![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
অচেনা হৃদি সবার অচেনা ছিলেন
বলে কেউ চিনতোনা।নিত্য প্রচেষ্টার
ফলে নিজগুণে তিনি এখন সবার
পরিচিত,যা হৃদয়ে কিরণ ছড়ায়।
ফেসবুক থেকে হৃদি এখানে এলেন
মহিমার দীপ্তি বয়ে।তাঁর উপহার
শোভাময় সাহিত্যের জ্ঞানের সম্ভার
ছড়ায়।পাঠক পড়ে মন মুগ্ধতায়।
হৃদিতে হৃদয় চায় মন চমকিত
বয় যেন ফল্গুধারা অমৃতের জল
টলমল সুশীতল অন্তর মোহীত
শুভ্রঝর্ণা রূপে কোন সাহিত্য নির্মল।
বাড়ুক হৃদির হাতে ব্লগের সম্ভ্রম
মানুষ সেথায় পাক সুরত্ন উত্তম।
ব্লগার অচেনা হৃদি
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৯
সনেট কবি বলেছেন: আস্তে আস্তে হয়ত চিনে যাবেন।
২| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৫
কাইকর বলেছেন: সুন্দর কবিতা
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:১০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ নাট্য পরিচালক কাইকর।
৩| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
আপনার কি চেনা হলো এই ব্লগারকে?
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৩
সনেট কবি বলেছেন: আমার পোষ্টে মন্তব্য করার সুবাদে চেনা হলো।
৪| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৪
স্রাঞ্জি সে বলেছেন: জয় হউক হৃদির।
জয় হউক আপনার সনেটের।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৬
সনেট কবি বলেছেন: ভাল কিছু করার চেষ্টা আছে তার।
৫| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৮
স্রাঞ্জি সে বলেছেন: হু, কিন্তু সে তো ভূত নিয়ে পড়ে আছে।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩২
সনেট কবি বলেছেন: ভুত নিয়েও দেখছি পাঠকের বেশ আগ্রহ।
৬| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৩
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার।
৭| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: উনার ছড়া ও কবিতার হাত ভাল! আপনার লেখাটি পড়ে আশাকরি তিনি খুব খুশি হবেন! আপনাকে ধন্যবাদ!
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৯
সনেট কবি বলেছেন: তার মধ্যে ভাল কিছু করার প্রচেষ্টা দেখেছি।
৮| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৫
ল বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর.
এই অপার স্বীকৃতির চেয়ে উপহার আর কি থাকতে পারে
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৭
সনেট কবি বলেছেন: প্রিয় কবি লতিফ রহমান, আপনাকে নিয়ে আরেকটা কবিতা লিখার ইচ্ছে আছে, দোয়া করবেন!
৯| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: আপনাদের দুজনের জন্য ভালোবাসা নিরন্তর।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব রাজিব নুর।
১০| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৬
স্রাঞ্জি সে বলেছেন: হু, আপনি এক কাজ করেন, ভূত নিয়ে একটা সনেট লিখে পেলেন
।
দারুণ হবে।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৫
সনেট কবি বলেছেন: তার জন্য হৃদি আছেন।
১১| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৯
কাওসার চৌধুরী বলেছেন: অচেনা আপুকে প্রিয় কবির সনেটের মাধ্যমে চিনতে পেরে ভাল লাগলো। তিনি একজন ভাল মানুষ, ভাল ব্লগার। তিনি জীবন থেকে নেওয়া বিভিন্ন বিষয় নিয়ে খুব চমৎকারভাবে সাজিয়ে লেখেন। পোস্টে কমেন্টের উত্তরগুলো খুব সুন্দর করে বুদ্ধিদীপ উপায়ে দেন। আমার প্রিয় পিচ্চি আপুর জন্য একরাশ শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৭
সনেট কবি বলেছেন: আপনি কি তাঁকে চিনেন?
