নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার সামু পাগলা

২৮ শে জুন, ২০১৮ রাত ১২:১৬



(এক)

পাগলা আবেগী অর্থে লিঙ্গভেদে নয়
সে অর্থে সামু পাগলা। নারী মালকিন
যে ব্লগ বাড়ী চালায়। যেথায় স্বাধীন
আড্ডা ঘর আছে এক, অনন্য সুন্দর।
সামু পাগলার ব্লগে মন পড়ে রয়;
আড্ডা ঘরে আড্ডা জমে।সুখের জমিন
সাজানো বাগান ঘেরা সে ঘরে আসিন
ব্লগারদের রয়েছে, সুভদ্র অন্তর।

একে একে আসে যায় কথা বলে বসে
মনভার কমানোর প্রচেষ্টা উত্তম
দুঃখগুলো মন থেকে একে একে খসে।
বিভিন্ন জনের মন বিভিন্ন রকম
বিচিত্র বৈচিত্রে ফুটে আড্ডা শতদল
বুলায় সুখের ছোঁয়া দারুণ কোমল।

(দুই)

ব্লগার সামু পাগলা আবেগী মনের
বাঙ্গালী ললনা এক। একসাথে ডাকে
সামুর ব্লগারদের। জীবনের বাঁকে
তারা আসে আড্ডাদিতে সকল প্রহরে।
ব্লগবাড়ী আড্ডা ঘর আপন জনের
প্রাণের স্পন্দন যেন।নিজমনে আঁকে
তারা কথা চিত্ররূপ।অন্তরেতে থাকে
সুখানুভূতি অনেক, যেন পুস্প ঝরে।

আড্ডা ঘর দরজার কপাটটা খোলা
থাকে সারাবেলা হেথা। তারা কতজন
নিরিবিলি আসে আর বসে খায়দোলা।
আনন্দে আবদ্ধ থেকে সকলের মন
পাগলা সবাই হয় আবেগ বেলায়
আন্তরিক আড্ডা দিয়ে মিলন মেলায়।



ব্লগার সামু পাগলা ০০৭

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৮ রাত ১:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: সামু পাগলা চমৎকার একজন ব্লগার তাকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ প্রিয় সনেট কবি।

২৮ শে জুন, ২০১৮ সকাল ৭:৪১

সনেট কবি বলেছেন: তার আড্ডাঘর আমার নিকট চমৎকার উদ্ভাবন বলে মনে হয়।

২| ২৮ শে জুন, ২০১৮ রাত ২:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো কাজ করছেন স্যার। ধন্যবাদ সময়অনুযায়ী পোস্টটি প্রয়োজন ছিল।

২৮ শে জুন, ২০১৮ সকাল ৭:৪১

সনেট কবি বলেছেন: কিন্তু কবিতাটি কেমন হলো?

৩| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৮:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় কবি ভাই। একজন কানাডিয়ান হিসাবে আমরা সামুপাগলা আপুর জন্য ঘরে বসেও তুষার দেশের কথা জানতে পারছি।। অত্যন্ত সুন্দর ভাবে উনি বিষয়টা উপস্থাপন করেন। কমেন্টের মাধ্যমেই দেখেছি বেশ রসিকও বটে আমাদের আপুমনি। আজকের বিষয় উনি হওয়ায় জানাই অভিনন্দন। দুটি সনেটই সুন্দর হয়েছে। সেই সঙ্গে আপনার প্রচেষ্টাকেও জানাই কুর্নিশ ।


অনেক অনেক শুভ কামনা আপনাদের দুজনকেই।

২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:৩২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই।

৪| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামু পাগলার স্ক্রু একটু ঢিলা। তারপরেও সে দুই বছর ধরে আরও শতাধিক স্ক্রু ঢিলাকে সামাল দিয়ে চলেছে। কী আজিব, তাই না? তাকে নিয়ে কবিতা লিখে আপনি একটা ভালো কাজ করেছেন সনেট কবি। আপনাকে ধন্যবাদ।

২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৩

সনেট কবি বলেছেন: দারুন মন্তব্য। আর তাঁর ঘোষণা মতে আপনি হলেন আড্ডা ঘরের প্রধান।

৫| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আর তাঁর ঘোষণা মতে আপনি হলেন আড্ডা ঘরের প্রধান।


আরে না ভাই, কিসের প্রধান? বললাম না, সামু পাগলার স্ক্রু ঢিলা। কখন কী ঘোষণা দেয়, তার মাথা মুণ্ডু নাই। =p~

২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৪

সনেট কবি বলেছেন: আমিও আড্ডা ঘর নিরিক্ষা করে এসেছি। তাতে তাঁর ঘোষণা সঠিক বলেই মনে হল। তা ঐ স্ক্রু ঢিলাদের প্রধানের মতই কথা বলতে গিয়ে আবার এমন বলছেননাতো?

