![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
জনাব ঠ্যঠা মফিজ বদ্ধপরিকর
জানাতে মানুষ জনে অজানা অনেক
স্মৃতিকথা ইতিহাস।দেখি এক এক
করে আসে রত্নকথা ব্লগের পাতায়।
মনমুগ্ধকর এক জ্ঞান সহচর
আমরা পেয়েছি ব্লগে।লেখায় প্রত্যেক
যেন কত রত্ন ঝরে, বিস্ময় অনেক
সেথায় ছড়ানো যেন প্রতিটি কথায়।
ঠ্যঠা মফিজের পোষ্ট মনে এনে শান্তি
দূরকরে দেয় নিত্য অফুরান দুঃখ।
খসেপড়ে মন থেকে জমেথাকা ভ্রান্তি
যথাযথ জ্ঞানলাভে, যেথা আছে সুখ।
উপহার থেকে তাঁর জেনে কত কথা
আমরা ছাড়তে পারি অনেক অযথা।
ব্লগার ঠ্যঠা মফিজ
০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ চৌধুরী ভাই।
২| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠাঠা ভাই আর সনেট কবির জন্য শুভ কামনা।
০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
সনেট কবি বলেছেন: আপনি গুণীজন নিয়ে লিখছেন। নূরুভাই তেমন কিছু লিখছেন। বেশ ভাল লাগল। আপনার লেখা পড়ে এলাম। তবে এখনো মন্তব্য করিনি। আরো পড়তে হবে। আর আমার কাজ ব্লগারদের নিয়ে লেখা। আমি তাদেরকে পুস্তকের ফ্রেমে আটকাতে চাই। দোয়া করবেন যেন সফল হই।
৩| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপনার উৎসাহ পেয়ে এই ব্লগার মধ্যযুগের কাহিনী ফেলে আদিযুগে চলে যান কিনা, ভাবছি!
০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সনেট কবি বলেছেন: তিনি যা লিখছেন সেটাও বেশ উপভোগ্য।
৪| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৫
ব্লগ মাস্টার বলেছেন: ওনার তুলনা হয়না।
০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫১
সনেট কবি বলেছেন: ইতিহাস বর্ননায় তিনি অনন্য।
৫| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৬| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৪
নীলপরি বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন ওনার সম্পর্কে । ++
দুজনকেই শুভকামনা
০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: সনেট কবি, এটা কাজের কাজ হয়েছে একটা | এই না ঠ্যাটা ব্লগারের আমি খুব ভক্ত |তার ইতিহাসের পোস্টে সবসময়ই আমার ঐতিহাসিক ভালোলাগা থাকে |
আগের পোস্টটা আপডেট করেছি ফটো দিয়ে দেখবেন সময় করে | ওমেরার সাথে মাল্টি নিকে নোংরামি করার নাটেরগুরু ব্লগ রাজাকার কবি শাহরিয়ার কবীর ও তার নোংরামির ইতিহাস ও প্রমান (স্ক্রিনশট দেওয়া হবে অচিরেই)
৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
খুবই ভাল লাগল। ঠ্যা ঠ্যা ভাই খুশি হবেন নিশ্চয়!
৯| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩০
ঠ্যঠা মফিজ বলেছেন: আমার থেকেও আরো অনেক গুণীজন আছেন ব্লগে তাদের তুলনায় আমি খুব নগ্ন একজন লেখক ।আমায় নিয়ে সনেটে মুগ্ধ এবং কৃতজ্ঞতা ।আপনার মঙ্গল কামনা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! বেশ ভালো লাগলো প্রিয় মফিজ ভাইকে নিয়ে লেখা সনেটটি। অভিনন্দন মফিজ ভাইকে। কবিকে অনেক ধন্যবাদ। কবির এই প্রচেষ্টা বয়ে চলুক নিরন্তর।
অনেক শুভেচ্চা দুজন প্রিয় মানুষকে।