নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জুন

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৩



ব্লগার জুন দেখেন সুন্দর প্রকৃতি,
বৈচিত্রময় স্থাপনা, মনমুগ্ধকর
মানব জীবনে শিল্প। তাঁর সহচর
দু’নয়ন দেখে সব নিকটে দাঁড়িয়ে।
পৃথিবীর স্থানে স্থানে চলমান রীতি
কাছে থেকে দেখে সব স্মৃতির মর্মর
প্রাসাদে ওসব রেখে প্রতিটি প্রহর
ছবিতে ফুটিয়ে তিনি দেন যে ছড়িয়ে।

জুনের সকল কীর্তি অভিনব সব
বিমুগ্ধ দর্শক দেখে প্রকাশে উচ্ছাস।
নিখাঁদ মনন তাঁর করে অনুভব
সঞ্চারে তাদের মনে গভীর উল্লাস।
এভাবে সমগ্র বিশ্বে দৃষ্টি শোভা তলে
স্রষ্টা ও মানব সৃষ্টি কত কথা বলে।


ব্লগার জুন

সনেট কাব্যে সামু ব্লগার

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগার জুন আমাদেরকে পুর্ব এশিয়া সম্পর্কে অনেক দরকারী তথ্য দিয়েছেন, ভালো

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সনেট কবি বলেছেন: তাঁর ব্লগকে এ সংক্রান্ত পাঠশালা বলা চলে।

২| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

কাবিল বলেছেন: ব্লগার জুন এর জন্য শুভ কামনা।

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সনেট কবি বলেছেন: তিনি আমাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন।

৩| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

কাওসার চৌধুরী বলেছেন: উনি আমার খুব প্রিয় একজন গুণী ব্লগার। উনার যতগুলো পোস্ট পড়েছি বেশ ভাল লেগেছে। আপনি গুণী এই আপুকে নিয়ে সনেট লেখেছেন এজন্য ধন্যবাদ। আপনারা দু'জনের জন্য অনেক শুভ কামনা রইলো।

সনেটে লাইক দিলাম।

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সনেট কবি বলেছেন: তাঁর গুণের কাছে আমরা ঋণী।

৪| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: তিনি আমাদের ব্লগের ইবনে বতুতা, আমি ওনার ভক্ত। সনেট কবির জন্য শুভ কামনা।

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সনেট কবি বলেছেন: আপনিও কম নন। আর আপনাকে নিয়ে আমি বহু আগেই সনেট লিখে পোষ্ট দিয়েছিলাম।

৫| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

Sujon Mahmud বলেছেন: নান্দনিক সৃষ্টি...

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ।

৬| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০০

জুন বলেছেন: আমাকে নিয়েও সনেট ! অনেক প্রীত হোলাম সনেট কবি । শুভকামনা জানবেন ।
চতুর্দশপদী কবিতায় লেখা মাইকেলের মেঘনাদ বধ আমার প্রিয় কাব্য।

২৮ শে জুন, ২০১৮ রাত ৮:১৪

সনেট কবি বলেছেন: শুভেচ্ছা নিরন্তর জনাবা।

৭| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমাকে নিয়ে লেখাটা মনে হয় দেখিনি, লিঙ্ক দিতে পারেন ফরিদ ভাই?

২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০৬

সনেট কবি বলেছেন: ব্লগার সাদা মনের মানুষ

৮| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন দারুন!

জুনাপু নিয়ে সনেট!

সবচে মজা খেয়াল করুন কবি- উনাকে নিয়ে সনেটের উপরেই উনারই লেখা! :)
হা হাহা

+++++++++

২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৪৯

সনেট কবি বলেছেন: দেখলাম এবং মজা পেলাম। আবার আমার পোষ্টে ব্লগার জুন এর নীচে ২৮ জুন। হঠাৎ ভাবলাম জুনতো শেষ হয়ে যাচ্ছে, তাই তাঁকে নিয়ে লিখতে বসে গেলাম।

৯| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: ব্লগার জুনের জন্য অনেক শুভ কামনা।

২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৩৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ।

১০| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

জুন আপু অত‍্যন্ত জনপ্রিয় একজন ব্লগার। তাঁকে নিয়ে লেখা কবিতায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকেই শুভেচ্ছা ও অভিনন্দন।

২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৫৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১১| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৫৯

সিগন্যাস বলেছেন: উনার কাছে আমরা ঋণী।বহুজিনিস জেনেছি উনার ব্লগগুলো থেকে।আপনার সনেট দারুণ হয়েছে।

২৮ শে জুন, ২০১৮ রাত ৯:০১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

১২| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:৫৭

শামচুল হক বলেছেন: ভ্রমণে জুন আপার তুলনা নাই। দুইজনকেই শুভেচ্ছা।

২৮ শে জুন, ২০১৮ রাত ৯:৫৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

১৩| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: একজন রুচিশীল ব্লগার। পোষ্টগুলিতে অত্যন্ত ভাবনাচিন্তার ছাপ থাকে। ওনার নামে পোষ্ট, অনেক অভিনন্দন। আর এমন কৃত্তির জন্য ধন্যবাদ প্রিয় কবিকে।

দুজনকে অনেক শুভেচ্ছা।

২৮ শে জুন, ২০১৮ রাত ১১:২০

সনেট কবি বলেছেন: তাঁর পোষ্টগুলো বেশ চমৎকার হয়।

১৪| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
জুন আপুর জন্য শুভ কামনা রইলো।



২৮ শে জুন, ২০১৮ রাত ১১:২১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ কবি।

১৫| ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:০০

অর্ক বলেছেন: সফেদ মনের মানুষ জুন আপু। উভয়ের জন্যে আন্তরিক শুভকামনা।

২৮ শে জুন, ২০১৮ রাত ১১:২২

সনেট কবি বলেছেন: তাঁর মনটা মনে হয় নিখাদ সাদা।

১৬| ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:০৮

নাজিম সৌরভ বলেছেন: আমি ব্লগে যত আপুকে পেয়েছি তাদের মাঝে জুন আপু শুভ্রতর মনের অধিকারী । সনেট রচয়িতা এবং জুন আপু উভয়ের জন্য ভালোবাসা রইল ।

২৮ শে জুন, ২০১৮ রাত ১১:২৩

সনেট কবি বলেছেন: তাঁর বিষয়ে সবার মনভাব এক রকম পজেটিভ।

১৭| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৪৭

সৈয়দ ইসলাম বলেছেন: জুন আপুর পেঁচার পোস্ট কেমন লাগলো!
পেঁচার মত না! ;)

২৯ শে জুন, ২০১৮ সকাল ৮:০১

সনেট কবি বলেছেন: সেটাও বেশ।

১৮| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: একজন গুণী এবং জনপ্রিয় ব্লগারকে নিয়ে সনেট রচনার জন্য ধন্যবাদ। সনেটের কথাগুলো ভাল হয়েছে। + +
তবে উনি তো একজন প্রচারবিমুখ মানুষ। নিজেকে নিয়ে রচিত সনেট পড়ে তিনি কিছুটা অস্বস্তিও বোধ করবেন হয়তো বা।
আপনাদের উভয়ের জন্য শুভেচ্ছা রইলো।

২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৫

সনেট কবি বলেছেন: উপরে অবশ্য তাঁর মন্তব্য রয়েছে শ্রদ্ধেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.