নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রাকু হাসান

২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১



ব্লগার রাকু হাসানের ‘কথাছিল’ পড়ে
তার স্বপ্ন পূরণের আশা অসম্ভব নয়
বলেই মনে হয়েছে।ছন্দের মায়ায়
সেথায় পাঠক সব হারায় নিজেকে।
সে কবিতা সাগরের নীল জলে গড়ে
সবুজ সুন্দর দ্বীপ।আকাশে যেথায়
চন্দ্রের টিপ জোছনা নিমিশে ছড়ায়
আকুল অবাক মন ফিরে দিকে দিকে।

কবিতার মত করে ছুটে গল্প রথ
এঁকে বেঁকে ছুটে চলা গেঁয়ো পথ ধরে
যেন পল্লী বধুদের নাকে থাকা নথ
ক্রমাগত দুলে চলে পবন আদরে।
মুগ্ধতায় ভরে মন দেখে অফুরান
সে স্নিগ্ধ চন্দ্রিমা যেন প্রত্যয়ী নিশান।


ব্লগার রাকু হাসান

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০২

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

নথ শব্দ কি বলবেন।

সনেটে মন্দ লাগেনি ।

হাসান ভাই আর আপনার জন্য শুভকামনা।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৬

সনেট কবি বলেছেন: নথ মেয়েদের নাকের অলংকার।

২| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে না দিলে কৃপণতা করা হবে।
আপনি হলেন সাগর, যার বুকে ঠাই পায় সবাই।
বেঁচে থাকুন অনন্ত কাল। শুভ কামনা আপনার জন্য।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১১

সনেট কবি বলেছেন: মন্তব্যে মুগ্ধ করলেন ভাই জান। আমি এমনিতেও আপনাদের এলাকার লোকদেরকে খুব পছন্দ করি।

৩| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: ২য় মন্তব্যকারী ব্লগার নূরু ভাই সুন্দর মন্তব্য করেছেন।
তার সাথে সহমত।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১২

সনেট কবি বলেছেন: তাঁর এ মন্তব্য একটা সেরা মন্তব্য বলা যায়।

৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৫

চঞ্চল হরিণী বলেছেন: খুবই সুন্দর হয়েছে। রাকু আমার খুব আদরের খুব প্রিয় ছোট ভাই।

'যেন পল্লী বধূদের নাকে থাকা নথ,
ক্রমাগত দুলে চলে পবন আদরে' কি যে দারুণ লিখেছেন ! অসাধারণ লেগেছে এই দুই লাইন।
'সে স্নিগ্ধ চন্দ্রিমা যেন প্রত্যয়ী নিশান' পরের ছয় লাইন অনেক বেশী সুন্দর হয়েছে।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যও অসাধারণ হয়েছে।

৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৭

অর্থনীতিবিদ বলেছেন: রাকু হাসান অল্প দিনেই সবার মন জয় করে নিয়েছে। তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। প্রিয় সনেট কবি ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি রাকু হাসানকে নিয়ে সুন্দর একটি সনেট রচনা করার জন্য।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৭

সনেট কবি বলেছেন: জাতীয় কবির প্রপিকে তার উন্নতি হওয়া অতীব দরকার।

৬| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,

ব্লগার রাকুভাই অল্পদিনে সিনিয়রদের মন জয় করে ছোট্ট ভাইটির আসন দখল করেছেন। অভিনন্দন ছোট্টভাইটিকে ।

আপনাকে ধন্যবাদ দিয়ে খাটো করবোনা।

অফুরান শুভেচ্ছা দুজনকে।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৮

সনেট কবি বলেছেন: প্রীশু নিয়েন। অনেক ধন্যবাদ চৌধুরী ভাই।

৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্লগে এলো নতুন পোলা
নামটা তাহার রাকু!
বিয়ে শাদি না করেও
হয়ে গেছে কাকু!;)

ছন্দ মেলাতে গিয়ে শেষে
হয়ে গেলাম টাকু! (মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে):P
চিনলে না হায় আমায় তুমি
আমি নিজাম ডাকু..:P

রাকুর জন্য শুভকামনা। ওর কাজী নজরুলের প্রোপিক দেখলে...... :(

লেখককে ধন্যবাদ।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৮

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য এমনিতেই আপনি জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় এটাও চমৎকার হয়েছে।

৮| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫২

রাকু হাসান বলেছেন: আমাকে নিয়ে সনেট !! :-B ,আমি মুগ্ধ নয়নে স্তব্দ হয়ে থাকলাম , তারপর কয়েকবার পড়লাম, একে একে সবার মন্তব্য ,বিশেষ করে আমার বোন চঞ্চল হরিণী,শ্রদ্ধেয় অর্থনীতিবিদ,পদাতিক চৌধুরি ভাইয়ার মন্তব্য কয়েকবার পড়লাম । নিজের অনুভূতিগুলো প্রকাশ পাওয়ার সঠিক ভাষা আমার জানা নেই । আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না ,আদরের স্থান টি সব সময় ধরে রাখতে চায় । :-B

আমি ব্লগে যে মানুষ টা কে দেখে সব চেয়ে বেশি বিমোহিত হই ,সেটা আপনি সনেট কবি । আমাকে নিয়ে কেউ প্রথম কবিতা লিখলো ,তবু সেটা সনেট ,খুশি ,ভাল লাগার মাত্রা টা কেমন বুঝাতে পারবো না ,দিনটি মনে থাকবে আমার । আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া কিছু করতে পারবো না ,আমার মত নবীন ,সবে ব্লগ রাজ্যে পা পেলে ছেলে টা এত তাড়াতাড়ি এমন একটি উপহার পাবে । ভাবিনি আমি । আহ কত সুন্দর উপমা ‘‘যেন পল্লী বধূদের নাকে থাকা নথ’’ এমন টা থাকতে চায় । ‘‘কবিতার মত করে ছুটে গল্প রথ,একে বেকে ছুটে চলা গেঁয়ো পথ ধরে ..বাহ কি সুন্দর ....এমন ই হোক আমাার পথ চলা । আপনাদের সানিধ্য পাওয়া আমার জীবনের অন্যতম সেরা সময় । যতই বলি শেষ করা যাবে না ।

আপনি ভাল থাকুন ,সুস্থ থাকুন সব সময় । প্রার্থনা এই আপনাদের কবিতার প্রাপ্য সম্মান টুকু যেন সময় দিয়ে যেতে পারি ,সেই সাথে ভালবাসার বন্ধন যেন অটুট রাখে স্রষ্টা ,প্রিয়তে নিয়ে রাখলাম. ডাইরিতে লিখেও রাখবো ,পড়ে শান্তি পাব ,সে দিন মনে পড়বে আপনার সহ অনেকের কথাই ।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৬

সনেট কবি বলেছেন: আশাকরি আপনি বাংলা সাহিত্যের জন্য কিছু করে দেখাতে পারবেন। অপেক্ষায় থাকলাম।

৯| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:১১

পদাতিক চৌধুরি বলেছেন: আমাদের প্রিয় ছোটোভাইরাকু হয়তো মনের ভূলে পোষ্টটি এখনও প্রিয়তে নেয়নি। অনেক অনেক ভালোলাগা রাকুকে। আশাকরবো শীঘ্রই পোষ্টটিকে কমেন্টের দাবি অনুযায়ী যথাস্থানে তুলে রাখবে।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৫

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন চৌধুরী ভাই।

১০| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: রাকু ভাগ্নেটাকে নিয়েও দারুন সনেট ভালো লাগল কবি।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব কমন মামা।

১১| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫১

রাকু হাসান বলেছেন: পদাতিক চৌধুরি ভাই আমার ! :-B ,বারবার ক্লিক করার পরও প্রিয় তে যায়নি তখন ,এখন এসে দেখলাম ,নেট সমস্যার জন্য এমন হওয়ার কথা । এমন পোস্ট প্রিয়তে না ,নিয়ে যােব কোথায় ।

শ্রদ্ধেয় সনেট কবি ‘‘ আশাকরি আপনি বাংলা সাহিত্যের জন্য কিছু করে দেখাতে পারবেন। অপেক্ষায় থাকলাম।’’

অনেক বড় স্বপ্ন আমাকে দেখিছেন । আশা করেছেন, আমি অভিভূত । সেটা স্রষ্টা যদি সে সুযোগ অামাকে দেন তাহলে ইনশাআল্লাহ্ । আমি পরিশ্রম করতে চায় ,প্রথমত এক সাগর পড়তে চাই । তারপর না হয় একটু লিখলাম ।

অনুপ্রেরণা দেওয়ার জন্য হাজারো কৃতজ্ঞতা প্রকাশ করছি । ব্লগীয় চলার পথে আপনাদের সহায়তা কাম্য ,যেন ভুল শুধরে নিতে পারি ।


৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০১

সনেট কবি বলেছেন: ইচ্ছে মানুষকে অনেক দূর এগিয়ে নিতে সহায়তা করে।

১২| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৩

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

১৩| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১২

তারেক_মাহমুদ বলেছেন: রকু হাসান, অল্প দিনেই বেশ পরিচিতি পেয়েছেন, ভাইটির জন্য শুভ কামনা।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

সনেট কবি বলেছেন: আমি চাই তাঁর আরো অধিক উন্নতি হোক।

১৪| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাঁর এ মন্তব্য একটা সেরা মন্তব্য বলা যায়।

ঠিক বলেছেন।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবিবর, মুগ্ধ কবিদ্বয়ে

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.