরো চাই আমাদের আলোর সকাল।

ব্লগার আমি তুমি আমরা

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৮ রাত ৮:১৮

কাওসার চৌধুরী বলেছেন: গুণী দুই ব্লগারকে জানাই শুভেচ্ছা।

২১ শে জুন, ২০১৮ রাত ১১:০১

সনেট কবি বলেছেন: কিন্তু কবিতাগুলো কেন যে আরো ভাল হচ্ছেনা!

২| ২১ শে জুন, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: আপনার কর্মই আপনাকে মহান বানাবে।

২১ শে জুন, ২০১৮ রাত ১১:০২

সনেট কবি বলেছেন: জানিনা বেঁচে থাকতে কোন স্বীকৃতি মিলে কিনা। আপনি দীর্ঘকাল পরিশ্রম করে এখন ব্লগারদের ভালবাসা পাচ্ছেন। অনেকের কপালে সেটাও ঝুটেনা।

৩| ২১ শে জুন, ২০১৮ রাত ৯:১০

সিগন্যাস বলেছেন: উনি কম লেখেন

২১ শে জুন, ২০১৮ রাত ১১:০৪

সনেট কবি বলেছেন: তবে তাঁর পোষ্টগুলো ভাল লাগে।

৪| ২১ শে জুন, ২০১৮ রাত ৯:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগার আমি তুমি আমরা - কে অভিনন্দন। আপনাকে কবিতার জন্য ধন্যবাদ।।

২১ শে জুন, ২০১৮ রাত ১১:০৫

সনেট কবি বলেছেন: আর আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৫| ২১ শে জুন, ২০১৮ রাত ৯:৪৩

রোকনুজ্জামান খান বলেছেন: পরিশ্রম সৌভাগ্যের প্রসূতী।
অনেক অনেক অভিনন্দন ।

২১ শে জুন, ২০১৮ রাত ১১:০৬

সনেট কবি বলেছেন: আপনি অনেক পরিশ্রম করেন। এখন সৌভাগ্য কবে নাগাদ ধরাদেয় কে জানে?

৬| ২২ শে জুন, ২০১৮ রাত ১২:২৫

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো একজন পুরানো ব্লগারকে নিয়ে লেখা সনেট।

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

সনেট কবি বলেছেন: তাঁকে নিয়ে লিখতে পারায় আমারো ভাল লেগেছে।

৭| ২২ শে জুন, ২০১৮ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জানিনা বেঁচে থাকতে কোন স্বীকৃতি মিলে কিনা। আপনি দীর্ঘকাল পরিশ্রম করে এখন ব্লগারদের ভালবাসা পাচ্ছেন। অনেকের কপালে সেটাও ঝুটেনা।

যথাসময়ে আপনি মূল্যায়ন পাবেন।

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

সনেট কবি বলেছেন: আশায় থাকলাম। দেখি কি হয়।

৮| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:১০

আমি তুমি আমরা বলেছেন: আমার মত সামান্য ব্লগারকে নিয়েও কেউ পোস্ট দিতে পারে-আমি কখনো ভাবিইনি। সম্মানিতবোধ করছি।

অনেক ধন্যবাদ প্রিয় সনেট কবি। শুভকামনা রইল। :)

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭

সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে লিখতে পারায় আমারো খুব ভাল লেগেছিল। বিষয়টা বোধ হয় আপনার নজরে আসেনি। যাক অনেক পরে হলেও আপনার প্রতিক্রিয়া পেয়ে ভাল লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.