নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সামু পাগলার আড্ডা ঘর

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:০২



সামু পাগলার আড্ডা ঘর-১

সামু পাগলার ব্লগ বাড়ির ভিতর
আড্ডা ঘর।আড্ডাবাজ ভরপুর থাকে
সেথায়।ছয় প্রহরে আসে ঝাঁকে ঝাঁকে
আড্ডাবাজ।আড্ডাবাজি চলে অনিবার।
তারা নয় কেউ যেন অপরের পর।
চোখ রাখি মাঝে মাঝে জানালার ফাঁকে
গমগম করে ঘর।কেউ যেন ডাকে
মনে হয়।হেথা আছে আনন্দ সম্ভার।

আড্ডা ঘরের ম্যাডাম আপ্যায়নে বেশ
ছটফটে রুচিশীল, মেধায় বিরল।
কাটেনা যেনকি তাঁর আনন্দের রেশ।
মনভাবে থেকে তিনি সদা অবিচল
আড্ডাঘর সামলান। মনহরি মতি
লয়ে আড্ডায় সর্বদা চলমান গতি।


সামু পাগলার আড্ডা ঘর-২

ব্লগ বাড়ি আড্ডা ঘর সামু পাগলার
মালকিন ম্যাডামের আপ্যায়ন ভাল
আড্ডাবাজ আসে যায়।সুর লয় তাল
চমৎকার এঘরে আনন্দ মেলায়।
জীবনটা যখন লাগে ভীষণ অসার
তখন এখানে কাটে আনন্দের কাল
আড্ডাবাজি গল্প-গানে।রসের আকাল
এখানে ঘটেনা কারো, সুখের ভেলায়।

যে আসে সে মজে যায় মহানন্দে হেথা
কতজন কতভাবে আড্ডা দিয়ে থাকে
কোনটাই কোনভাবে নয়তো অযথা।
এমনি এ আড্ডা ঘর জীবনের বাঁকে
অবদান রেখে যায় ভাল রাখে মন
সবাই সবার যেন দারুণ আপন।

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:১০

অচেনা হৃদি বলেছেন: আড্ডাঘরের মালকিন ম্যামকে নিরন্তর শ্রদ্ধা ও অভিনন্দন ! :)

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৪

সনেট কবি বলেছেন: আর যিনি কষ্ট করে কবিতা লিখলেন তাঁর জন্য কি বরাদ্ধ করলেন?

২| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৬

অচেনা হৃদি বলেছেন: =p~
উনাকে আমি আর কি দেব? উনার জন্য তো সামুপাগলার আড্ডাঘরেই আপ্যায়নের ব্যবস্থা আছে ! ;)

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:২২

সনেট কবি বলেছেন: তারমানে আপ্যায়নে আপনার বাছ বিচার আছে! কবি নয় কবিতার বিষয়কে সম্মান জানালেন, বেশ!

৩| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৯

অচেনা হৃদি বলেছেন: :P
কবি সাহেব দেখি আমাকে লজ্জায় ফেলে দিলেন !
আপনাকে অভিনন্দন, কিভাবে এতো অক্ষর মিলিয়ে সনেট বানিয়ে ফেলেন আমার কাছে বিস্ময় লাগে । সুন্দর লাগে আপনার কবিতাগুলো ।
আমি কবিতা লিখতে পারি না, কয়েকদিন আগে অনেক কষ্ট করে একটি কবিতা লিখেছি, এটা আমার জীবনের প্রথম এবং শেষ কবিতা মনে করতে পারেন । যদি আপনার সময় থাকে প্লিজ কবিতাটা একটু দেখবেন, মন্তব্য দেবার মত মনে হলে দেবেন নয়তো নেই । আমার কবিতা এই লিঙ্কে দেখুন

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

সনেট কবি বলেছেন: আসলে আমি ঐ সনেটটাই যা একটু লিখি। কিন্তু নিজেকে কবি ভাবতে বড় কষ্ট হয়। সনেট কবি নিকটা নিয়ে ছিলাম লোকদের দু’চারটে মন্দ কথা শুনার জন্য।

৪| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর ছন্দ, চমৎকার সনেট।
পাগলীকে চিনি বাট মালকিন ম্যাম কে? উনি নিজেই?

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৮

সনেট কবি বলেছেন: বাস্তব হলো ব্লগবাড়ির নাম সামু পাগলা মানে সামু প্রেমিক। সাধারণ অর্থে সকল ব্লগার। প্রিয় ব্লগার সকল ব্লগারের জন্য ব্লগটি তৈরী করেছেন। তাদের কমন নেম অনুযায়ী ব্লগের নাম করণ করেছেন। যেমন বাড়ির নাম অনিক ভিলা কিন্তু মালিক একজন মহিলা। সেরকম সামু পাগলার ব্লগবাড়ির নাম পাগলা নামে হলেও মালকিন একজন ম্যাডাম।

৫| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২৬

সিগন্যাস বলেছেন: কবিতা দারুণ হয়েছে।আড্ডাঘর সামুর মেসেজ অপশনের মতো কাজ করে

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩০

সনেট কবি বলেছেন: আড্ডাঘরে অনেক ব্লগারকে একত্রে পাওয়া যায়। বিষয়টি চমৎকার।

৬| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: আড্ডাঘর আমার প্রিয় একটি জায়গা, এখানকার অনেক আড্ডাবাজের সাথেই আমার সখ্যতা। অনেক ধন্যবাদ প্রিয় সনেট কবি আড্ডাঘর নিয়ে সনেট লেখার জন্য।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪

সনেট কবি বলেছেন: ম্যাম আসলেই একটা দারুণ আইটেম তৈরী করেছেন। অনেকেই এখানে সময় কাটায়।

৭| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! সামুপাগলার আড্ডাঘর নিয়ে সনেট!

