![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ঝরঝরে মুঠিমুঠি ঝরেপড়ে তারা
যেন তারা নীলিমায় খসেপড়ে যায়,
একে ছন্দখচা বলি যেন কবিতায়
যেথায় লাবণ্য হলো স্নিগ্ধ নিরুপমা।
পাঠক হৃদয় তাতে হয়ে আত্মহারা
কবিতা সাগর জলে একা সাঁতরায়
মহানন্দে একা একা কি নির্ভাবনায়
ভাবছি এ কবিতার কি দেব উপমা?
লাবণ্য সাহিত্যে তাঁর পক্ষ সঞ্চারণ
করে অনাবিল দর্পে, বিমুগ্ধ পাঠক
পায় তাতে অনুক্ষণ অমৃত চরণ।
কি গল্প কি কবিতার নির্মল সড়ক
অনায়াসে চলে যায় অন্তরের গাড়ি
মুগ্ধতার তালে দিয়ে বহুপথ পাড়ি।
ব্লগার লাবণ্য
২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৩
সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৭
চাঁদগাজী বলেছেন:
লাবন্য সাহিত্যের মানুষ! দেখা যাক, আগামী দিনগুলোতে তিনি কেমন দাগ কাটেন ব্লগারদের মনে।
২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৯
সনেট কবি বলেছেন: বিষয়টা তাহলে আপনারও নজরে এসেছে।
৩| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৪
স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু নিয়েন।
লাবণ্য আপুকে কিন্তু লবণের মত সবখানে জায়গা করে নিতে পারে, কি কবিতায় কি সাহিত্যে।
কবিতায় মন্দ লাগেনি।
২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৬
সনেট কবি বলেছেন: বেশ বলেছেন।
৪| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ২:১৮
চঞ্চল হরিণী বলেছেন: ব্লগার লাবণ্যকে অভিনন্দন। ঠিক বলেছেন, যেন সে নিরিবিলি একা একা সাহিত্যের সাগরে সাঁতরে বেড়ায়। ভেতরে থাকে কাব্যের স্ফুরণ। লাবণ্য আপুর জন্য এবং কবি ও কবিতার জন্য শুভকামনা ।
২৫ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৫৮
সনেট কবি বলেছেন: লাবণ্যের লেখা চমৎকার।
৫| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪৪
লাবণ্য ২ বলেছেন: আমার মতো অতি সাধারন জনকে নিয়ে এমন অসাধারণ সনেট কাব্য! আমি মুগ্ধ,গর্বিত।সেই সাথে লজ্জা ও লাগছে।আমি এতটা প্রাপ্তির যোগ্য নিঃসন্দেহে না।আপনি সুস্থতার সাথে দীর্ঘ জীবন লাভ করুন প্রিয় কবি ।আর এই ভাবেই পাঠকদেরকে আপনার সুন্দর লেখনী দিয়ে মুগ্ধ করে রাখুন।এই কবিতা পাঠ ও মন্তব্যকারীদের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪৬
সনেট কবি বলেছেন: বাস্তবেই আপনার লেখার মান যথেষ্ট ভাল। জনাব চাঁদগাজীও বিষয়টা খেয়াল করেছেন।
৬| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা বেশ ভাল লাগল! ব্লগার লাবণ্যকে শুভেচ্ছা!
২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০১
সনেট কবি বলেছেন: তিনিও ভাল লেখেন।
৭| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: ব্লগার লাবন্য সহজ সরল ব্লগার।
আমার পোষ্টে আসেন। মন্তব্য করেন।
আমি তাকে বোন ডাকি। তার জন্য অনেক শুভকামনা।
চাচা আমি আপনাকেও অনেক পছন্দ করি।
২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০১
সনেট কবি বলেছেন: তাঁকে বেশ ভাল মানুষই মনে হয়।
৮| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১১
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! লাবন্য আপুকে দারুণ ভাবে ধরলেন, হে কবি।
অভিনন্দন আপুকে। ধন্যবাদ প্রিয়কবিভাইকে।
নিরন্তর শুভেচ্চা দুজনকে।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮
সনেট কবি বলেছেন: প্রীশু নিয়েন চৌধুরী ভাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:২২
ল বলেছেন: নি:সন্দেহে ব্লগার লাবণ্য Lucky
খুব সুন্দর রচনা