![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
‘ল’ বললেন ব্লগার, নিলাম খুশীতে
একমুঠি কবিতার শৌরভ যেথায়
পরতে পরতে আছে শরৎ শোভায়
বিবেকের তাড়নার কথা এ দূর্দিনে।
এখানে ভীষণ কষ্ট সহজে বাঁচতে
আজরাঈল কখন কাছে এসে যায়
সময়কাটে হেথায় সেই ভাবনায়
ক্ষমতাসীন সর্বাগ্রে ক্ষমতাই চিনে।
ব্লগার ‘ল’, জনতার কষ্ট বুঝবার
মানুষ হেথায় জন্ম নেয়না সহজে,
মনেহয় জীবনটা এখানে অসার।
সময়টা মনেহয় নিতান্তই বাজে
হিসেবের শেষ যোগে ফল অসফল
প্রতি চোখে অশ্রুকণা করে টলমল।
ব্লগার ‘ল’
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:৩৩
সনেট কবি বলেছেন: যাকে নিয়ে সনেট লিখি তার মন্তব্য প্রথম পেলে আমার দারুণ ভাললাগে। আপনাকে নিয়ে লেখা সনেটে আপনি প্রথম মন্তব্য করায় নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।
২| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:২৭
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ সনেট, হে কবি।
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:৩৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি,
সুন্দর সনেট হয়েছে। অভিনন্দন ল ভাইকে।
শুভ কামনা জানবেন।
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৩৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:২৪
নিউ সিস্টেম বলেছেন: সুন্দর সনেট,ভালো লাগল।
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৪৪
সনেট কবি বলেছেন: ভাললাগার জন্য ধন্যবাদ।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ ল এবং আপনাকে শুভেচ্ছা। সব ব্লগারদের নিয়ে লিখছেন এটা ভালো উদ্যোগ। কবিতা লিখতে গিয়ে সবার লেখা পড়ছেন। ফলে তাদের লেখা থেকে আপনার ধারণা আমরা কবিতা থেকে পেয়ে যাচ্ছি।
০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৪
সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
৬| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:০১
কাওসার চৌধুরী বলেছেন:
শুভ কামনা কবি 'ল' এবং প্রিয় সনেট কবিকে।
০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক।
৭| ০৫ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১৭
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: ডিজিটালের বাহানায়,
মানুষখেকোর জামানায়
অসভ্যতার জিঘাংসাপনায়
মানবজমিন নিরুপায়।
সনেট কবিবর, ল'র সনেটে ব ব (বাহ্ বেশ ! ) হয়েছে ! উনাকে আরো লিখতে বলবেন। এতো জুনিয়র হয়েও আমার সনেটইতো আর কয়েক দিন পর উনার পোস্টের সমান হয়ে যাবে সংখ্যায় ! ও উনাকে বলবেন উনার কবিতার অনুপ্রেরণায় ব্লগ জমিন নিরুপায় না হবার প্রতিজ্ঞা নিয়েই সনেটে রাজাকার বিতরণ ক্র্যাশ প্রোগ্রাম চলছে । নতুন সনেট পোস্ট দিলাম ই ব্লগ রাজাকার বিতারণ সনেট -৩ ।আপনার মন্তব্য পেলে বিগলিত হবো, সনেট কবিবর ।
০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৬
সনেট কবি বলেছেন: বেশ।
৮| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৫৩
সিগন্যাস বলেছেন: এই ব্লগারকে তো চিনিনা
০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪
সনেট কবি বলেছেন: কেউনা কেউতো চিনে।
৯| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:১৮
ল বলেছেন: আমি মিষ্টি এক্সপ্রেশন অনুভব করছি,
আপনার উদারতা আর আমাকে নিয়ে লেখার সেরা পাওয়া,
আপনিই হবেন আগামীর মাইকেল,