নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-মালিক

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২



(এক)

আল-মালিক

আল-মালিক সৃষ্টির হে প্রিয় মালিক
এ জগৎ সমূহের। কায়মনে হতে
আপনার অনুগত, চলা নিজমতে
ছেড়ে দিতে হয় চির জীবন সময়।
ওহে সর্ব অধিপতি নয়তো সঠিক
অপরের ইবাদত।বাস্তব জগতে
কল্পনার স্থান নেই। বোধহীন হতে
অর্থহীন কল্পনার আবিষ্কার হয়।

সত্যের সুন্দর পথ নয় অবাস্তব
তবে কার ইবাদত কে করে এমন?
জ্ঞানবানে এ অকাজ করা অসম্ভব।
চিনে নিয়ে সকলের আসল আপন
তাঁর কাজে চিরকাল লেগে থাকা ভাল
খুশীমনে।হবে এতে সুখের কপাল।

(দুই)

আল-মালিক

আল-মালিক সত্ত্বায় সর্ব অধিপতি,
জগৎসমূহ জুড়ে।নেই কেউ আর
তাঁর মত অধিকারী এত ক্ষমতার
কোনস্থানে কোনজন গুণীর মেলায়।
তাঁর দয়াদানে চলে জীবনের গতি
সর্বকালে সর্বক্ষেত্রে।তাঁর উপহার
সবার জীবনে করে গতির সঞ্চার
সকলে ভাসিয়ে নেয় আনন্দ ভেলায়।

একমাত্র মালিকের নেইতো শরিক
জগত সমূহে কোন।বাদ দিয়ে সব
মালিকের ইবাদত চলবে সঠিক।
আসল সত্য হৃদয়ে করে অনুভব
জীবনের প্রতিক্ষণে আত্মায় প্রবল
মানুষের চলা চাই সুপথে নির্মল।

(তিন)

আল-মালিক

আল-মালিক সকল সৃষ্টির মালিক
সর্ব অধিপতি তাঁর সৃষ্টি জগতের।
হয়না কিছুই তাঁর নিজের মতের
বাইরে পরের মতে সমগ্র জগতে।
প্রকৃত মালিক ছেড়ে কোন কাল্পনিক
মালিক সাব্যস্ত করে কে আশাহতের
দূর্ভাগ্য ফিরাতে চায়?কে অনুগতের
অভিনয় করে চলে অহেতুক মতে?

তথাপি দয়ায় তাঁর ভুল পথে পায়
কেউ তার কামনার দরকারী সব
যদিও তা’ সত্যনয়, সঠিক উপায়
তা’নয়।থাকতে হয় সেই অনুভব।
সত্যের উপেক্ষা যদি চলে অবিরল
তবেতো পুড়িয়ে চলে মিথ্যার অনল।

(চার)

আল মালিক

আল মালিক হলেন সবার মালিক
বিরাজমান সকল বিষয়েতে জানি,
মালিকানা-আধিপত্যে একান্তই তিনি
বিদ্যমান, যার নেই কোন ভাগিদার।
তিনি ছাড়া মিলেনাতো সুখের মানিক
সাফল্যের পথে তিনি যদি নেন টানি
সাধকে সাফল্য তবে তিনি দেন আনি
প্রচেষ্টা বাস্তবায়নে তিনিতো উদার।

পরিশ্রমি পায় সব নিজের নাগালে
যদি তার সাথে থাকে মালিক সহায়
সাফল্যে তখন তার হাসি ফুটে গালে।
চেষ্টাভিন্ন প্রাপ্তি মঞ্চে হয়ে নিরুপায়
অপারগ মানুষেরা অশ্রুজলে ভাসে
তাই দেখে ইবলিশ নিদারুণ হাসে।

(পাঁচ)

মালিকু

মালিকু অধিপতির মহান আসনে
অধিষ্ঠিত থেকে একা শাসন করেন
সমগ্র জগৎ নিজ বিবেচনা মতে
যেথায় অন্যের নেই কোন অধিকার।
মালিকু ক্ষমতা দর্পে অসহায় সব
খড়কুটো সম যেন গুরুত্ববিহীন
তাঁর শাস্তি থেকে কারো বাঁচার উপায়
নেই বলে বুদ্ধিমান তাঁকে ভয় করে।

