নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

প্রেম পত্র

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৬



চিঠি দিলে প্রিয়তম এইতো আমায়
নেব আমি এ রতনে কোন উপমায়?
কোথাও পাইনি খুঁজে এ রত্ন তুলনা
কোনখানে নেই এর কোনই ছলনা।
মহাশূণ্য থেকে যেন এল এ রকেটে
এখন তা’ স্থানপেল বুকের লকেটে।
আবেগে দেখেছি মেলে প্রেমের নয়ন
আহা কি চমৎকার শব্দের চয়ন।

প্রেমকথা পুস্পদিয়ে গেঁথে প্রেমমালা
করেছ শীতল প্রিয় অন্তরের জ্বালা।
তোমার প্রেমের ঢেউ সাগরের নায়
নিরন্ত ভাসিয়ে নেয় তোমার প্রিয়ায়।
অতঃপর প্রেমপত্রে বিঁধে প্রেমবানে
প্রাণটা উড়িয়ে নেয়, প্রেমের তুফানে।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫১

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

প্রেম হউক পবিত্র। প্রেমের নামে প্রতারণা দূর হউক।

সনেটে ভাল লাগা। ++

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:০১

সনেট কবি বলেছেন: এটা আবার ছড়াছন্দে লিখলাম। ভাবছি এমন কিছু কবিতা লিখব। প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৪

এমজেডএফ বলেছেন: ব্লগে এতোবেশি কবি যে সবাইকে মনে রাখা মুশকিল। ভাগ্যিশ, আপনি সনেট লেখেন, তাই আপনাকে অন্যদের চেয়ে সহজে চেনা যায়। সময় নিয়ে সনেট কবিতা লিখার জন্য ধন্যবাদ।
ব্লগ সম্পর্কীয় আমার সমালোচনাটি সময় পেলে পড়তে পারেন:
সামুর একজন নিয়মিত পাঠকের প্রতিক্রিয়া

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৫

সনেট কবি বলেছেন: আপনার পোষ্টের সাথে একমত হতে পারিনি। কারণ আমরা সবার যোগ্যতা দেখতে চাই।

৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


টেলিফোন প্রেম পত্রের স্হান দখল করে নিয়েছে, ব্যাপারটা ভালো হলো না

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৭

সনেট কবি বলেছেন: তবে প্রেম পত্র খুব মজার ছিল। আমি কয়েকটি পেয়েছিলাম সেজন্য বলতে পারি। কেউ একজন আমাকে ভালবেসে সে কথা আমাকে জানায় এটা ছির অন্য রকম অনুভুতি।

৫| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:



চমৎকার! এমন আবেশ আগের সনেটগুলোতে কম ছিল! এই ফরমেট খুব ভাল লাগল কবি! অন্ত্যমিল অত্যন্ত প্রাণবন্ত হয়েছে!

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০২

সনেট কবি বলেছেন: তবে এটা সনেটের স্বীকৃত ফরমেট নয়। তথাপি এ ফরমেটে কিছু সনেট লিখব ভাবছি।

৬| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ সুন্দর সনেট গড়েছেন এটি, ভীষণ ভীষণ ভালো লাগা রইল কাব্যকথায়

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয়কবি

৭| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! প্রেমময় সনেট

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয়কবি

৮| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৯

অর্থনীতিবিদ বলেছেন: আরেকটি অসাধারণ সনেট কবিতা।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১২

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয়কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.