![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
নিবন্ধে চমৎকার গল্পে পরিপাটি
নিপাট রুচির ছাপ পরতে পরতে
লেখাগুলো বেশভাল আনন্দে পড়তে
তারেক মাহমুদের,ছন্দময় কথা।
বিষয় বৈচিত্রে আছে মনভাব খাঁটি
পোষ্টগুলো সুসজ্জিত সুন্দর ছবিতে
মায়াময়!পাঠকেরে পাঠে টেনে নিতে
নেই কোন অহেতুক প্রচেষ্টা অযথা।
তারেকের লেখালেখি ভদ্রতার মনে,
বে-খেয়াল নেই কোন সাজানো কথায়
পুরোটা নৈপূণ্যেভরা শব্দের চয়নে।
পড়ে মন উড়ে যেন বসন্তের বায়
লেখকের লেখাগুলো, নিতান্ত আসল
যেন ওরা মমতায় মায়ের আঁচল।
ব্লগার তারেক মাহমুদ
২৬ শে জুন, ২০১৮ রাত ৯:০৩
সনেট কবি বলেছেন: যথাযথ বলেছেন।
২| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৩৭
কাইকর বলেছেন: সুন্দর কবিতা। তারেক ভাই সবসময় পাশে থেকে উৎসাহ দেয়। তার পোস্ট গুলো অনেক সুন্দর হয় ও সাবলীল। তারেক ভাইয়ের জন্য শুভকামনা।
২৬ শে জুন, ২০১৮ রাত ৯:০৪
সনেট কবি বলেছেন: তাঁকে একজন পরিচ্ছন্ন ব্লগার বলেই মনে হয়।
৩| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আমাদের তারেক ভাই
ভদ্র, অমায়িক, হিরো!
এরপর কি লিখবো??
২৬ শে জুন, ২০১৮ রাত ৯:০৬
সনেট কবি বলেছেন: আরো অনেক কিছু লিখা যায়।
৪| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৪০
কাওসার চৌধুরী বলেছেন: তারেক ভাইকে নিয়ে চমৎকার একটি সনেট। একজন মানুষ হিসাবে তারেক ভাই অসাধারন। পাশাপাশি লেখক হিসাবেও। এমন একজন গুণী মানুষকে নিয়ে সনেট লিখেছন এজন্য ভাল লাগলো।
দু'জনের জন্য শুভ কামনা রইলো।
২৬ শে জুন, ২০১৮ রাত ৯:০৬
সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা।
৫| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তারেক ভাইকে নিয়ে লেখার জন্য সনেট কবিকে আন্তরিক ধন্যবাদ! তারেক ভাইয়ের লেখাগুলো সবসময়ই সুখপাঠ্য হয়। তিনি আরও লিখুন!
২৬ শে জুন, ২০১৮ রাত ৯:০৭
সনেট কবি বলেছেন: আমরাও তাঁর আরো অনেক লেখা চাই।
৬| ২৬ শে জুন, ২০১৮ রাত ৯:১৯
স্রাঞ্জি সে বলেছেন: চমৎকার সনেট।
২৬ শে জুন, ২০১৮ রাত ৯:২২
সনেট কবি বলেছেন: যাকে নিয়ে লিখা হলো তিনিও বেশ চমৎকার।
৭| ২৬ শে জুন, ২০১৮ রাত ৯:৩৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগার তারেক মাহমুদ শুরু থেকেই ভালো করছেন, উনি আরো ভালো করবেন
২৬ শে জুন, ২০১৮ রাত ৯:৩৯
সনেট কবি বলেছেন: আমারো তেমন মনে হয়।
৮| ২৬ শে জুন, ২০১৮ রাত ৯:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্লগার সনেট পিডিয়া হয়ে যাচ্ছে দিনে দিনে
অভিনন্দন কবি
তারেক মাহমুদ ভাইকে নিয়ে সনেটে দারুন সত্য উপস্থাপনে ভাললাগা রইল।
+++
২৬ শে জুন, ২০১৮ রাত ১০:০২
সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি। ব্লগারদের নিয়ে একটা কাব্য গ্রন্থ লেখার ইচ্ছা থেকে লিখে যাচ্ছি। দেখা যাক কতটুকু যেতে পারি।
