নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩



ভালবাসা মনে বাসা বাঁধে চিরকাল
তার নেই সুনির্দিষ্ট সময়ের কাল।
যেকোন সময় এ যে মনে চলে আসে
কারণে ও অকারণে সুমিষ্ট সুবাসে।
সকলে আকূল হয়ে ভালবাসা চায়
না পেলেই অশ্রুজলে বুকটা ভাসায়।
ভালবাসা চিরকাল অন্তরের ভাষা
অনেকের সুগভীর কারো ভাসা ভাসা।

ভাসা ভাসা ভালবাসা ভেসেভেসে যায়
ক্ষণিক দেখার পর নিমিশে হারায়।
ভালবাসা সুগভীর হলে এ জীবনে
সমাপ্তি কখনো ঘটে হঠাৎ মরনে।
হিসেবের ভালবাসা পরিপূর্ণতায়
সুখের জীবনে সব মানুষে বাঁচায়।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

২| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৩

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।

ভালবাসা অমর হউক। ভালবাসা ভেজালমুক্ত হউক।

কবিতায় ভাল লাগা ++

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮

সনেট কবি বলেছেন: আপনিও প্রীশু নিয়েন। দোয়া করি প্রীশু যেন জনপ্রিয়তা লাভ করে। আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৩| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০০

পদাতিক চৌধুরি বলেছেন: ভালোলাগা ভালোবাসার সনেট।

প্রীশু আপনাকে।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৬

সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক প্রীশু।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। চাচাজ্বী।
চাচা আপনি এবং চাচী এই ঈদে আমার বাসায় আসবেন।
আসতেই হবে।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৮

সনেট কবি বলেছেন: যদি কখনো ঢাকায় যাই তাহলে একপাক যাওয়ার চিন্তা করা যাবে।

৫| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাউকে উৎসর্গ করলে ভালো হতো।
ধন্যবাদ ফরিদ ভাই

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯

সনেট কবি বলেছেন: কাকে উৎসর্গ করে আবার কে বেজার হয়!

৬| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: Click This Link

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.