![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল কুদ্দুস পরম পবিত্র মালিক,
গুণের নিরিখে যাঁর অনন্য সৃজন
অবলোকে জ্ঞানীগণ নিবাসে নির্জন
বিমোহীত হয়ে পড়ে ধ্যানমগ্নতায়।
আহা কি চমৎকার সে শ্রেষ্ঠ খালিক
যার সৃষ্টিরূপ দেখে স্থবির নয়ন
কতরূপ চারুকারু অপূর্ব চয়ন
যেথায় ঘাটতি নেই সামান্য মাত্রায়।
অপরূপ শিল্পশৈলি নেই দূর্বলতা
যাতে নেই খুঁত কোন, শূণ্য যাতে ত্রুটি
তেমন সৃষ্টির রাজ্যে নেই মলিনতা।
তাঁর কাজে বদনামে চির দিয়ে ছুটি
দেখবে অঠাঁই তাঁর করুনার তল,
পবিত্র দোষের থেকে গুণেতে সচল।
কুদ্দুছু
কুদ্দুছু নিখুঁত কাজে ত্রুটিহীন তিনি
যাবতীয় দোষ থেকে পবিত্র এ সত্ত্বা
যেখানে যেমন চাই তেমনটা আছে
বেশী-কম নেই কিছু যথাযথ সব।
কুদ্দুছের অনুভবে চোখ থাকা চাই
নিজেকে নিজেই দেখ আয়নায় চেয়ে
অঙ্গ সব ঠিকঠাক আছে যে সাজানা
পারবেনা একটার বিকল্প ভাবতে।
আলাদা আলাদা সব আঙ্গুলের ছাপ
শতশত কোটি জনে মিল নেই কোন
এতশত ভিন্নতায় নিখুঁত সৃজন।
সৃষ্টি দল দেখে দেখে এনত মস্তক
কুদ্দুছের ভাবনায় হয় অবনত
এভাবেই তাঁকে চিনে মেনে নিতে হয়।
১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫০
সনেট কবি বলেছেন: অকৃতজ্ঞ মানুষ তার সৃষ্টিকর্তা সম্পর্কে অমনোযোগী।
২| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর খুব সুন্দর।
১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ ভাইপুত।
৩| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২
স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল সনেট কবি ভাইয়া।
++
১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
হাবিব বলেছেন:
"আল-কুদ্দুস" নামের ফজিলত
আল-কুদ্দুস আল্লাহ সতত পবিত্র
মহান পবিত্রতায় ব্যধি মুক্ত করে,
সর্বদায় জিকিরে যে কুদ্দুস কে স্মরে
ঈমান প্রভুতে রাখে আল্লাহর ডরে।
যোহর নামায পড়ে প্রতিদিন তুমি
পূত করতে চাইলে হৃদয়ের ভূমি
এখনই এ নামের মহিমায় চুমি
থাকবেনা রোগ শোক মানুষের ঘরে।
শিরকের কুলষিত মহা পাপ থেকে
মুক্তি মিলবেই জানি তাঁহাকেই ডেকে
অন্তরেও শান্তি পাবে ঈমানটা মেখে।
ঈমানের মধু স্বাদ চাও যদি খেতে
বেহেশত সুখ যদি চাও তুমি পেতে
কুদ্দুস মহান রব হবে মেনে নিতে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২৮
সিগন্যাস বলেছেন: বাহ কবিতা পাঠে অভিভূত হলাম । ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি