![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ওমেরা কবীর যুদ্ধ প্রচন্ড রকম
নাড়িয়ে দিয়েছে সব ব্লগারের মন
দু’পক্ষ বুঝতে চায় কে কার আপন
দিশেহারা ব্লগারেরা ছুটোছুটি করে।
দু’পক্ষই যেন তারা দু’পক্ষের যম
সৈন্যদল মনেপ্রাণে থেকে চনমন
যুদ্ধক্ষেত্রে থেকে তারা লড়ে প্রাণপন
নিরিহ ব্লগার দেখে মরে যায় ডরে!
কাদা ছোঁড়াছুঁড়ি চলে মনেতে নির্দয়
কে কারে মাখবে কাদা সকলেই ভাবে
এভাবেই অহেতুক করে শক্তি ক্ষয়
অবশেষে তারা সবে অশ্বডিম্ব পাবে।
নিভাতে মনের সব ক্ষোভের অনল
এসো সবে মিলেমিশে ঢেলে দেই জল।
১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫২
সনেট কবি বলেছেন: তবে কি কবীরের বিদায় কামনা করেন?
২| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: না, কবীরের বিদায় কামনা করছিনা। তারা দু'জনে দু'জনের মতো করে লিখুক।
১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৬
সনেট কবি বলেছেন: আমিও তাই বলি, তারা ব্লগিং করুক এবং ঝগড়া বন্ধ করুক।
৩| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৫
স্রাঞ্জি সে বলেছেন: ব্লগে সবাই মিলেমিশে থাকলে কিছু ব্যক্তির পাছা চুলকায়।
এ ধরণের লোক থাকবেই।
তাই বলে নিস্তেজ নই।
সবাই কাঁধে কাঁধ মিলে ব্লগ করে যাবো।
১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৭
সনেট কবি বলেছেন: মিলেমিশে থাকার বিকল্প নেই। এ সহজ কথাটা আমরা সবাইকে বুঝাতে চাই।
৪| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
ভাবছি, ওমেরার সমস্যা নিয়ে উনার গ্রামবাসী ব্লগ অবরোধ করেন কিনা!
১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৯
সনেট কবি বলেছেন: তার পক্ষে বড় বড় যোদ্ধারা যুদ্ধে নেমে পড়েছেন। আপনার কথা অমূলক নয়।
৫| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয় সনেট ভাই, এখন দেখি ব্লগে আমারই মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে। আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে।
আগের পোষ্টগুলো পড়েছেন নিশ্চয় ?
এতোদিন আমাকে চিনতে তাদের কষ্ট হল,আর এখন এসে খুব সহজে আমাকে কিভাবে চিনে ফেললো ?একটু ওদের কাছে খবর নিন তো,ওরা কী দেওয়ানবাগীর তাবিজ নিয়ে আমাকে ধরেছে কিনা? সত্য হল এই যে, মিথ্যা কথার ভিত্তি একটু শক্ত হয়। লাফাচ্ছে লাফাতে দেন।এসব নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই।আমি আর কিছু বলব না।
১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:১২
সনেট কবি বলেছেন: আপনি অদৃশ্য প্রতিপক্ষ তথা নাটের গুরু খ্যাত। তবে তাদের অভিযোগের স্বপক্ষে শক্ত কোন প্রমাণ আছে বলে মনে হয়না।
৬| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৬
শামচুল হক বলেছেন: কবি ভাই, এতদিন জানতাম ওমেরা, আপনি লিখেলন ওমেরা কবীর যুদ্ধ, এতে বোঝা যাচ্ছে ওমেরা কবীর একজনের নাম, ওমেরা আর কবীর যদি আলাদা আলাদা নাম হয় তাহলে মাঝখানে একটা কমা দিয়ে আলাদা করে দিন। বিষয়টি দৃষ্টি কটু হয়েছে।
১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৯
সনেট কবি বলেছেন: তাদের যুদ্ধটাও দৃষ্টি কটু। সেজন্য কটু দিয়ে কটুর প্রতিবাদ। কথায় বলে কাজ নেইতো খই ভাজ। কেনরে বাপু কেন এ সব আজাইরা ক্যাচাল?
