| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সনেট কবি
	রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

ব্লগার স্রাঞ্জি সে ঘুরে পথ বাঁকে বাঁকে
দেখে পৃথিবী যেথায় নির্মোহ বহতা
নদীর মত দূরন্ত সেথায় সততা
ছড়িয়ে দিতে, যেন তা’ সহজে ছড়ায়।
তাঁর কবিতারা সব ভাবনার ফাঁকে
প্রত্যাশার জ্বাল বুনে । বিমর্ষ মুগ্ধতা
প্রশান্ত অন্তর রাজ্যে আনে নিরবতা
যা মনকে নির্বিকার আবেসে জড়ায়। 
কবি কথায় জীবন্ত বার্তা খেলা করে
মুক্তির আনন্দে বসে উল্লাসের হাঁট
কেউ এসে নিরিবিলি দু’টি হাত ধরে
নায়ে চড়ে চলে যেতে কবি খোঁজে ঘাট।
নীল আকাশের তলে সবুজের কোলে
কবির উদাস মন উঠে দোলে দোলে।
ব্লগার স্রাঞ্জি সে
 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩৩
সনেট কবি বলেছেন: প্রিয় গল্পকার ও নাট্য পরিচালক আশাকরি আপনিও জাতিকে ভাল কিছু উপহার দিবেন।
২| 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৫১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৩| 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
তিনি অনুপ্রাণিত হবেন।
 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৫২
সনেট কবি বলেছেন: হয়তবা
৪| 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:১২
নতুন নকিব বলেছেন: 
বেশ লাগলো। একের পর এক ব্লগারদের অনুপ্রানিত করে যাওয়ায় শুভেচ্ছা।
 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৫২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৫| 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:১৯
চাঁদগাজী বলেছেন: 
নিকটা দেখি,  কিন্তু উচ্চারণ করতে পারি না; মানুষ ক্রমেই কঠিন হওয়ার চেষ্টা চালাচ্ছে?
 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৫৩
সনেট কবি বলেছেন: মানুষের পছন্দে বৈচিত্র রয়েছে।
৬| 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৫৩
এ.এস বাশার বলেছেন: অনুপ্রাণিত । প্রত্যাশা যদি হতে পারতাম এমন কেউ.....অনেক অনেক শ্রোদ্ধা...
 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৫৪
সনেট কবি বলেছেন: চেষ্টা করলে হয়ত হবেন।
৭| 
১৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:০০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্লগার স্রাঞ্জি সে, ছেলে? না মেয়ে? নাকি মাঝামাঝি?? ![]()
 
১৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:০৯
সনেট কবি বলেছেন: সেটা তিনি ভাল বলতে পারবেন।
৮| 
১৮ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৪৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্রাঞ্জির প্রতি শুভ কামনা। 
একটা কথা, এখানে আমাদের সবার  পরিচয় ব্লগার। তবে লিঙ্গ পরিচয় জানার আমাদের অধিকার আছে, স্রাঞ্জি পুরুষ লিঙ্গ নাকি স্ত্রী লিঙ্গ?   
অনেক সময় সম্বোধন করতে গিয়ে ভুল হলে হাস্যরসের সৃষ্টি হয়।
 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৩
সনেট কবি বলেছেন: আশাকরি স্রাঞ্জি সে আপনার কথার জবাব দেবেন।
৯| 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: কবির প্রচেষ্টাকে অন্তরের শ্রদ্ধা জানাই । জুনিয়রদের যেভাবে উৎসাহিত করছেন, তা অতুলনীয়। ব্লগার স্রাঞ্জি সেকে দেখলে আরও খুশি হতাম। হয়তো খুব ব্যস্ত আছে বোধহয়। একসময় নিশ্চয় দেখবে আশাকরি । অভিনন্দন স্রাঞ্জি সেকে। 
দুজনকে অনেক শুভেচ্চা।
 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৫
সনেট কবি বলেছেন: আসি তাঁর দেখার অপেক্ষায় রয়েছি। জানিনা বিষয়টি তাঁর নজরে পড়ে কি না।
১০| 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
চঞ্চল হরিণী বলেছেন: 'স্রাঞ্জি সে' নিকটাই বৈচিত্র্যময়। ভালো লাগে আমার। নদীর মতই দুরন্ত তাঁর সততা। উনার মন্তব্যগুলোতেও এর প্রমাণ পাওয়া যায়। অনেক শুভকামনা স্রাঞ্জি সে এবং সনেট কবি ভাইয়ার জন্য।
 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৫
সনেট কবি বলেছেন: কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
১১| 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪৬
স্রাঞ্জি সে বলেছেন: আমার প্রীতি ও শুভেচ্ছা নিয়েন জাঁহাপনা
 আজ মন আমার আনন্দে আত্মাহারা,
আপনার সনেট রাজ্যের সিংহাসনের দেওয়ালে
 তুলে ধরেছেন অবলীলায় এই ক্ষুদ্র প্রজাটাকে। 
উল্লাসিত লগ্নে বিভোর ধ্রুপদীর আশা 
যুগযুগ পূর্ণতা পাওয়ার এই কামনা।
 জাঁহাপনা,  আপনি মানব না অন্য কিছু। কিভাবে পারলেন এত সহজে একটা মানুষের মনের ভিতর ঢুকে যেতে। প্রতিটি পঙত্তি যেন আমার মনের কথা। যেন মনে হচ্ছে, গভীর অরণ্যে পুঁতে রাখা এই কথাগুলো চুরি করে নিয়ে আসছেন আপনি।   
আপনার প্রতি ভালবাসা অবিরাম। সুস্থ থাকুন এই কামনা। বেঁচে থাকুক আজীবন আপনার সনেট কবিতার রাজ্য। 
সাথে সব ব্লগারের প্রতি শুভকামনা নিরন্তর। 
 
