![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
উপর থেকে দেখে এক চক চকে টাক
কি করল কাক কাকা, অবস্থা চরম!
অভিজাত অনুষ্ঠানে কেমন শরম!
মরুভূমি মাথাটাই হয়ে গেল হেট।
ধুর ধুর ওরে ব্যাটা থাক দূরে থাক
সকলেই বলে যায়, কথার বেদম
মার খেয়ে যেন বের হয়ে যায় দম
ওরে কেরে তাড়াড়াড়ি খুলেদেনা গেট।
ঘোলা চোখে অবশেষে গেট খোলা পায়
বাঁচাগেল, জনতার নাক সিঁটকান
দেখা থেকে। অনুষ্ঠান? থাক এযাত্রায় ।
বাসায় ফিরার চেষ্টা ধরে দ্রুত যান
উদ্ধার হওয়াগেল গোছলের পরে
মনচায় মাথা ছিঁড়ে কাউয়াটা ধরে।
১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১২
সনেট কবি বলেছেন: নিদারুণ বিরক্তিকর অভিজ্ঞতা!
২| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৬
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: কাক নিয়েই সনেট ! এ'ভোর সকালে,
কালো খাসির সনেট, তা কেমন চলে ?
১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫১
সনেট কবি বলেছেন: চলে।
৩| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৭
খান উম্মে হাবিবা বলেছেন: ওয়াও! সনেট! চরম!
১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫২
সনেট কবি বলেছেন: এমন অবস্থায় যারা পড়ে তারা বুঝে অবস্থা কেমন চরম!
৪| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৩
ঋতো আহমেদ বলেছেন: এটা ভালো হয়েছে। সেই রকম। তবে, কাউয়ার ছবিটার রেজুলেশন ভালো না। স্রাঞ্জির কাউয়াটার লুক নাইস। কবিতায় ++
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৫| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: হে কাক!!
কালো কাক !!
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০১
সনেট কবি বলেছেন: গুরুতর পাখি
৬| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন হইছে।
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ মামা। তবে আপনার প্রপিক আপনার ভাগ্নে বউয়ের বড় অপছন্দ!
৭| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৯
চাঁদগাজী বলেছেন:
দোয়েল, কোয়েল বা কোকিলের হলে কোনভাবে সারা যেতো, কিন্তু কাকের! ইয়াক!
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪
সনেট কবি বলেছেন: সমস্যাটাতো সেখানেই।
৮| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৩
সিগন্যাস বলেছেন: হে হে হে মজা পেলাম
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৯| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২
কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! এমন হয়েছিল আমারও একবার
১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
সনেট কবি বলেছেন: এক দিন দেখি দু’জন রিক্সা আরোহীর সেকিদূরবস্থা!
১০| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০০
চঞ্চল হরিণী বলেছেন: হাহাহা খুব মজা পেলাম ভাই। কাক নিয়ে সনেটটা সত্যি খুব ভালো হয়েছে।
কাকের জীবন ধন্য হল। আমরাও ব্যাতিক্রম স্বাদ পেলাম।
১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
সনেট কবি বলেছেন: কিন্তু দূঃখের বিষয় কাক সেটা জানবেনা কোন দিন। আর যদি জেনেও যায় আর তারা যদি আমার জন্য কিছু ত্যাগ করে তবেতো বিপদ!
১১| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৫
নতুন নকিব বলেছেন:
এই কাক অভিজ্ঞতা কি আপনার নিজের ছিল?
১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪
সনেট কবি বলেছেন: এখানে যে গল্প সেটা আমার না। তবে কাকের অভিজ্ঞতা আমারো ছিল।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০৯
স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল কবি ভাইয়া।
ভাল লাগল কবিতা ।