নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার শৈবাল আহম্মেদ

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২১



শৈবাল আহম্মেদের অকপট কথা
সাহসের পরিচয় পরিপক্কতায়
অবশ্য বহন করে।ধর্মের পাতায়
অনেক ক্রস দেখেছি বিরুদ্ধ মতের।
তারসব কথা নয় অবশ্য অযথা
অনেক ফাঁক ফোঁকর ধর্মের কথায়
দেখা যায় ধার্মীকের ভুল ভাবনায়
আর কতিপয় মন্দ কাজে অসথের।

ভুল ধরতেই ভুল কখনো এমন
হতেই পারে। শৈবাল ঝাপসা দৃষ্টিতে
ভুল দেখে ভুল ভাবে, সেখানে তেমন
সত্য থাকেনা অন্তত এ আমার মতে।
যে যার কর্মের ফল ভোগ করে যাবে
নিজের অর্জন সবে হাতে হাতে পাবে।


ব্লগার শৈবাল আহম্মেদ

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো অকপটচিত্তে সত্যতা কাব্যরসে প্রকাশ করা, সুন্দর সনেট।

শুভকামনা জানবেন কবিবর

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩০

সনেট কবি বলেছেন: শৈবাল আহম্মেদ আমার মতের বিরোধী হলেও তাঁকে কপট অন্তত মনে হয়নি।

২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর। বরাবরের মতোই সুন্দর।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুন্দর লিখেছেন। তবে ইদানিং প্রায় সব ক্ষেত্রেই ধর্মটাকে টেনে আনা কি সমীচীন? তাহলে আপনার নামের টাইটেল হোক সনেট ধর্মকবি। :D
সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করি শৈবাল আহম্মেদ এবং সনেট ধর্মকবি ভাইয়ের।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫২

সনেট কবি বলেছেন: ঠিক আছে তাঁকে নিয়ে লেখার সময় আগামীতে বিষয়টা বিবেচনায় রাখব।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৭

শৈবাল আহম্মেদ বলেছেন: জহিরুল ইসলাম ভাইয়ের দেওয়া নামটা খারাপ হয়না (সনেট ধর্মকবি)। কেননা ইদানিং ধর্ম নিয়ে যথেষ্ট চাপ যাচ্ছে ওনার মাথায়।
ধন্যবাদ,শুভকামনা সকলকে।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫৩

সনেট কবি বলেছেন: আগামীতে আপনার সম্পর্কে লিখতে এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব।

৫| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:০৩

শৈবাল আহম্মেদ বলেছেন: যেখানে জগৎ জুড়েই আপেক্ষিকতা এবং প্রত্যেকের কোর্ড আলাদা-ধাতুর শক্তি আলাদা সেখানে সঠিক কিছু বলার থাকেনা।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫৫

সনেট কবি বলেছেন: আপনার এ বিষয়টা আরো সহজভাবে বলা দরকার।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:
ফরমেট চেঞ্জ হয়েছে মনে হয়! আগেরটাই বেশি ভাল ছিল কবি!

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫৮

সনেট কবি বলেছেন: ব্লগারদের নিয়ে এ ফরমেটেই লিখছি। আর ছড়াছন্দ এখনো সনেটের স্বীকৃত ছন্দ নয়। সনেটে বরং বিশেষ অন্তমিল স্বীকৃত।

৭| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৭

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.