নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার টারজান০০০০৭

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮



মনের পশুর দলে তাড়নে বিস্তর
মনবনে টারজান অনেক খাটেন
মনেতে গজানো সব জঙ্গল কাটেন
খুরধার কথাদের বুনোছোরা দিয়ে।
অন্যায়ের ধরে টুটি নাদিয়ে নিস্তার
সামান্য কোথাও কোন,এরাজা হাঁটেন
দূর্নিবার দূর্বিনীত, আবার বাটেন
অকথায় চেপেজোরে ভারে পিষেদিয়ে।

তীক্ষ্মধার কথা তার মন্তব্য বেলায়
কেটেকুটে ছারখার করে দেয় ভ্রান্তি
জল কলকলে ভেসে আনন্দ ভেলায়
অবোধে জাগিয়ে বোধ পায়মনে শান্তি।
সবকাজে টারজান উথাল পাথাল
মনেথাকে ঢেউ তার সর্বদা উত্তাল।

ব্লগার টারজান ০০০০৭

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২

কাওসার চৌধুরী বলেছেন:



আপনাকে .....অ.....নে.....ক.... প্রিয় সনেট কবিকে নিয়ে সনেট লেখার জন্য; দুজনের জন্য শুভ কামনা রইলো B-)....

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জনাব।

২| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২

সিগন্যাস বলেছেন: আহা টারজানের জোকস পড়ে নাকি লোকে গাছ থেকে পড়ে যায় । অথচ আমার একবারও হাসি পাইনি ।

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সনেট কবি বলেছেন: মনে হয় আপনার গন্ডারের চামড়া। কাজেই কাতুকুতু দেওয়ার অনেক দিন পর আপনার হাসি শুনা যাবে।

৩| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


টারজন রাজনীতিতে আগ্রহী; আশাকরি, আপনার সনেট উনাকে আরো আগ্রহী করে তুলবে।

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সনেট কবি বলেছেন: রাজনীতির ক্ষেত্রে আপনি সবার আদর্শ।

৪| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

নতুন নকিব বলেছেন:




Nice!

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৫| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী একটা আবদার আছে।

আপনি রোজ কোনো না কোনো ব্লগারকে নিয়ে লিখছেন।
আপনি কি আমার বউ সুরভিকে নিয়ে লিখবেন না?
লিখুন। আমি খুব খুশি হবো।

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

সনেট কবি বলেছেন: কিন্তু সেজন্য তাঁর সম্পর্কে আগে আমাকে জানতে হবে। আমি ব্লগারদেরকে আগে জানার চেষ্টা করি, তারপর কবিতা লিখি।

৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

রাকু হাসান বলেছেন: পড়লাম ..একজন সনেট ময় কবি #:-S

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব

৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আহা কি কবিতা একটা লিখিয়াছেন কবি।ভালো।।। বাহ

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৮| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩২

সনেট কবি বলেছেন: খুব সুন্দর ফুল।

৯| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৮

টারজান০০০০৭ বলেছেন:
"আমার আলোচনা আমার চেয়ে উত্তম যদি তাহা প্রিয় মানুষের দরবারে হয় !"

ধন্যবাদ কবি ! তবে ছবিটা তো বুদ্ধুজীবী পাঁঠাদের !

আমার ছবি এমন হইতে পারে !!



হি হি হি ! =p~

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৫

সনেট কবি বলেছেন: ছবিটা পাল্টে দিলাম।

১০| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৮

টারজান০০০০৭ বলেছেন: দেখিয়াছি ! ছবিটা দেখিলেই হাসি পায় ! :D

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪

সনেট কবি বলেছেন: আসলেই খুশী হওয়ার মতো ছবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.