নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২



মৃদু মৃদু সমীরণে সবুজ ছোঁয়ায়
রাতের আকাশে চাঁদ জোছনা বিলায়
সুখের আবেশে হেথা শান্তির শয়ন
শোভায় আকুল প্রাণ বিমুগ্ধ নয়ন।
নীলাকাশে সাদামেঘ গ্রহ চাঁদ তারা
সেথায় পাখিরা উড়ে হয়ে আত্মহারা।
দক্ষিণা সাগর জুড়ে নীল জলরাশি
ফসলের ক্ষেতে আছে কৃষকের হাসি।

এখানে মানুষ থাকে তরুবন ছায়
কথা বলে তারা সবে সুমিষ্ট ভাষায়
হাজার নদীর গানে জুড়ায় পরান
তরু-লতা জুড়ে ফল ফুলের সুঘ্রাণ।
আত্মায় শীতল করা স্বপ্নের এ দেশ
বাংলাদেশ এ আমার প্রিয় বাংলাদেশ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
মনোমুগ্ধকর।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীশু নিয়েন।

২| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন প্রিয়। ভালো লাগা রেখে গেলাম

http://www.somewhereinblog.net/blog/riyad1666/30248684

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: Click This Link

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সনেট কবি বলেছেন: লিখতে থাকুন। আস্তে আস্তে আরো ভাল হবে।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:
http://www.somewhereinblog.net/blog/riyad1666/30248684

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ। লক্ষ্য পানে এগিয়ে যান।

৫| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

ইদানীং আপনার সনেট কবিতাগুলো বিভিন্ন ধারায় হওয়ায় খুবই ভাল লাগতেছে।

আমি যতটুকু মনে করি এইসব দৃশ্য ধীরেধীরে বিলুপ্ত হতে যাচ্ছে।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সনেট কবি বলেছেন: তবে গাছ-পালার দিক থেকে আমরা এখনো পিছিয়ে নেই।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

বলেছেন: অসাধ্যকে সাধন করার প্রত্যাশা পূরণ হোক। অনন্য লেখা

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

সনেট কবি বলেছেন: আমাদের এত লোক যদি জান-প্রাণ দিয়ে খাটে তবে আমাদের দেশ আশা করি এগিয়ে যাবে।

৭| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষ স্ত্রী, পরিবার ফেলে বিদেশ চলে যাচ্ছে! এখানে প্রশান্ত নেই মানুষের মুখে

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

সনেট কবি বলেছেন: সুখ-দূঃখ মিলেই পৃথিবী।

৮| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

বাকপ্রবাস বলেছেন: সনেট এর মত‌ো কঠ‌িন কাজটার মাইলফলক সৃষ্টির জন্য অভ‌িনন্দন

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৯| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনেক সুন্দর একটা সনেট।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব। সামুর অনেক লেখকই ভাল কিছু উপস্থাপনের চেষ্টা করছেন।

১০| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাংলাদেশকে নিয়ে সুন্দর সনেট গড়েছেন কবিবর, মুগ্ধতা কথামালায়।

জয় বাংলা

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১১| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: মুগ্ধকর!!

১২| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪০

রাকু হাসান বলেছেন: আহা! আমার বাংলাদেশের রুপ দেখলাম শ্রদ্ধেয় কবির সনেটে । কবি আপনি এত লিখেন ! আগের লেখা নাকি ,না ইদানিং লিখছেন ,ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.