৯| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! গত কয়েকদিনে আপনার একেরপর এক ব্লগার সনেট দেখে খুঁজে গেছি একজনকে। আজ ওনার দেখা পেলাম। অভিনন্দন তারেকভাইকে। অত্যন্ত রুচিশীল সজ্জন ব্লগার আমার বহুজনের সঙ্গে আমারও প্রিয় তারেক ভাই। সনেটটিও যথার্থই হয়েছে।
ধন্যবাদ প্রিয় কবিকে।
শুভ কামনা প্রিয় দুই শ্রদ্ধেয়র জন্য।
২৬ শে জুন, ২০১৮ রাত ১১:০২
সনেট কবি বলেছেন: তাঁকে নিয়ে লেখার ইচ্ছা আমারো ছিল। যাক অবশেষে ইচ্ছা পূরণ হলো।
১০| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:২১
পবন সরকার বলেছেন: যেমন সনেট ঐরকম ছবি। খুব ভালো লাগল। উভয়কেই শুভেচ্ছা।
২৬ শে জুন, ২০১৮ রাত ১১:০৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১১| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:২৪
তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় সনেট কবি
ব্লগারদের নিয়ে লেখা ধারাবাহিক সনেটে আমাকেও ঠাই দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।সামুতে লেখালেখি শুরু করার পর সবচেয়ে বড় অর্জন ছিল প্রথম পাতায় লেখার সুযোগ পাওয়া, এটা আমার ২য় সেরা অর্জন।
একসময় ফেসবুকে টুকটাক স্টাটাস দিতাম, এজন্য কারো কারো কাছ থেকে যেমন প্রশংসা পেয়েছি আবার কারো কারো কাছ থেকে পেয়েছি কটু কথা এই যেমন -
-আপনার কি খেয়ে দেয়ে কাজ নেই প্রতিদিন এত বিশাল বিশাল স্ট্যাটাস দেন।
আমি বুঝি না আমি স্ট্যাটাস দিয়ে কার পাকা ধানে মই দিয়েছি । তখনই ভাবলাম ফেসবুক লেখালেখির জন্য সঠিক জায়গা নয়। সামু সম্পর্কে জেনেছিলাম ২০১২ সালে। তখন বাংলা টাইপ ভাল জানতাম না, একটা নিক খুলে অনেক কষ্টে ৩টা পোষ্ট দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন অপেক্ষা করেও সেফ না হতে পেরে সামু থেকে বিদায় নিয়েছিলাম। এবার সেফ হওয়ার পর কিযে আনন্দ হয়েছিল বোঝাতে পারবো না।
আমার মত একজন সাধারণ লেখককে আপনার সনেটে স্থান দেওয়ার জন্য ধন্যবাদ। সাথে আমার সবচেয়ে প্রিয় ছবিটি যুক্ত করার জন্য আবারো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৭
সনেট কবি বলেছেন: আপনার লেখাগুলো অনেকের ভাল লাগে।
১২| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:৩৩
তারেক_মাহমুদ বলেছেন: এখানে আমার অনেক প্রিয় ব্লগাররা আমাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন,
@সিগন্যাস বলেছেন: তারেক ভাইয়ের পোষ্টগুলো খুব সুন্দর হয়।
অনেক ধন্যবাদ সিগন্যাস আমার পোষ্টে সবসময় আপনাকে পাই এজন্য আপনাকে আন্তরিক ভালবাসা।
@কাইকর বলেছেন: সুন্দর কবিতা। তারেক ভাই সবসময় পাশে থেকে উৎসাহ দেয়। তার পোস্ট গুলো অনেক সুন্দর হয় ও সাবলীল। তারেক ভাইয়ের জন্য শুভকামনা।
ধন্যবাদ ভাই কাইকর, তোমার লেখা আরো শানিত হোক এবং তোমার ভবিষ্যৎ উজ্জল হোক।
@মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আমাদের তারেক ভাই
ভদ্র, অমায়িক, হিরো!
এরপর কি লিখবো??
