নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২৭



মাননীয় আবুহেনা মোঃ আশরাফুল
ইসলাম গল্পকার, দারুন ব্লগার
সকলের সাথে বেশ আন্তরিকতার
সম্পর্ক দেখেছি তাঁর, সুহাস্য আড্ডায়।
তাঁর গল্প পাঠে দেখি বিনোদন ফুল
ঝরে ঝরে পড়ে নিত্য।আমুদে আত্মার
উপস্থিতি সে গল্পের মহিমা বাড়ার
অন্যতম অনুসঙ্গ, সকলে জানায়।

মুগ্ধতার গল্পকার সকলের মনে
নিয়েছে আসন এক।গল্পের মোড়কে
আবদ্ধ পাঠকগণ গল্পকার সনে
সমিহের সাথে সবে ভালবাসে তাঁকে।
বিজ্ঞাপনে সকলেরে করি অবগতি
জনাবের গল্পগুলো প্রাণবন্ত অতি।

ব্লগার আবু হেনা মোঃ আশরাফুর ইসলাম

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

শামচুল হক বলেছেন: আবু হেনা ভাই আমার প্রিয় লেখক। এই সনেটের মাধ্যমে তাকে আমি প্রাণ ভরে শুভেচ্ছা জানাই।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:২০

সনেট কবি বলেছেন: আশাকরি আপনার শুভেচ্ছা পেয়ে তিনি আপ্লুত হবেন।

২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


সনেটে স্হান পেয়ে লেখক উৎসাহিত হবেন নিশ্চয়ই; উনার হাসির কাহিনীগুলো আমার খুবই প্রিয়

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:১৮

সনেট কবি বলেছেন: সম্ভবত তাঁর লেখা সবাই পছন্দ করে।

৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

আখেনাটেন বলেছেন: চমৎকার একজন মানুষকে নিয়ে লিখেছেন। উনার মুক্তিযুদ্ধ নিয়ে একটি লেখা পড়ে আমি ভীষণ অাপ্লুত হয়েছিলুম। গুণী মানুষটির জন্য শুভকামনা। সাথে আপনাকেও সনেট কবি উনাকে সামনে আনার জন্য।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:১৭

সনেট কবি বলেছেন: তিনি চমৎকার গল্প লিখেন।

৪| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: সনেট কবি ,




একজন আন্তরিক ও অমায়িক ব্লগারের প্রতি যথার্থ নিবেদন । মুগ্ধতা যেমন তাঁর লেখায় তেমনি মুগ্ধতা আপনার এই সনেটেও ।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:১৬

সনেট কবি বলেছেন: অবশেষে লিখতে পেরেছি সে জন্য ভাল লাগছে।

৫| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারণ এক মানুষ এবং ব্লগারকে নিয়ে লিখেছেন। হেনাভাইয়ের লেখায় এমন আবেগ থাকে যার কারণে চোখ দিয়ে পানি পড়ে। তার লেখা উপন্যাস পড়ে আমিও কেঁদেছি। আর এমন লেখাও লেখেন যা পড়ে হাসতে হাসতে চোখ দিয়ে পানি পড়ে। তিনি আসলেই বেস্ট!

তাকে নিয়ে লেখার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:১৫

সনেট কবি বলেছেন: অনেক বার তাঁকে নিয়ে লেখার চিন্তা করেছি। অবশেষে আজ সাফল্য ধরা দিল।

৬| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:১৬

সৈয়দ তাজুল বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি,



আমাদের প্রিয় ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইকে নিয়ে এতো সুন্দর সনেট রচনায় আপনাকে আবারো ধন্যবাদ প্রিয় কবি। আমাদের নয়নতারার আগমনে আশরাফুল ভাই এখন খুবই ফুর্তিতে আছেন। আসলে এমন কিউট বান্ধবী পেলে কে না আনন্দে থাকতে চায়। নয়নতারার আগমনে আশরাফুল ভাই যতটুকু আনন্দে আছেন, আমরাও তার সাথে কম যাইনি!
নয়নতারার জন্য অসংখ্য শুভকামনা থাকলো। আল্লাহ থাকে জান্নাতি জিন্দেগি দান করুন; আর আশরাফুল ভাই ও সনেট কবিকেও।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:২২

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্য খুব ভাল লাগল।

৭| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইয়ের জন্য শুভ কামনা রইলো।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:১৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৮| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় সনেট কবি

সামুতে আমার অন্যতম প্রিয় মানুষ আমাদের হেনা ভাই। উনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের হেনা ভাই চিরতরুন, এই মুহুর্তে হেনা ভাই উনার নাতি নয়নতারাকে খুব ব্যস্ত আছেন। এমনি হাসি আনন্দে কাটুক আমাদের এই প্রিয় মানুষটির প্রতিটি মূহুর্ত। সৃষ্টিকর্তা উনাকে সুস্থ ও সুন্দর রাখুন।

এই প্রিয় মানুষটিকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ সনেট কবি।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:২০

সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪৩

অর্ক বলেছেন: সনেট সূত্রে জটিলতা- এল লাইনে ভদ্রলোকের নামটাও আঁটছে না! ভালো লাগলো সনেট। উভয়ের জন্য শুভকামনা। আপনারা উভয়ই আদর্শ প্রবীণ ব্লগার এই ব্লগে। কোথাও দেখেছিলাম তিনি একজন মুক্তিযোদ্ধাও। কুর্ণিশ ভরপুর শ্রদ্ধা ভরে।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:২২

সনেট কবি বলেছেন: মিলাতে একটু কষ্টই হলো। তথাপি যখন পারলাম, তখন বেশ ভাল লাগল।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৫৫

প্রামানিক বলেছেন: আমার প্রিয় বড় ভাইকে নিয়ে সনেট লিখেছেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৫৮

সনেট কবি বলেছেন: তাঁকে নিয়ে লিখতে পেরে আমিও বেশ খুশী।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: তার গল্গগুলি আসলেই দারুন । তার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করি ।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:০১

সনেট কবি বলেছেন: তাঁর গল্পের সুনাম না করে উপায় নেই।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ২:২২

শুভ_ঢাকা বলেছেন: কবিতা, গল্প, উপন্যাস আমি পড়ি না বললেই চলে। কিন্তু হেনা ভাইয়ের লেখা উপন্যাস ও ছোট গল্প আমি অনেক আগ্রহ নিয়ে সব সময় পড়ি। শুরুজী বলে উনাকে আমি সম্বোধন করি। এই অসাম্প্রদায়িক মানুষটির প্রতি আমার প্রণতি রইলো।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: আপনাদের দু'জনের জন্যই অনেক শুভ কামনা।

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪

সিগন্যাস বলেছেন: উনার লেখা সর্বশ্রেষ্ঠ গল্প হচ্ছে "তেতো সন্দেশ"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.