হাসরের ময়দানে একছত্র দম্ভে
করবেন একা তিনি সব নিয়ন্ত্রণ
সে সময় থাকবেনা কারো মাতুব্বরি।
এখন মানুষ কত অনাচার করে
অবকাশ পেয়ে তারা নির্বোধের মতো
মালিকু ধরলে শেষে পড়বে বিপদে।

(সাত)

আল-মালিক

আল-মালিকের আছে জগৎ সমূহে
সর্বব্যাপি মালিকানা।আর কত জন
এমন মালিক আছে? যার প্রয়োজন,
ইবাদতে আছে কারো, এজগতে আর?
নেই কেউ এরকম জীবন প্রবাহে
ভেবে দেখ সুস্থ্য মনে খুঁজে নিরজন
নিরিক্ষায় যথাযথ পাবে একজন,
আর কারো নেই এত ক্ষমতা অপার।

মানুষতো কতজনে আনে কল্পনায়
অহেতুক ইবাদতে হতে মশগুল,
জ্ঞানীতো আসল জনে খুঁজে পেতে চায়
তাঁর স্মরণেতে তারা হয় যে পাগল।
যে মালিক জগতের সর্ব অধিপতি
তাঁর ইবাদতে শুধু পাবে কেউ গতি।

(আট)

আল-মালিক

আল-মালিক বাদশা মহাজগতের।
ভাগিদার নেই তাঁর।সর্ব অধিপতি
হয়ে তিনি সুবিচারে সঞ্চারনে গতি
সকল সৃষ্টির দলে দিয়েছেন তাড়া।
অবিচার নেই কোন মালিক মতের
কোনখানে।কূ-কাজের মন্দ পরিনতি
অবশ্য হবে।সেজন্য পাপ কাজে মতি
ত্যাগকরে দিতে হবে পূণ্যকাজে সাড়া।

সাবধান অপরাধ করে যত জন
বরাদ্ধ তাদের জন্য ঘৃণ্য জাহান্নাম।
শান্তিতে থাকতে হলে সুকাজের মন
গড়েতুলে ঘুছাতেই হবে বদনাম।
মহামালিকের জন্য লাগবেই ন্যায়
ছাড়তে হবেই হবে সকল অন্যায়।



মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৮:১৫

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: সনেট কবিবর,
আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে মালিককে নিয়ে সনেট I আরেকটা সনেট পোস্ট করেছি | একটু করে দেখবেন আর ভুলভাল হলে ধরিয়ে দেবেন প্লিজ | সনেটের লিংকটা দিলাম ব্লগ রাজাকার বিতারণ সনেট -২

০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৮:৩৬

সনেট কবি বলেছেন: প্রচেষ্টা আগের চেয়ে ভাল হয়েছে। সমস্যা কবিতার মন্তব্যে বলেছি।

৩| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৮:৪১

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: সনেট কবিবর, ধন্যবাদ | শুদ্ধ করে দিয়েছি ভুল | আগের সনেটটাও রিভাইজ করেছিলাম | আবার একটু মন্তব্য করলে খুব ভালো লাগবে |

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০

সনেট কবি বলেছেন: কোন ভাল বিষয় নিয়ে লিখুন।

৪| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:০১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মালিক।। এক কথায় সব কিছু প্রকাশ পায়। কবিতা অসাধারণ হয়েছে।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ। তবে কবিতা মনমত হচ্ছেনা। সেজন্য একই বিষয়ে কবিতা বাড়িয়ে চলছি।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

হাবিব বলেছেন:





"আল-মালিক" নামের ফজিলত


আল-মালিকু আল্লাহ জগতের 'পরে
সকল ক্ষমতার সেঁ মহা অধিকারী,
জগতের বাদশাহী শুধুই তারই
তাবৎ সৃষ্টিতে তাঁহার হুকুমাত জারি।
অল্প ক্ষমতাটা পেয়ে অস্থায়ী ভূলোকে
পেয়ে গেছে সব জেন ভেবে বসে লোকে,
এ ধারনায় তারে রোগে ফেলে রাখে
সারবার রোগ নয় ওষুধ না থাকে।

এ নামের জিকিরেই ফজরের পরে
সূর্যদয়ের আগেই প্রতিদিন তাঁরে
ডেকে চলো। দারিদ্রতা- অভাবটাও সারে।
মালিকের ঈমানেই সতত কল্যাণ
ক্ষমতা সকল ধন তাঁর মহা দান
মালিকের দানে পাবে বেহেশতটারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.