| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সনেট কবি
	রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
 
বিশ্বকাপে বিশ্ব কাঁপে বলের কপালে
সক্কলের লাথি ঝুটে, মানুষেরা হাসে
দাঁত দেখিয়ে গোলের ব্যাপক উল্লাসে
নিরন্ত দুলিয়ে দেহ, আনন্দ দোলায়।
রোনালদো নেইমার ম্যারাডোনা পেলে
সুয়ারেজ মেসিদের নাম ভেসে আসে
বিশ্বকাপ শুরু হলে। খেলার বাতাসে
জয়ের কামনা মনে শুধু উপচায়।
খেলা শেষে উল্টা চিত্র আনন্দ-বেদনা,
হেরেগেলে চেপেবসে বেদনার ভার
অন্তর জ্বালায় মনে পায়না সান্ত্বনা;
জিতেগেলে উড়োমনে আনন্দ সম্ভার
মেঘমালা হয়ে যেন দৃষ্টিতলে উড়ে
বিস্তারে প্রশান্তি সারা দেহ-মন জুড়ে।
 
৩০ শে জুন, ২০১৮  রাত ১০:০০
সনেট কবি বলেছেন: কি আর করব দুঃখ করে।
২| 
৩০ শে জুন, ২০১৮  রাত ১০:১৩
চাঁদগাজী বলেছেন: 
আগামী বিশ্বকাপের জন্য আমাদের দরকার ৪০০ ছেলে
 
৩০ শে জুন, ২০১৮  রাত ১১:৪৭
সনেট কবি বলেছেন: কাপের কথা ভেবে আমাদের আর লাভ কি?
৩| 
৩০ শে জুন, ২০১৮  রাত ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: খেলায় হারজিৎ থাকবেই। শ্রেয়তর দল জিতে যাবে ।
 
৩০ শে জুন, ২০১৮  রাত ১১:৪৯
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন। সক্ষমতা না থাকলে সমর্থন জয় এনেদিতে পারেনা।
৪| 
৩০ শে জুন, ২০১৮  রাত ১০:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভালো লাগল।
 
৩০ শে জুন, ২০১৮  রাত ১১:৪৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৫| 
৩০ শে জুন, ২০১৮  রাত ১১:৩০
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ বাহ ! বিশ্বকাপ নিয়ে সনেট। অতীব চমৎকার। ভালো লাগলো প্রতিটি লাইন।
 
৩০ শে জুন, ২০১৮  রাত ১১:৫০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৬| 
০১ লা জুলাই, ২০১৮  রাত ১২:০৭
মেটাফেজ বলেছেন: আর কি কি নিয়া শনেট লেখা বাকি আছে?
 
০১ লা জুলাই, ২০১৮  সকাল ৯:০০
সনেট কবি বলেছেন: তেলাপোকা ও মেটাফেজ
৭| 
০১ লা জুলাই, ২০১৮  রাত ১২:১৭
ভ্রমরের ডানা বলেছেন: 
বিশ্বকাপ নিয়ে ভাল কবিতা!
 
০১ লা জুলাই, ২০১৮  সকাল ৯:০১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি
৮| 
০১ লা জুলাই, ২০১৮  ভোর ৬:৫৩
সিগন্যাস বলেছেন:  সক্ষমতা না থাকলে সমর্থন জয় এনেদিতে পারেনা। 
একদম ঠিক বলেছেন সনেট সাহেব।
 
০১ লা জুলাই, ২০১৮  সকাল ৯:০১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৯| 
০১ লা জুলাই, ২০১৮  সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: আর্জেন্টিনা ভালবাসার নাম। জয় পরাজয় খেলার অংশ। সুন্দর প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা দেখলো বিশ্ব।
 
০৪ ঠা জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৬
সনেট কবি বলেছেন: এটা ঠিক যে আর্জেন্টিনা ভাল খেলে হেরেছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৮  রাত ৯:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: ইচ্ছা ছিল কিছু লেখার। আজ ক্ষমা করবেন প্রিয় কবি ভাই। তবে সনেট ভালো হয়েছে।