১২| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৫
অর্ক বলেছেন: নিপাট ভদ্রমহিলা বা মেয়ে। খুব আবেগ লেখায়। পড়ে মনে হলো, প্রচুর সময় দিয়েছেন এটায়। ইনি কোন বিভাগে নোবেল পেতে পারেন, শান্তি (উনি জনসেবামূলক কাজেও যুক্ত সম্ভবত। এরকম পড়েছিলাম।) না সাহিত্যে? আমরাও চাই স্বীকৃতি ঝুটুক।
শুভকামনা উভয়ের জন্য।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৯
সনেট কবি বলেছেন: চেষ্টা করা স্বীকৃতির প্রথম শর্ত।
১৩| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:২২
কাওসার চৌধুরী বলেছেন: ব্লগ থেকে পরিচয়; তবে ব্যক্তিগত পরিচয় নেই।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৫
সনেট কবি বলেছেন: মনে হয় তিনি আপনাকে খুব অনার করেন।
১৪| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৪
তারেক_মাহমুদ বলেছেন: অচেনা আপু লেখা ভাল লাগে, অল্প সময়ে বেশ পরিচিতি পেয়েছেন। আপনাকে ধন্যবাদ ধারাবাহিকভাবে ব্লগারদের নিয়ে লেখার জন্য।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৭
সনেট কবি বলেছেন: এখন দেখার বিষয় তিনি অগ্রগতি ধরে রাখতে পারেন কি না।
১৫| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৪
কাওসার চৌধুরী বলেছেন: হতে পারে। ব্লগে আসার পর থেকে উৎসাহ দিয়েছি; পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি; এখনও উনার লেখাগুলোতে কমেন্ট করে উৎসাহ দেই; প্রয়োজন মনে করলে পরামর্শ দেই। হয়তো এজন্য তিনি আমাকেও উৎসাহ দেন।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৯
সনেট কবি বলেছেন: দেখা যাক আপনার সার্বিক সহায়তায় তিনি কিভাবে এগিয়ে যেতে পারেন।
১৬| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:১০
ল বলেছেন: মুগ্ধ হলাম
অনেক ধন্যবাদ স্যার
০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১৭| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:১১
অচেনা হৃদি বলেছেন: কবিতাটা পড়তে পড়তে লজ্জায় লাল হয়ে গেলাম । যে উচ্চ প্রশংসা করলেন এবং আমার কাছে যে মুল্যবান আশাবাদ ব্যক্ত করলেন আমি তার কতটুকু যোগ্য নিজেই জানি না ।
আমার ব্লগে প্রতিনিয়ত নতুন লোকেরা ঘুরে যাচ্ছে । গত রাত থেকে আমার ব্লগ দর্শনকারিদের তালিকায় সবার উপরে সনেট কবি অবস্থান করছিলেন । এখন বুঝতে পারলাম সম্মানিত সনেট কবি কেন এতো মনোযোগ দিয়ে আমার ব্লগ দেখেছেন ।
আপনার সনেটে আমার নাম আসাটা আমার জন্য অনেক সম্মানের । আমাকে যে সম্মান দেখালেন এর প্রতিউত্তরে কি বলা উচিৎ বুঝতে পারছি না । আমি যদি ব্লগার সামুপাগলা হতাম এখন একটা চমৎকার মানানসই প্রত্যুত্তর লিখে দিতে পারতাম ।
কবিতায় যারা মন্তব্য করে শুভকামনা জানালেন তাঁদের প্রত্যেককে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ।
ধন্যবাদ সনেট কবি । সুস্থ থাকুন, সুন্দর থাকুন, একটি সুন্দর দীর্ঘজীবন লাভ করুন । শুভকামনা রইল ।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫২
সনেট কবি বলেছেন: মন্তব্য অবশ্যই ভাল হয়েছে।
১৮| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমাদের পিচ্চি হৃদিকে নিয়ে সনেট কবির এই প্রয়াসকে কী দিয়ে মূল্যায়ন করব ভেবে পাচ্ছি না! বোঝাই যাচ্ছে অতি অল্পদিনের মধ্যেই হৃদি কতটা জনপ্রিয় হয়েছেন ব্লগে! কবিতার কথাগুলো একেবারে মোক্ষম হয়েছে! আমার পক্ষ থেকেও তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা! আর হৃদিকে নিয়ে মনকাড়া সনেট লেখার জন্য সনেট কবিকেও অফুরন্ত শুভেচ্ছা! ভালো থাকুন দু’জনই!
০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৩
সনেট কবি বলেছেন: ছোট হলেও ছোট নয়। গুণের দিক থেকে বেশ পরিপক্ক হয়েই উঠছে বলে মনে হলো।
১৯| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তুলনা হয়না।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ কমন মামা।
২০| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১:০৩
নাজিম সৌরভ বলেছেন: ভালো লিখেছেন, উভয়ের জন্য শুভকামনা!
০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২০
সনেট কবি বলেছেন: হয়ত ব্লগাররা তার থেকে অনেক ভাল পোষ্ট পাবে।
২১| ০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৪৫
সিগন্যাস বলেছেন: প্রিয় সনেট,
হৃদির গল্প পড়ে আমিও মুগ্ধ হয়।সে খুবই ভাল লেখে
০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৩
সনেট কবি বলেছেন: ভালপোষ্ট না পেলে ব্লগে এসে শান্তি পাওয়া যায়না।
২২| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ জনাব রাজিব নুর।
চাচা অনেক ধন্যবাদ।
০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৫
সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা প্রিয় ভাইপুত।
২৩| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৪
নতুন নকিব বলেছেন:
অচেনা হৃদি ভাল লিখেন। তাকে নিয়ে কবিতা ভাল হয়েছে। লাইক দিলাম। শুভকামনা আপনার এবং তার জন্য।
০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২৪| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ছোট্টহৃদি দিনে দিনে বড় হয়ে উঠছে
চমৎকার সনেট
শুভেচ্ছা উভয়ের জন্য।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৩
তারেক ফাহিম বলেছেন: ব্লগার অচেনা হৃদি
ব্লগার আমার কাছে এখনও অচেনা মনে হল