৬| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৭| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: সামু পাগলার জন্য শুভ কামনা রইলো।


২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৮| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

নাজিম সৌরভ বলেছেন: দারুণ ! সনেট কবিও সামুপাগলার ভক্ত ।
আচ্ছা উনার আসল নামটা কি কেউ জানেন ? কবি সাহেব উনাকে নিয়ে মনমাতানো সনেট লিখেছেন । আপনি জানেন এই আপুর আসল নাম কি ?

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সনেট কবি বলেছেন: সেটা জানা যায়নি।

৯| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০২

নাজিম সৌরভ বলেছেন: =p~
কি আশ্চর্য ! নামই যার জানেন না, তাকে নিয়ে এতো আবেগঘন কবিতা !
কবিতায় একবারও তাঁর নামটা উল্লেখ করতে না পারলে কবিতার কি সার্থকতা থাকে কবি ভাই ?
সে যাক, সুন্দর হয়েছে কবিতা । ২ নং কবিতাটা বেশি সুন্দর !
আমার মনে হয় দ্বিতীয় কবিতার নাম রাখা উচিৎ "আড্ডাঘরের মডারেটর" ! B-)

২৮ শে জুন, ২০১৮ রাত ৯:০০

সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্য।

১০| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: আবেগী মনের বাঙ্গালী ললনা! হাহা, বেশ বলেছেন তো! আসলেই আমি তাই।
আপনি একেক ব্লগারকে নিয়ে কবিতা লেখেন। দেখলে হয়ত মনে হয় কয়েকটি লাইন, কিন্তু তা লিখতে আপনাকে সেই ব্লগারের ব্যাপারে অনেককিছু জানতে হয়, পড়তে হয়। ব্যস্ত জীবন থেকে সময় বের করে এই আন্তরিক কাজটি করার জন্যে আপনাকে কৃতজ্ঞতা জানাই।

আড্ডাঘরকে নিয়ে খুব সুন্দর কিছু লাইন লিখেছেন। আড্ডাঘরের অংশটুকু আড্ডাঘরে শেয়ার করে আসতে পারেন। জন্মদিনে বেশ ভালো একটা উপহার পাবে আড্ডাঘর ও আড্ডাবাসী। :)

ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।

২৮ শে জুন, ২০১৮ রাত ১১:১৫

সনেট কবি বলেছেন: আড্ডা ঘর নিয়ে একটা সনেট লিখব ভাবছি। আর আড্ডা ঘরতো এক দিনের মামলা নয় সেজন্য সময় নিচ্ছি।

১১| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: চমৎকার শব্দটি আমার জন্যে ব্যবহার করায় অনেক ধন্যবাদ তারেক_মাহমুদ!

আমাকে নিয়ে এতসব সুন্দর কথার মালা গাঁথার জন্যে ধন্যবাদ পদাতিক চৌধুরি!

হেনাভাই, হাহাহা! আপনার মতো হিউমারাস, স্ক্রু ঢিলা মানুষ ;) আমি আর কোথাও দেখিনি, দেখবনা সেটাও শিওর! আপনি বেস্ট! :)

শাহরিয়ার কবীর আপনার জন্যেও রইল শুভকামনা।

নাজিম সৌরভ আমার ব্লগীয় নাম সামুপাগলা, ব্লগের কেউ আমাকে নিয়ে কবিতা লিখলে সেটুকু জানাইতো যথেষ্ট, নয়? :) অনেক শুভেচ্ছা রইল।

২৮ শে জুন, ২০১৮ রাত ১১:১৬

সনেট কবি বলেছেন: আপনার বিষয়ে ব্লগারদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

১২| ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:২৩

অচেনা হৃদি বলেছেন: ভালোলাগার মত একজন মানুষকে নিয়ে সনেট লিখেছেন । ধন্যবাদ সনেটকবি ।

২৮ শে জুন, ২০১৮ রাত ১১:২৫

সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:০৮

ভ্রমরের ডানা বলেছেন:
অসাধারণ!

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:১১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১৪| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: আড্ডা ঘর নিয়ে একটা সনেট লিখব ভাবছি। আর আড্ডা ঘরতো এক দিনের মামলা নয় সেজন্য সময় নিচ্ছি।
রিয়েলি? আমি খুবই খুশি হলাম জেনে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। অপেক্ষায় রইলাম.....

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:১২

সনেট কবি বলেছেন: দেখি কবে নাগাদ কি করতে পারি।

১৫| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: হৃদি আপু থ্যাংকস, আপনিও আমার পছন্দের মানুষ। :)

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:১৩

সনেট কবি বলেছেন: কিন্তু হৃদির প্রপিক আমার খুব অপছন্দ। জোকার মনে হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.