![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ভাবেরা দিয়েছে আজ গাঢাকা, জানেনা
কোথায় হারাল তারা; কবি কল্পনায়
তারা আজ নেই কোন জানা ঠিকানায়;
সেজন্য কবির মন দারুন হতাশ।
কবি কত ফুল দেখে, কত পাখি ডানা
মেলে উড়ে, নদী জল কানায় কানায়
পূর্ণহয়ে ঢেউ খেলে, তারারা জানায়
প্রিয়কবি কর ফের ভাবের প্রকাশ!
কবির ঠোঁটের কোনে বিড়ি জ্বলে জ্বলে
ধুম্র ছড়ায় অনেক।প্রিয়ার বিয়েতে
এলোমেলো কবি মন। নয়নের জলে
ভেসে গেছে স্বপ্ন সব অচেনা জগতে।
ভাবেরা পালিয়ে গেছে, কবিতারা চুপ
কবির মনেতে জ্বলে বেদনার ধুপ।
২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৩
সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা।
২| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৭
ফেনা বলেছেন: সন্দর.......+
২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ কবি। আপনার ববিতা প্রায় পড়ি।
৩| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বরাবরের মতো মুগ্ধতা এবারের সনেটেও।
শুভকামনা জানবেন
২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৪| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯
সিগন্যাস বলেছেন: বাহ বাহ চমৎকার লিখেছেন
২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার।
৫| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
সুন্দর!
২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৬| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৫
এ.এস বাশার বলেছেন: বদেনারাও মাঝে মাঝে মুগ্ধতা ছড়ায় ......................
২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২
সনেট কবি বলেছেন: ঠিক বুঝাগেলনা।
৭| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০
এখওয়ানআখী বলেছেন: অনেক বেদনার কবিতা। ভাল লাগল।
২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩
সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।
৮| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কল্পনা। বেশ লাগলো।
অফুরান শুভেচ্ছা।
২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় চৌধুরী ভাই।
৯| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: চাচা আপনার এই সনেটে কিছু সমস্যা আছে মনে হচ্ছে।
অবশ্য আমার ভুলও হতে পারে। আমার মনে হচ্ছে মাত্রায় কিছুটা গণ্ডগোল হয়েছে।
২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬
সনেট কবি বলেছেন: কোন সমস্যা নজরে আসেনি।
১০| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
কবির প্রিয়ার বিয়ে অন্যের সাথে?
২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭
সনেট কবি বলেছেন: তা’সে গল্পের কবি।
১১| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৩
স্রাঞ্জি সে বলেছেন: চলনসই কাব্য।
২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৬
লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য!