১৯ শে জুলাই, ২০১৮  রাত ১২:২৩
সনেট কবি বলেছেন: আপনার মন্তব্য খুব সুন্দর হয়েছে।
১২| 
১৯ শে জুলাই, ২০১৮  রাত ১২:১৫
স্রাঞ্জি সে বলেছেন: চাঁদগাজী বলেছেন: নিকটা দেখি, কিন্তু উচ্চারণ করতে পারি না; মানুষ ক্রমেই কঠিন হওয়ার চেষ্টা চালাচ্ছে? হা হা হা,  মানব মাত্রই বৈপরীত্য। বিজ্ঞান আমাদের সহজ করে দিচ্ছে, আর আমরা তার একটু আধটু বিরাগভাজন হতেই পারি।  
পাঠকের প্রতিক্রিয়া !বলেছেন:  ব্লগার স্রাঞ্জি সে, ছেলে? না মেয়ে? নাকি মাঝামাঝি??  আপনার কথা শুনে আমার শান্ত দেহ  অক্টোপাসের মত কিলবিল করতে থাকে। আপনাকে আমি বলবনা। 
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একটা কথা, এখানে আমাদের সবার পরিচয় ব্লগার। তবে লিঙ্গ পরিচয় জানার আমাদের অধিকার আছে, স্রাঞ্জি পুরুষ লিঙ্গ নাকি স্ত্রী লিঙ্গ? অনেক সময় সম্বোধন করতে গিয়ে ভুল হলে হাস্যরসের সৃষ্টি হয়।  আপনার কথার সাথে আমিও একমত। আমারও মাঝে মধ্যে খুব হাসি পাই এই অবস্থায় পড়লে। আচ্ছা যাক, আপনাদের জানার আগ্রহ টাই বলে দিই। যখন কেউ আমাকে আপু বলে সম্বোধন করে তখন আমার খুব হাসি পাই।  আশা করি বুঝতে পারছেন। 
পদাতিক চৌধুরি বলেছেন:  ব্লগার স্রাঞ্জি সেকে দেখলে আরও খুশি হতাম। হয়তো খুব ব্যস্ত আছে বোধহয়। একসময় নিশ্চয় দেখবে আশাকরি । অভিনন্দন স্রাঞ্জি সেকে।  আপনাকেও অভিনন্দন ভাইজান। হা, একটুআধটু ব্যস্তই আছি। সাথে আরেকটা কারণও আছে। আপাতত তাহা থাক। 
 
চঞ্চল হরিণী বলেছেন:  'স্রাঞ্জি সে' নিকটাই বৈচিত্র্যময়। সত্যিই! আপনার কাছে নিক টা বৈচিত্র্যময় লাগছে বিধায় আমার নিজেকেও কেমন জানি লাগতেছে ।  
পরিশেষে সবাইকে আমার অন্তরের অন্তরস্থ থেকে আন্তরিক মোবারকবাদ। সবার প্রতি শুভকামনা। 
 
১৯ শে জুলাই, ২০১৮  রাত ১২:২৫
সনেট কবি বলেছেন: খুব সুন্দর বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩১
কাইকর বলেছেন: চমৎকার ।আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনি ব্লগারদের নিয়ে সনেট কবিতা লিখেন এজন্য ব্লগাররা অনুপ্রেরণা পান ।