![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
কবি নূর-ই-হাফসা ছন্দ রঙে মেখে
ফুল পাখিদের গান, একলা আকাশ
দোদল দোলার দোলে টেনে ধরে রাশ
ইচ্ছে হলে পদ্য দলে কি আলো ছড়ান।
পদ্মসম পদ্যদলে পদ্ম চোখে দেখে
প্রভাত বেলা হাঁটেন।এলোমেলো কাশ
ফুলদলে ছুঁয়ে ছুঁয়ে কথার প্রকাশ
করে,তা’দিয়ে সবার অন্তর জুড়ান।
আলোর ভিতর আলো প্রতিটি পাতায়
একটু একটু করে উঁকিঝুঁকি মারে
দু’টি অবাক চোখে কবি দেখে তায়
চোখ ফিরিয়ে সেদিক দেখে কবিতারে,
বেঁধে ছন্দে পদ্য কথা ঢেউ টলমল
করেন সর্বদা কবি প্রদীপ্ত উজ্জ্বল।
ব্লগার নূর-ই-হাফসা
০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:১১
সনেট কবি বলেছেন: এ হলো আপনার চা।
২| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৩
শামচুল হক বলেছেন: আমি দ্বিতীয় হলাম আমারে কি দিবেন?
০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৮
সনেট কবি বলেছেন: আপনার জন্য চকলেট
৩| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:১১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৩
তারেক_মাহমুদ বলেছেন: হাফসা আপু ভাল ব্লগার , আপনাদের ডুজনকেই শুভেচ্ছা।
০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:১১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব তারেক।
৫| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাফসা আপুর জন্য সনেট লেখায় সনেট কবিকে ধন্যবাদ! আর আপুর জন্য শুভকামনা! আপনারা দু’জনই ভালো, সুন্দর ও সুস্থ থাকুন!
০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৩
সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জনাব সম্রাট।
৬| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনার সনেট পড়ার জন্য উনি ব্লগে এসেছেন দেখলাম
০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৪
সনেট কবি বলেছেন: তাঁর কবিতা দেখেই মূলত আমি কবিতা লিখেছি।
৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:০১
নূর-ই-হাফসা বলেছেন: চাঁদগাজী ভাই ওনি লেখার আগেই এসেছি ।
আমি আসার পরে লিখেছেন ।
কবিতা দারুণ লাগলো ।
নিজেকে নিয়ে লেখা তাই বেশি ভালো লাগছে । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৬
সনেট কবি বলেছেন: আপনার ছন্দটা খুব পছন্দ হওয়ায় মূলত আমি আপনাকে নিয়ে কবিতা লিখলাম।
৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:১০
পদাতিক চৌধুরি বলেছেন: আপুকে আমার অন্তরের সালাল। অত্যন্ত বিচক্ষণ ও ভালো মনের মানুষ। সনেটটিও বেশ হয়েছে।
আপনাদের দুজনকে শুভেচ্ছা নিরন্তর ।
০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৭
সনেট কবি বলেছেন: তাঁকে উন্নত মানের মানুষ বলেই মনে হয়।
৯| ০৮ ই জুলাই, ২০১৮ ভোর ৬:১২
সিগন্যাস বলেছেন: উনি দীর্ঘদিন পরে আসলেন।আপনার কবিতাটা এক ভাল ওয়েলকাম পোষ্ট হয়ে রইলো।প্লাস দিসি
১০| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার লেখা নিয়মিত পড়ি কবি! শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৮
পবন সরকার বলেছেন: প্রথম হলাম, কবি ভাই চা দেন।