৭| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:২২
ফেনা বলেছেন: জনাব আইচ্চাতে।
১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৫
সনেট কবি বলেছেন: প্রিয় কবি এবার প্রপিক ঠিকঠাকমত হয়েছে।
৮| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: ঘটনা খুব জটিল, কি বলবো আমার সামান্য বিদ্যেয় কুলচ্ছে না।
১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৯
সনেট কবি বলেছেন: এখানে কোন পক্ষই তাদের গুরুতর অভিযোগের সঠিকতার যথেষ্ট প্রমাণ দিতে পেরেছে বলে মনে হয়না।
৯| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৬
সুমন কর বলেছেন: দু'জনই ভালো ব্লগার। সব সমস্যা বা ভুল বুঝা-বুঝি দূর করে সুস্থ পরিবেশে ব্লগিং করুক, এটাই কাম্য। কারণ আমাদের একটাই বড় পরিচয় - আমরা সবাই সহ-ব্লগার।।
১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২১
সনেট কবি বলেছেন: কিন্তু তাদের মনমালিন্য যেন থামতেই চায়না।
১০| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: গ্রেট গ্রেট চাচাজ্বী গ্রেট।
১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ ভাইপো।
১১| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪
সিগন্যাস বলেছেন: আপনিও যুদ্ধ শুরু করে দিন হে কবি
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬
সনেট কবি বলেছেন: আমি যুদ্ধ নয় বরং শান্তি কামনা করছি।
১২| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২২
সাহসী সন্তান বলেছেন: তেল্মারায় আপনি যে ইতিহাস বিখ্যাত এটা অবশ্য ব্লগের কারোরই অজানা নেই। তবে এই ধরনের উস্কানিমূলক কবিতা এবং শিরোনাম দিয়ে আপনি তেল্মারার পাশাপাশি নিজের আরো একটা পরিচয় ফুটাইয়া তুললেন...
শিরোনামে 'ওমেরা কবীর যুদ্ধ' না দিয়া আপনি খুব সহজেই অন্য কিছুও ব্যবহার করতে পারতেন। কিন্তু তা না করে অত্যন্ত সুক্ষ্মভাবে বিষয়টাকে তো উস্কাইয়া দেছেনই, পাশাপাশি কিছু হিটও খাইয়া গেলেন! ভাল তো ভাল না!
আপনি মুরুব্বি মানুষ। কোথায় জুনিয়ররা গন্ডগোল বাঁধাইলে সেটা থামাইবেন। অথচ তা না করে আরো বরং সেটা উস্কাইয়া দিয়া দূর থেকে মজা লুটতেছেন! আসলে এটার থেকেই বোঝা যায় আপনার মন মানসিকতা ঠিক কতটা ছোট!
শাহরিয়ার কবীর এবং ওমেরা দু'জনেই ব্লগের অত্যন্ত ভাল এবং গুনী লেখক! অন্তত আমি তাদের যে কয়টা ব্লগ পড়েছি, একটাও খারাপ পাই নাই। তাছাড়া তারা মিউচ্যুয়াল আন্ডারস্ট্যান্ডিং-এও যথেষ্ট ভাল! সুতরাং তাদের নিয়ে আপনার এধরনের একটা শিরোনাম দিয়ে কবিতা প্রসব করাটা খুবই দুঃখজনক!
ব্লগ হল মত প্রকাশের জায়গা। এটা ব্লডি ব্যাটল ফিল্ড নয় যে, এখানে একজন আর একজনের সাথে মল্লযুদ্ধে নামবে! সুতরাং আশাকরি বিষয়টা শুধরে নেবেন! ভাল থাকবেন!
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৮
সনেট কবি বলেছেন: আপনি যা বলেছেন সেটা হয়ত সবার মত নয়।
১৩| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭
তারেক ফাহিম বলেছেন: দুজনেই পুণরায় সুষ্ঠভাবে ব্লগিং করুক।
কেউ যাতে ব্লগ ছেড়ে না যায়।
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬
সনেট কবি বলেছেন: এটা আবার কে?
১৪| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: আমি অত্যন্ত ব্যাথিত, এমন দুজন গুনি মানুষকে নিয়ে এমন একটি পরিস্থিতি তৈরী হওয়ায়। দুজনকে আমার অন্তরের শ্রদ্ধা । উপরওয়ালার কাছে প্রার্থনা যত দ্রুত ওনাদের এই ভূল বোঝাবোঝির অবসান হয়। আমরা সবাই ওনাদের জন্য উদ্বিগ্ন ।
( কবি ভাই, আমার সর্বশেষ পোষ্টে আপনার আমন্ত্রণ রইল)
শুভ কামনা জানবেন।
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬
সনেট কবি বলেছেন: আপনার পোষ্ট দেখলাম এবং সাকুল্যে অনেক ভাল লাগল।
১৫| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪
ঠ্যঠা মফিজ বলেছেন: সবাইকে মিলেমিশে থাকতে হবে। না হলে ব্লগকি চলে।
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৭
সনেট কবি বলেছেন: সেই মিলমিশটাই আমাদের সবার কাম্য।
১৬| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৩
আলী আহসান বলেছেন: শান্তি কামনায় চমৎকার লেখা
১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:২০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
১৭| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪১
তারেক ফাহিম বলেছেন: শ্রদ্ধেয়, আ. আ.মি আরকি।
বুড়ো লোকটি
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০
সনেট কবি বলেছেন: সেটাই ভাবছি। কি থেকে কি হয়ে গেল!
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ডাবল সেঞ্চুরি করার জন্য শুভেচ্ছা ।।
ওমেরা আমাদের মাঝে থাকুক, ওমেরাকে ভালোভাবে লিখতে দেয়া উচিৎ ।