নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার অর্থনীতিবিদ

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮



অর্থনীতিবিদ আছে ব্লগে একজন
অর্থনিয়ে অর্থপূর্ণ ভাবনা আছে তাঁর
তাঁর পোষ্টে সেসবের আছে সমাচার
হতভাগা দেশটার উন্নতি চিন্তায়।
সরকারের শুধুই অর্থ প্রয়োজন
জনগণ দিবে যত লাগে দরকার
জীবন তাদের হোক তাতে চারখার
সরকার তা’ না রাখে সুখী মনটায়।

উন্নতি যথেষ্ট হয় ক্ষমতার মূলে
জনতার জীবনের নেই কোন গতি
তাদেরতো কেউ নেই জীবনে দু’কূলে।
সাধারণ মানুষের থাক অবগতি
মরেই তাদের হবে জীবনের মুক্তি
উচিৎ তাদের থাকা সরকারে ভক্তি।


ব্লগার অর্থনীতিবিদ

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! দারুণ সনেট।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব। প্রীশু নিয়েন।

২| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: দাদা সেই অর্থনীতিবিদের সাথে পরিচয় করিয়ে দিলে ভাল হত।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৩

সনেট কবি বলেছেন: তাঁর ব্লগের লিংক দিয়ে দিলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: সামুতে অর্থনীতিবিদ নামে যিনি ব্লগিং করেন উনার লেখা ও কমেন্ট থেকেই বোঝা যায় উনি একজন চমৎকার মানুষ।ধন্যবাদ প্রিয় কবি উনাকে নিয়ে লেখার জন্য।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

সনেট কবি বলেছেন: প্রীশু নিয়েন। ধন্যবাদ জনাব তারেক।

৪| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


এবার যদি অর্থনীতিবিদ বাংগালীদের জীবনের অর্থ বুঝতে পারেন!

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

সনেট কবি বলেছেন: তেমন কিছু বুঝার চেষ্টা মনে হয় তাঁর মধ্যে আছে।

৫| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

রাকু হাসান বলেছেন: তারেক_মাহমুদ বলেছেন: সামুতে অর্থনীতিবিদ নামে যিনি ব্লগিং করেন উনার লেখা ও কমেন্ট থেকেই বোঝা যায় উনি একজন চমৎকার মানুষ।ধন্যবাদ প্রিয় কবি উনাকে নিয়ে লেখার জন্য---একমত শতভাগ ।


সনেটের কথা কি বলবো আর ,বরাবরের মত আর কি কবি । :-B

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৬| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: আমি বুঝি না কি ভাবে সম্ভব??
দিনের পর দিন আপনি লিখেই চলেছেন একটার পর একটা সনেট !!!

চাচাজ্বী আপনি গ্রেট।

২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সনেট কবি বলেছেন: সব কিছু এ জাতির সম্মান প্রতিষ্ঠার জন্য। দোয়া করবেন যেন তেমন কিছু করে দেখাতে পারি।

৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪০

অর্থনীতিবিদ বলেছেন: আরেকটি অসাধারণ সনেট কবিতা যেখানে অল্প কয়েকটি লাইনে দেশের প্রকৃত করুন চিত্র ফুটে উঠেছে। কবিতাটির জন্য প্রিয় সনেট কবি ভাইকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৪

সনেট কবি বলেছেন: অবশেষে আপনার নজরে এসেছে, খুশী হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.