ওয়াও :)

সনেট কবি জিন্দাবাদ :) যুগ যুগ জিয়ো

সনেটের মাত্রাবৃত্তে নিচ্ছে কবি সবই
হয়ে রবে দারুন ইতিহাস একদিন সবই :)

++++

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬

সনেট কবি বলেছেন: ব্যাপকভাবে উৎসাহিত করার জন্য ধন্যবাদ প্রিয় কবি।

৮| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অবশেষে পোস্ট দিয়েছেন দেখে ভালো লাগছে। ধন্যবাদ ভাই সনেট কবি।


এই আড্ডাঘরের সদস্যদের সবারই মাথার স্ক্রু ঢিলা। হোস্ট সামু পাগলা নিজেই আবোল তাবোল বকে। যখন তখন হি হি করে হাসে। মাশরাফির ভক্ত। এই কারণে তার প্রো-পিকচারে মাশরাফির ছবি। আর আপনারা তো জানেনই যে মাশরাফি তার দলের মধ্যে ম্যাশ পাগলা নামে পরিচিত। হোস্ট তার নিজের নিকে পাগলা শব্দটি যোগ করেছে। এ থেকে নিশ্চয় বুঝতে পারছেন যে জেন্ডার নিয়ে তার কোন মাথাব্যথা নাই। একদম খাঁটি পাগল।

আর আমরা যারা ওখানে আড্ডা দেই, তাদেরও নাট বল্টু ঢিলা। তবে আমি মাঝে মাঝে স্ক্রু ড্রাইভার দিয়ে ওগুলো টাইট করে নিই। অন্যেরা তা' করেনা বলে তারাও দিনের পর দিন সামু পাগলার মতো হয়ে যাচ্ছে। ওই আড্ডাঘর অনেকটা পাগলা গারদের মতো।

আশা করি, বুঝাতে পেরেছি যে আড্ডাঘরে নিয়মিত আড্ডা দিলেও আমি আসলে পাগল নই। মাথায় সামান্য সমস্যা আছে, এই আর কি!

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪

সনেট কবি বলেছেন: স্ক্রু ঢিল বলেই তারা সহজে মতামত প্রদান করতে পারেন। উহা টাইট হলে ঢিল করতেই সময় শেষ হয়ে যেত মতামত আর প্রদান করা হতো না। সংগত কারণে সামু পাগলা নাম করণ স্বার্থক হয়েছে।

৯| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: সামু পাগলার আড্ডা ঘর ১ ও সামু পাগলার আড্ডা ঘর ২, দুটোই ভীষন আন্তরিকতা মিশিয়ে লিখেছেন। আড্ডাঘরকে নিয়ে যা বলেছেন সবই ঠিক। আড্ডাঘরের ওপরে নজর রেখেছেন সেটা সনেট পড়েই বোঝা যায়। আপনাকে ধন্যবাদ আমাদের পাশে বন্ধু হিসেবে থাকার জন্যে।

পোস্টে লাইক!

শুভকামনা আপনার জন্যে।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬

সনেট কবি বলেছেন: আপনার কাজটাকে আমার চমৎকার একটা কাজ বলেই মনে হয়। দারুন ভাললাগার একটা উপহার।

১০| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৬

সামু পাগলা০০৭ বলেছেন: হৃদি আপু অনেক ধন্যবাদ।

সিগন্যাস একদম ঠিক বলেছেন। যখনই কারো আবোলতাবোল পাগল পাগল কথা বকার ইচ্ছে হবে, আড্ডাঘরে এসে কিছু লিখে যেতে পারেন। আড্ডাঘর সবার জন্যে খোলা! :)

তারেক_মাহমুদ আপনিও আমাদের প্রিয়, আপন এক আড্ডাবাজ! সবসময় পাশে থাকুন।

হেনাভাই আপনার কমেন্ট পড়ে আমি এত হেসেছি! একদম কেঁপে কেঁপে হেসেছি। ইউ আর দ্যা মোস্ট হিউমারাস পারসন! :) আর হ্যাঁ আড্ডাঘরের সবচেয়ে খাঁটি পাগল হচ্ছে এর সর্দারজি যার মাথায় সামান্য না ভালো লেভেলের সমস্যা আছে! :D

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৮

সনেট কবি বলেছেন: আবল তাবল বকলেও কটা কাজের কথা বেরিয়ে আসতে পারে। আর কথাই যদি না বলে তবে কিছুই বের হবে না।

১১| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: সনেট কবি, অন্যদেরকে করা আপনার প্রতিমন্তব্যে আড্ডাঘরের প্রতি ভালোবাসা, ও মুগ্ধতা দেখে খুব খুশি হলাম।
ভালো থাকুন অনেক।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯

সনেট কবি বলেছেন: ভাল জিনিসের প্রতি সবার টান থাকা অস্বাভাবিক নয়।

১২| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মোস্তফা সোহেল বলেছেন: এক সাথে দুটি সনেট আড্ডঘরকে নিয়ে!! দারুন হয়েছে ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.