নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার সৈয়দ ইসলাম

২৯ শে জুন, ২০১৮ রাত ৯:০৪



সৈয়দ ইসলাম কি সুতীক্ষ্ম দৃষ্টিতে
দেখেন সমাজ দেহে পিশাচী বিপাকে
স্থান পাওয়া রুগ্নতা।জীবনের বাঁকে
বিরাজিত ধোঁয়াশার দৃষ্টি অন্তরালে।
মানুষের বিবেকের চেতনা সৃষ্টিতে
অবিরত প্রচেষ্টায় ন্যায়ের পোশাকে
তাদের সাজাতে চির, প্রচেষ্টায় থাকে
তাঁর মন, সর্বদায় অলক্ষে আড়ালে।

উল্টা-পাল্টা কি রকম মানুষের কাজ
স্ববিরোধী, বিরক্তির শেষ প্রান্তে সব
অবস্থান করে থাকে, দেখা যায় আজ।
এসব গভীর ভাবে করে অনুভব
সৈয়দ সাহেব সদা ছড়ান সুবাস,
সত্যসাথে যেন সবে করে বসবাস।


ব্লগার সৈয়দ ইসলাম

মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।

''সারাদিন কি কড়া রোদ! চামড়া পুড়ে যায়- এমন অবস্থা! ঘামে শার্ট ভিজে যায়। এখন বর্ষা কাল কিন্তু বৃষ্টি নেই। দিন-দিন প্রকৃতি বড় নিষ্ঠুর হয়ে যাচ্ছে।''

২৯ শে জুন, ২০১৮ রাত ৯:১৭

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা।

২| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:১৭

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে জুন, ২০১৮ রাত ৯:১৯

সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার।

৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৩৯

সৈয়দ তাজুল বলেছেন: বাহ বাহ, সৈয়দ ইসলাম ভাই তো সৌভাগ্যবান ব্লগারদের তালিকাভুক্ত হয়ে গেলেন।
এমন সনেট কবিতাগুলো আশাকরি সবাইকে উৎসাহিত করবে।

২৯ শে জুন, ২০১৮ রাত ১১:২১

সনেট কবি বলেছেন: অনেক দিন থেকে আপনাকে নিখোঁজ মনে হলো।

৪| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: সৈয়দ ইসলাম ভাই একজন জনপ্রিয় ব্লগার । আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ । ওনাকে জানাই অভিনন্দন। আর কবিকে জানাই ধন্যবাদ।

দুজনের জন্য রইল আমার অন্তরের শুভেচ্চা।

৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:১০

সনেট কবি বলেছেন: আর আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৫| ৩০ শে জুন, ২০১৮ ভোর ৫:৩০

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: আল্লাহ আপনাররা দু'জনকে উজালা করুন।

৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:১০

সনেট কবি বলেছেন: আমিন।

৬| ৩০ শে জুন, ২০১৮ ভোর ৫:৩৪

চিন্তক মাস্টারদা বলেছেন: আপনার সনেটে উনার আগমন, উভয়টাই আনন্দক্র বিষয়।
শুভকামনা উভয়ের জন্য।

৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:১১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ মাস্টার দা।

৭| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:০৪

সৈয়দ ইসলাম বলেছেন: প্রিয় ফরিদ ভাই,
আসলে আপনাকে সনেট কবি নামে ডাকতেই ভালো লাগে। আমাকে নিয়ে লেখা আপনার এই সনেটটি আমায় সত্যি মুগ্ধ করলো। তবে যেমনটা বলেছেন আদৌ আমি তেমন কিনা সে ব্যাপারে বিল্কুল সন্দেহ রয়েছে।
এই ব্লগটি আমার নতুন নিকে ব্যবহৃত ব্লগ। আমার নিজের নামে ব্যবহৃত অনেক বছর পূর্বের পুরাতন ব্লগ থাকলেও সেখানে সবকিছু বলতে পারতাম না; নিরাপত্তাহীনতার ভয়ে। বিভিন্ন আন্দোলনের সময় তেমন কিছু বলতে পারতাম না। শাহবাগ আন্দোলনের সময়ও কেবল চুপ থাকতে হয়েছে। এই নতুন নিক দিয়ে লেখতে গিয়েও একবার ব্যান খেতে হয়েছে; আলহামদুলিল্লাহ সামু মোডারেট নিজেদের পরিবারের সদস্য চিনতে ভুল করেননি। কিছুদিন পরই ব্যান তুলে নেন। যখনই সময় পাই, চলে আসি ভালবাসার টানে সামুর কাছে; যেভাবে অন্যান্য ব্লগারেরা আসেন।

৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:১২

সনেট কবি বলেছেন: আপনার ব্যাপারেতো বলবে অন্যরা।

৮| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:১২

সৈয়দ ইসলাম বলেছেন: ব্লগারদের নিয়ে আপনার এমন নির্মল প্রচেষ্টার প্রতিদান কেবল আল্লাহই ভাল দিতে পারবেন। আমাকে নিয়ে লেখা আপনার এই সনেট ও সুন্দর মনোভাবের জন্য যে ধন্যবাদ দেব সেটারও যোগ্যতা, ক্ষমতা কোনটাই আমার মধ্যে নেই। তবে দু'আ করে যাব আপনার জন্য। যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আপনার বাকি জীবনকে দ্বীনি পরিবেশে শান্তির সাথে অতিবাহিত করান এবং আপনাকে সহ আপনার পরিবারের সবাইকে দান করেন জান্নাতের সু'উচ্চ মর্যাদা।

৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:১৩

সনেট কবি বলেছেন: আমিন।

৯| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:২১

সৈয়দ ইসলাম বলেছেন: আপনিসহ পরিবারের সবাই কেমন আছেন! সেটা যে জানা হলো না!! :)

৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:২৩

সনেট কবি বলেছেন: আলহামদুলিল্লাহ। কোন রকম চলে যাচ্ছে।

১০| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৩

সংগ্রামী_জীবন বলেছেন: খুব সুন্দর সনেট তো!
একরাশ ভালোলাগা দু'জনকে।

৩০ শে জুন, ২০১৮ রাত ৯:৫০

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

১১| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৬

সৈয়দ নূরুল ইসলাম বলেছেন: উনি দেখছি আমারই বংশী।

আপনার সনেটগুলো যে কাউকেই উৎসাহিত করবে।

৩০ শে জুন, ২০১৮ রাত ৯:৫১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

১২| ৩০ শে জুন, ২০১৮ রাত ৮:৪৬

বৃষ্টি বিন্দু বলেছেন: সৈয়দ সাহেব আর আমার প্রিয় সনেট কবি দুজনের জন্য রইলো শুভ কামনা...

৩০ শে জুন, ২০১৮ রাত ৯:৫২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

১৩| ৩০ শে জুন, ২০১৮ রাত ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৫১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.