নিজাম ভাই সামু ব্লগের হিরোতো আপনি, এসেই একেবারে হইচই ফেলে দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা এবং ভালবাসা।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৩
সনেট কবি বলেছেন: প্রত্যেকে আপনার প্রাপ্য সম্মান প্রদান করেছেন।
১৩| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: @কাওসার চৌধুরী বলেছেন: তারেক ভাইকে নিয়ে চমৎকার একটি সনেট। একজন মানুষ হিসাবে তারেক ভাই অসাধারন। পাশাপাশি লেখক হিসাবেও। এমন একজন গুণী মানুষকে নিয়ে সনেট লিখেছন এজন্য ভাল লাগলো।
দু'জনের জন্য শুভ কামনা রইলো
প্রিয় কাওসার ভাই, সেই প্রথম থেকে আপনার সাথে আমার সখ্যতা। আপনার প্রতিটি পোষ্ট ভাল হয়, সামুতে আপনার আগমন সামুকে আরো সমৃদ্ধ করেছে।
@ সম্রাট ইজ বেস্ট বলেছেন: তারেক ভাইকে নিয়ে লেখার জন্য সনেট কবিকে আন্তরিক ধন্যবাদ! তারেক ভাইয়ের লেখাগুলো সবসময়ই সুখপাঠ্য হয়। তিনি আরও লিখুন
প্রিয় সম্রাট ভাই আপনার মত একজন প্রিয় লেখকের কাছ থেকে এমন উৎসাহব্যঞ্জক উক্তি পাওয়া ভাগ্যের ব্যাপার।
@স্রাঞ্জি সে বলেছেন: চমৎকার সনেট
ভাই স্রাঞ্জি সে আপনার এই নিকটি নতুন হলেও আমার সব পোষ্টই আপনি মনোযোগ দিয়ে পড়ে সেজন্য আন্তরিক মোবারক বাদ।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৫
সনেট কবি বলেছেন: আপনার প্রতি ব্লগারদের আন্তরিকতা অনুভব করতে পারলাম্
১৪| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: চাঁদগাজী বলেছেন:
ব্লগার তারেক মাহমুদ শুরু থেকেই ভালো করছেন, উনি আরো ভালো করবে
আমাদের সবার প্রিয় চাঁদগাজী ভাই কেউ কেউ উনাকে ভুল বোঝেন, উনি যেমন সবাইকে উৎসাহিত করেন, আবার ভুল ধরিয়ে দিতেও ছাড়েন না। সামু ব্লগে গাজী ভাই না থাকলে এই ব্লগটি পানসে যেতো। গাজী ভাইয়ের জন্য অনেক দোয়া এবং শুভেচ্ছা।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৬
সনেট কবি বলেছেন: জনাব চাঁদগাজী আপনার সম্পর্কে এবং আপনি তাঁর সম্পর্কে যথাযত কথা বলেছেন।
১৫| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: @বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্লগার সনেট পিডিয়া হয়ে যাচ্ছে দিনে দিনে
অভিনন্দন কবি
তারেক মাহমুদ ভাইকে নিয়ে সনেটে দারুন সত্য উপস্থাপনে ভাললাগা রইল।
প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই, সেফ হওয়ার আমার প্রথম পোষ্টে আপনার একটি চমৎকার মন্তব্য ছিল, সেই থেকে আপনার সাথে আমার পরিচয়। আপনার সব লেখাই খুবই মনোযোগ দিয়ে পড়ি আপনাকে আন্তরিক ধন্যবাদ।
@পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! গত কয়েকদিনে আপনার একেরপর এক ব্লগার সনেট দেখে খুঁজে গেছি একজনকে। আজ ওনার দেখা পেলাম। অভিনন্দন তারেকভাইকে। অত্যন্ত রুচিশীল সজ্জন ব্লগার আমার বহুজনের সঙ্গে আমারও প্রিয় তারেক ভাই। সনেটটিও যথার্থই হয়েছে।
ধন্যবাদ প্রিয় কবিকে।
শুভ কামনা প্রিয় দুই শ্রদ্ধেয়র জন্য
পদাতিক সামুতে আমার প্রিয় মানুষদের একজন। উনার প্রতিটি লেখায় রয়েছে যত্নের ছাপ। এই প্রিয় মানুষটি জন্য অনেক শুভকামনা এবং ভালবাসা।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৮
সনেট কবি বলেছেন: আপনার প্রতি সবার আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি।
১৬| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: আমার প্রিয় তারেক ভাই কে নিয়ে লিখেছেন তার জন্য চাচা আপনাকে ধন্যবাদ।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৮
সনেট কবি বলেছেন: তিনি মনে হয় সবার প্রিয়।
১৭| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ব্লগার তারেক মাহমুদ ভাইয়ার জন্য শুভ কামনা রইলো।
ওনাকে নিয়ে সনেটও ভালো লিখেছেন প্রিয় সনেট কবি ভাই।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১৮| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তারেক ভাইয়ের অনেক লেখাই ভাল লাগে।
প্রথম থেকেই তার সাথে পরিচয় আছে।
সুন্দর হোক পথচলা।
দুজনের জন্যই শুভেচ্ছা।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১৯| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৭
কাছের-মানুষ বলেছেন: ব্লগার তারেক মাহমুদ অসাধারন একজন মানুষ আমার মতে। ব্লগিং এ তিনি ভাল করবেন।
আপনার কবিতার জন্য ধন্যবাদ চৌধুরী সাহেব।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৮
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
২০| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
নতুন নকিব বলেছেন:
তারেক মাহমুদ খুবই ভাল মনের ব্লগার। তাকে নিয়ে লেখায় ধন্যবাদ। সনেট কবি এবং তার জন্য শুভকামনা।
২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২১| ২৭ শে জুন, ২০১৮ রাত ৮:৫৩
মামুন ইসলাম বলেছেন: চমৎকার।
২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৩৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
২২| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
আপনাকে ও ব্লগার তারেক মাহমুদ দুজনকেই অভিনন্দন ।
২৮ শে জুন, ২০১৮ রাত ১২:২১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৩০
সিগন্যাস বলেছেন: তারেক ভাইয়ের পোষ্টগুলো খুব সুন্দর হয়