| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সনেট কবি
	রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

 
রাতের পূর্ণিমা চাঁদ, জোছনার বানে
রাশি রাশি ফুল ভাসে।সেথা নেমে আসে
জোনাকির দল। ফুটে আলোবিন্দু ঘাসে,
বাতাসে নালার জলে চাঁদ যেন নড়ে।
বিরু অন্তর জুড়ায় গুন গুন গানে
তরুণী দলের কন্ঠে, সে গান উচ্ছাসে
আনন্দ হিল্লোল তোলে।নিরুপমা হাসে
দেখে বিরু ঝুপ করে গেল জলে পড়ে।
ওরে টেনে তোল সবে,খায় বুঝি জল
মিলিয়ে হাসির রেখা চিন্তাযুক্ত নিরু,
নারীর এমন মন কোমল নির্মল
অবশেষে এ যাত্রায় বেঁচে যায় বিরু।
তারপর ঘুরে গেল জীবনের গুটি
বিরেন্দ্র ও নিরুপমা সেই থেকে জুটি।
 
০১ লা জুলাই, ২০১৮  রাত ১১:৫৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
২| 
০২ রা জুলাই, ২০১৮  রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
 
০২ রা জুলাই, ২০১৮  সকাল ৮:১৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৩| 
০২ রা জুলাই, ২০১৮  রাত ১:৩২
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: সনেট কবি, অনুপম ও নিরুপমার সনেট সুন্দর হয়েছে I আপনার সনেট দেখে আমারতো সনেট লিখতে ইচ্ছে করছে I আপনার সনেটের বিশ্ব রেকর্ড অদূর ভবিষ্যতে ভেঙে দিলে কিন্তু দোষ নেই, আমাকে দায়ী করা যাবে না ! জাস্ট কিডিং I আপনার বিশ্ব রেকর্ড বহুদিন ইন্ট্যাক্ট থাকবে বলেই মনে হচ্ছে ! আমি অবশ্য পরিবেশবান্ধব কিছু সনেট লেখাবার কথা ভাবছি I ভালোবেসে ব্লগ পরিবেশ সুন্দর রাখার সনেট I আপনি সময় করে দেখবেন আমার ব্লগে গিয়ে I আপনা রকমেন্ট পেলে ভালো লাগবে I লিংকটাও দিয়ে দিলাম [link|http://www.somewhereinblog.net/blog/nivritenoishobde I ব্লগ রাজাকার নাটের গুঁরুর সনেট]
৪| 
০২ রা জুলাই, ২০১৮  রাত ৩:৩৪
চাঁদগাজী বলেছেন: 
কোন ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা?
 
০২ রা জুলাই, ২০১৮  সকাল ৮:১৯
সনেট কবি বলেছেন: বলতে পারেন সনেট গল্প
৫| 
০২ রা জুলাই, ২০১৮  ভোর ৬:১৩
Md Sohel Rana বলেছেন: সত্যিই অসাধারণ কমেন্ট না করে পারলাম না
 
০২ রা জুলাই, ২০১৮  সকাল ৮:১৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৬| 
০২ রা জুলাই, ২০১৮  ভোর ৬:৩৩
সিগন্যাস বলেছেন: কি কারণে তাদের জীবনের ঘুটি ঘুরে গেল?জল খেয়ে?
 
০২ রা জুলাই, ২০১৮  সকাল ৮:১৮
সনেট কবি বলেছেন: চেনা ঘটনা। প্রাণ বাঁচানোর দায় থেকে প্রেম। অতঃপর বিয়ে।
৭| 
০২ রা জুলাই, ২০১৮  সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
 
০২ রা জুলাই, ২০১৮  বিকাল ৩:৫৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
৮| 
০২ রা জুলাই, ২০১৮  সকাল ৯:৩৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার মনে হয় আপনার সেরা সনেট/কবিতা পড়েছি। পরিণতি সাকসেস।
 
০২ রা জুলাই, ২০১৮  বিকাল ৩:৫৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
৯| 
০২ রা জুলাই, ২০১৮  সকাল ১০:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!!  সুন্দর । মুগ্ধকরা একেবারে।   
শুভ কামনা প্রিয় কবিকে।
 
০২ রা জুলাই, ২০১৮  বিকাল ৩:৫৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৮  রাত ১১:৫২
অর্থনীতিবিদ বলেছেন: অসাধারণ।