![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
কে সৈয়দা গুলশান ফেরদৌস জানা?
তিনি বঙ্গালীর গর্ব ব্লগের জগতে
সতত প্রতিভা তাঁর পরতে পরতে
ছড়ানো ছিঁটানো আছে স্বচ্চ টলমল।
সামুব্লগ মালকিন, নেই যাঁর মানা
সামুব্লগে প্রবেশের কর্তৃপক্ষ হতে
এটা চলে সকলের রুচিশীল মতে
চাঁদের জোছনা যেন হীরে ঝলমল।
সামুব্লগে নবতর সৃষ্টির উল্লাস
উম্মাদ নদীর মত চলতেই থাকে
জানার এরাজ্যে সুখে করে বসবাস
কতজন সময়ের অবসর বাঁকে।
সাহিত্যের কতফুল ঝরে যে হেথায়
বিশ্বজুড়ে সামুরাজ্যে প্রতিটি বেলায়।
ব্লগার জানা
সনেট-১
সনেট কাব্যে সামু ব্লগার
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। এটকি আপনার নিজের লুক?
২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: জ্বী।
এটা আমি নিজে।
ধন্যবাদ সনেট কবি।
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৪| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭
কথার ফুলঝুরি! বলেছেন: সামুর এডমিন সম্পর্কে জানা ছিলনা। যাই হোক সনেট কবির সনেটের মাধ্যমে জানা হল অনেকটা।
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫
সনেট কবি বলেছেন: মনে করলাম ব্লগারেরা তাদের এডমিন সম্পর্কে কিছু অন্তত জানুক।
৫| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪
সিগন্যাস বলেছেন: উনাকে তো ব্লগে কখনো দেখিনাই
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭
সনেট কবি বলেছেন: সে জন্য আমি খানিক দেখার ব্যবস্থা করলাম।
৬| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬
লাবণ্য ২ বলেছেন: আপনার সনেটের মধ্য দিয়ে জানা হলো তাকে।
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫
সনেট কবি বলেছেন: যাক অবশেষে জনাব জানাকে জানলেন।
৭| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: জানা আপা এবং আরিল্ড সামহুয়ার ইন ব্লগের জন্য স্মরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন।
১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১২
সনেট কবি বলেছেন: এমন একটা প্লাটফর্ম তৈরী করার জন্য তাঁদেরকে মনে রাখতেই হবে।
৮| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪১
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ সনেটকবি- কবিতা এখন দু-রকম : দালালি ও গালাগালি। ( হুমায়ূন আজাদের প্রবচনগুচ্ছ )
১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪২
সনেট কবি বলেছেন: স্বীকৃতির খাতায় তবে কিছুই নেই?
৯| ১১ ই জুলাই, ২০১৮ রাত ২:০৬
নীল মনি বলেছেন: উনার নাম গুলশান দেখছি আমিও গুলশান
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮
সনেট কবি বলেছেন: গুলশান বেশ সুন্দর নাম।
১০| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১১
ঠ্যঠা মফিজ বলেছেন: অভিন্দণ সৈয়দা গুলশান আরা ফেরদৌস জানা আপাকে এবং অশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের মত সাধারন লেখকদের কথা ভেবে এমন একটি সুন্দর স্থান উপহার দেয়ার জন্য।
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮
সনেট কবি বলেছেন: নেট খুঁজে তাঁর নামের সাথে আরা শব্দটি পেলামনা।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর , সুন্দর এবং সুন্দর।