নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

কবিতা ও কবি

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩



কবিতা তুমি কবির অহেতুক এক
স্বপ্ন।যাতে কবি মনে সদা জেগে রয়
জীবনের সঞ্চারিত সব বোধদয়,
যারা আনে অচঞ্চল স্থবিরতা সব।
কবি কি পায় ভাবেনা।কবিতার ছক
কবি আঁকে।কবিতাও দমবার নয়।
কবি সাথে তারা সব কত কথা কয়
চুপি চুপি কবি প্রেম করে অনুভব।

কবিতার বোনদল চুলে বেঁধে ফুল
চঞ্চলা চলে পাহাড় সাগর সৈকতে
ভাসাতে আনন্দ নদী জোয়ারে দু’কূল।
কবি দেখে চমকিত রূপের ছোঁয়াতে
সাজায় তাদের সবে মুগ্ধ মনে কবি
তুলির আঁচড়ে এঁকে কবিতার ছবি।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর সনেট। ছবিটাও মানানসই।


শুভেচ্ছা প্রিয় কবিভাইকে।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সনেট কবি বলেছেন: তথাপি কেন যেন মন ভরেনা। চেষ্টা করেই চলছি। তথাপি মনে হয় অপূর্ণতা রয়ে গেছে। তবে আগের মত এখন আর কেউ কবিতা লিখতে বারণ করেনা। তার মানে তারচে একটু কম বারণ করে।

২| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


কবি ও কবিতা নিয়ে সম্যক উপলব্ধি; কবি মানুষের হৃদয়ের ভাবনাকে, ভালোবাসাকে, দু:খ-বেদনা-আনন্দকে, স্বপ্নকে, ক্ষোভ, দ্রোহকে ভাষা দেন, প্রকাশ করেন ছন্দে

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

সনেট কবি বলেছেন: আপনি যা বললেন সব করে চির অবহেলিত কবি।

৩| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

সিগন্যাস বলেছেন: আপনার চিন্তা করার ক্ষমতা বেশ উন্নত।এইজন্যই তো আমরা এতো দারুণ সব কবিতা পাই।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

সনেট কবি বলেছেন: আমার নিকট আমার কবিতা এখনো অতি নিম্নমানের মনে হয়। সেজন্যইতো ভাল কবিতার আশায় লিখতে লিখতে এত্তগুলা কবিতা লিখে ফেলেছি। জানি না বলাকার মত একটা কবিতা কবে নাগাদ লেখা হবে।

৪| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়কবি ভাই,

অমন সুন্দর সনেটে লাইক না দিয়ে যাওয়ার জন্য দুঃখিত। আবার এলাম কবিকে জানান দিতে।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সনেট কবি বলেছেন: কবিগুরুর মত কবিতা কেন যে হয় না। কে জানে নাকি জীবনেও হবেনা। আমি বড়ই হতাশ। চেষ্টাতো কম করছিনা। ধুর তথাপি হয়না। সবাই ভালটা চায় তবে অনেকের কপালেই সেই ভালটা ঝুটেনা।

৫| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

নীলপরি বলেছেন: কবিতাকে খুব সুন্দর করে বর্ণনা করেছেন । ভালো লাগলো ।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

সনেট কবি বলেছেন: আপনার কথায় মনে খানিক শান্তনা পেলাম। নতুবা মনে হয় ছাঁইপাশ লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেলাম। সেজন্যই ব্লগারদের নিয়েও লিখি তথাপি কিছুলোক আত্মায় শান্তি পায়। কেউ কেউ আমাকে নিয়েও লিখেছে। সেজন্য বেশ শান্তি পেলাম। আপনি শাহরিয়ার কবিরের বন্ধু বলে আপনার কাছে খানিক মনের কথা বললাম। আজ জনাব কাওসার যা বললেন, তাতে আমাদের কবিদের হতশ্রী দশা প্রকাম পেল। আহা আমাদের কেউ তাদের মত হতে পারলামনা। দুঃখের কথা কারকাছে আর কই। সেজন্য মনে মনে বিড় বিড় করে কই। এরপর কেউ পাগল না কইলেই হয়।

৬| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি দেখি সনেটের গ্রান্ডমাস্টার!!!
শুধু সনেট নিয়ে একটা বই বের করা যায় না?

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০০

সনেট কবি বলেছেন: ইচ্ছে আছে, দেখি কবে নাগাদ কি করতে পারি!

৭| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী কবিতা হলো আমার কাছে ক্ষনিকের আনন্দ।

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৭

সনেট কবি বলেছেন: বেশ।

৮| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: এটাই মনে হয় এখন পর্যন্ত আপনার সেরা সনেট হলো | আমার সনেট লেখার ভাগ্যে কি আছে জানি না | আজকে পরিবেশ বান্ধব গদ্য পোস্ট দিলাম |দেখেবন একটু |

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৯

সনেট কবি বলেছেন: আপনার সনেট প্রচেষ্টা ভালই দেখলাম। হতাশ হওয়ার কোন কারণ আছে বলে মনে করিনা।

৯| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: সনেট লেখার ইচ্ছে কারো হলে আপনার মতো ওস্তাদ পাওয়া ভাগ্যের ব্যাপার | আপনি ব্লগে আছেন দেখেই শান্তি | এখন দেখি আর কি করে যায় |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.