নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার অতঃপর হৃদয়

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৪



অতঃপর হৃদয়ের মালঞ্চে ফুলেরা
ফুটে দলে দলে রাতে।তারা জোছনায়
শিশির ভেজা পাপড়ি মেলে দোল খায়
বাতাসে। বৃন্ত চ্যুতির পর ঝরে পড়ে।
সবুজ ঘাসের বুকে গড়িয়ে দৃষ্টিরা
ঝরাফুল দেখে যারা থাকে অপেক্ষায়
কেউ নিয়ে যাবে তুলে বলে কামনায়
তারা যেন কল্পনার অট্টালিকা গড়ে।

ঝরাফুল সাহিত্যের ঝরঝরে দীপ্তি
সেথায় রূপেরা থাকে লুকিয়ে আড়ালে
পাঠকেরা একে একে পড়ে নিয়ে তৃপ্তি
হৃদয় আঁধারে এরা জোৎস্না ছড়ালে।
পোষ্ট যেন সোনা রোদ চমকিত মনে
চুপি চুপি কথা বলে পাঠকের সনে।

ব্লগার অতঃপর হৃদয়

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

কানিজ রিনা বলেছেন: চুপি চুপি কথা বলে পাঠকের সনে,
অসাধারন হয়েছে কবিতা।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ মাননীয়া।

২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:১২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:২১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অসাধারণ কাব্য রচনা।। ভাল লাগলো বেশ।।
ভালো লাগা রেখে গেলাম

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৩

সনেট কবি বলেছেন: প্রীশু নিয়েন। অনেক ধন্যবাদ।

৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৫

অতঃপর হৃদয় বলেছেন: হায় হায় আমাকে নিয়ে কবিতা!!! অনেক সুন্দর কবিতা, অনেক ভালো লাগলো। আমাকে নিয়ে কেউ কবিতা লিখে ফেলবে এভাবে ভাবনার বাহিরে ছিল। :)

অনেক অনেক ভালোবাসা রইলো। আবারো বলছি, কবিতা টা আমার অনেক ভালো লেগেছে। :) আপনাকে অনেক ধন্যবাদ আমাকে নিয়ে একটা সুন্দর কবিতা লেখার জন্য। :)

আমি তো আবার কবিতা লিখতে পারিনা। অনেক চেষ্টা করেছিলাম পরে আর চেষ্টা করাই হয়নি। বোধহয় সবাই কবিতা লিখতে পারে না তাই আমিও পারিনা। :)

অনেক ভালো থাকবেন। আমার জন্য অনেক দোয়া করবেন। :)

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২

সনেট কবি বলেছেন: কবিতা আপনার ভাল লাগায় আমারো অনেক ভাল লাগলো।

৫| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

সনেট কবি বলেছেন: দু’জনকে মিলিয়ে একটা সনেট লিখলাম। আপনার পছন্দ হলে পোষ্ট দেব। আর ছবি সিলেক্ট করে দিলে ভাল হয়।




সুরভী-রাজীব নুর

সুরভী-রাজীব নুর এক জোড়া ফুল
এক ডালে দোলে তারা বসন্তের বায়
দু’মন আনন্দে থাকে সুখের ছোঁয়ায়
মনবন ছায় তারা প্রশান্ত অন্তর।
সতেজ সবুজ তৃণে মননদী কূল
সেথায় ঘাসে শিশির রোদ্রের ছোঁয়ায়
ঝলমল করে উঠে নয়ন জুড়ায়
অনুরূপ দুইজন মনমুগ্ধকর।

রাজীব নূরের মন সুরভীতে থাকে
বন্ধনে আবদ্ধ হয়ে। সুরভীর পতি
সবচেয়ে বেশী শুধু ভালবাসে তাকে।
দু’জনের মাঝে থাক সুকাজের মতি
তাদের রাখুন সুখে আল্লাহ মহান
জীবনে থাকুক চির সুখ অফুরান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.