নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার শামচুল হক

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:১৩



মজাদার গল্পকার শামচুল হক
মনভার কমে যার কথামালা পড়ে
নিমিশে কষ্টের রাশি যায় যেন উড়ে
সে কথার পক্ষ বয়ে বহুদূর পথ।
শুভ্রতায় কথা দল করে চক চক
নীতি ঘায়ে অনাচার যায় খসে পড়ে
অথবা হারায় মন্দ সুনীতির ঝড়ে
কথাকল্পে সততার রয়েছে শপথ।

আনমনে দেখে যাই এক এক করে
লেখক যতন করে সাজালেন সব
যেনকি সকল আছে গভীর আদরে।
লেখকের কারুকাজ করে অনুভব
প্রীত হয় পাঠকেরা পাঠে নিত্যদিন
এখানে কথার শিল্প নিতান্ত স্বাধীন।


ব্লগার শামচুল হক

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার!

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:২৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

২| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৪২

অর্থনীতিবিদ বলেছেন: চমৎকার একজন ব্লগারকে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন আমাদের সবার প্রিয় সনেট কবি।

২৯ শে জুন, ২০১৮ সকাল ৭:৫৯

সনেট কবি বলেছেন: অনেক দিন থেকেই ভাবছিলাম তাঁকে নিয়ে একটা সনেট লিখব। অবশেষে লিখতে পারলাম বলে ভাল লাগছে।

৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৪৪

সৈয়দ ইসলাম বলেছেন: ব্লগার গল্পকার শামচুল হক তো এখন ধন্য। এমন সৌভাগ্য সত্যি অসাধারণ।

ফরিদ ভাইয়ের এমন সনেটগুলো ব্লগারদের সবসময় উৎসাহিত করছে।
শুভকামনা।

২৯ শে জুন, ২০১৮ সকাল ৮:০৫

সনেট কবি বলেছেন: আমাদের সাহিত্যিকগণের অনেকে তাঁদের কাজের বিনিময়ে কিছুই পান না। অন্তত তাঁদের কাজটা কেমন হলো সেটা বলে আমরা তাঁদেরকে একটু আনন্দ দিতে পারি।

৪| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৫১

চঞ্চল হরিণী বলেছেন: "এখানে কথার শিল্প নিতান্ত স্বাধীন"- লাইনটা খুব ভালো লাগলো ভাই। ব্লগারদের নিয়ে লেখা আপনার সমস্ত সনেট আর্কাইভ করা দরকার বলে অনুভব করছি। যেন কাব্যে কাব্যে ব্লগারদের পরিচয় সংরক্ষিত থাকবে সামুর তথ্য ভাণ্ডারে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শুভকামনা।

২৯ শে জুন, ২০১৮ সকাল ৮:০৬

সনেট কবি বলেছেন: তাঁরা আপনার কথা শুনলে বেশ হয়।

৫| ২৯ শে জুন, ২০১৮ রাত ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

শামচুল হক ভালো লিখেন ।

২৯ শে জুন, ২০১৮ সকাল ৮:১০

সনেট কবি বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।

৬| ২৯ শে জুন, ২০১৮ রাত ১:৫২

শামচুল হক বলেছেন: সনেট কবি আমাকে নিয়ে সনেট লিখবে এটা আমি কল্পনাই করতে পারি নাই। আমি গল্প লেখার চেষ্টা করি বটে কিন্তু এখনও গল্পকার হয়ে উঠতে পারিনি। তারপরেও আমাকে নিয়ে সনেট লেখায় উৎসাহবোধ করছি। আপনার সনেটের হাত আরো সমৃদ্ধ হোক এবং কবিতা বিশ্বময় ছড়িয়ে পড়ুক এই কামনা করি।

২৯ শে জুন, ২০১৮ সকাল ৮:১২

সনেট কবি বলেছেন: আমি বিশ্ব দরবারে বাংলাসাহিত্যের মুখ উজ্জ্বল করতে চাই। আমার ইচ্ছার বাস্তবায়ক আল্লাহ।

৭| ২৯ শে জুন, ২০১৮ রাত ২:৫০

কাওসার চৌধুরী বলেছেন: সামচুল ভাই আমার প্রিয় একজন ব্লগার। একজন খুব ভাল মানুষও। উনাকে নিয়ে চমৎকার সনেট লেখায় খুশি হলাম। আর শামচুল ভাইয়ের গল্পগুলো চমৎকার।

২৯ শে জুন, ২০১৮ সকাল ৮:১৫

সনেট কবি বলেছেন: বাস্তবিক তিনি চমৎকার গল্প লিখেন।

৮| ২৯ শে জুন, ২০১৮ ভোর ৬:৫৫

সিগন্যাস বলেছেন: চমৎকার একজন গল্পকার কে নিয়ে লেখা সনেটটাও চমৎকার হয়েছে।শামচুল ভাই কম লেখলেও ভাল লেখেন

২৯ শে জুন, ২০১৮ সকাল ৮:১৫

সনেট কবি বলেছেন: তিনি ভালটাই উপস্থাপন করার চেষ্টা করেন।

৯| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৭:১০

কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর সনেট। আপনার সনেট পড়েই আবার পড়তে হলো শামচুল হকের পোস্ট। শুভ কামনা।

২৯ শে জুন, ২০১৮ সকাল ৮:১৭

সনেট কবি বলেছেন: নিজ নিজ অবস্থান থেকে আমরা প্রত্যেকেই ভাল কিছু করার চেষ্টা করছি। যদিও অনেকের ক্ষেত্রে সাফল্য অধরা থাকে।

১০| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৭:১১

চাঁদগাজী বলেছেন:


শামচুল হকের আগামী গল্প, " স্বপ্নে চাঁদের বুড়ির বাড়ীতে ঈদ উৎযাপন"

২৯ শে জুন, ২০১৮ সকাল ৮:১৮

সনেট কবি বলেছেন: এমন হলে মন্দ হয়না।

১১| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫২

শামচুল হক বলেছেন: চাঁদগাজী ভাই আপনি যখন বলেছেন স্বপ্নে চাঁদের বুড়ির বাড়ীতে ঈদ উৎযাপন করতে তখন আপনার আশা পুরণ করার চেষ্টা করবো।

২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:২৭

সনেট কবি বলেছেন: সেটা হবে রূপকথার গল্প।

১২| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রিয় শামচুল হক ভাইয়ের জন্য শুভ কামনা রইলো।

২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:২৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: শামচুল হক এর লেখা আমিম্পড়েছি। ভালো লিখেন।
তাকে নিয়ে আপনি লিখেছেন বলে আপনাকে ধন্যবাদ চাচাজ্বী।

২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:২৮

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

১৪| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:০০

শামচুল হক বলেছেন: সনেট কবি ভাই রুপ কথায় নয় কল্পনায় লিখে যাবো।

২৯ শে জুন, ২০১৮ রাত ৯:০৯

সনেট কবি বলেছেন: যাক পাঠের অপেক্ষায় থাকলাম।

১৫| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একজন একনিষ্ঠ ব্লগার বন্ধুকে নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ ভাই সনেট কবি।

২৯ শে জুন, ২০১৮ রাত ৯:১০

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় গল্পকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.